১৬ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার, ২৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

কাঁথিতে প্রসাদ খেয়ে অসুস্থ বহু গ্রামবাসী!

চামেলি দাস
  • আপডেট : ৩০ মার্চ ২০২৫, রবিবার
  • / 276

পুবের কলম, ওয়েবডেস্ক: কাঁথির একটি গ্রামে একসঙ্গে ৭০ জনের বেশি বাসিন্দা অসুস্থ হয়ে পড়েছেন। তাদের মধ্যে ৫৫ জনকে কাঁথি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। বাকিরা বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, খাবারের বিষক্রিয়ার কারণেই এই বিপত্তি ঘটেছে। যদিও পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য দফতর। জানা গেছে, বৃহস্পতিবার রাতে কাঁথি দেশপ্রাণ ব্লকের বামুনিয়া পঞ্চায়েতের একটি বাড়িতে সত্যনারায়ণ পুজোর আয়োজন করা হয়। পুজোর পর ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। শুক্রবার সকাল থেকেই একের পর এক গ্রামবাসী অসুস্থ হয়ে পড়তে শুরু করেন। তাদের মধ্যে জ্বর, বমি, পেটের অসুখ ও খিচুনির মতো উপসর্গ দেখা দেয়।

আরও পড়ুন: ফের কুলতলিতে বাঘের আতঙ্ক

আরও পড়ুন: Gaza hospital-এ বোমা মেরে ৫ সাংবাদিককে খুন ইসরাইলের

অসুস্থদের দ্রুত স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়, কিন্তু অবস্থার অবনতি হওয়ায় ৫৫ জনকে কাঁথি মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। স্থানীয় বাসিন্দা সিদ্ধার্থ রায় বলেন, নারায়ণ পুজোর প্রসাদ খেয়ে ৬০ জনের বেশি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। আমরা সরকারের কাছে দ্রুত চিকিৎসা পরিষেবা দেওয়ার অনুরোধ করেছি। স্বাস্থ্যকর্মীদের দাবি, খাবারে বিষক্রিয়ার কারণেই এই ঘটনা ঘটেছে। তবে কীভাবে বিষক্রিয়া হলো, তা খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে খাদ্য ও স্বাস্থ্য দফতর তদন্ত শুরু করেছে।  ঘটনার পর গ্রামবাসীদের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, অসুস্থদের পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রশাসনও নজর রাখছে, যাতে পরিস্থিতির আরও অবনতি না ঘটে।

আরও পড়ুন: সমবায় ভোটে তৃণমূলের বিপুল জয় কাঁথিতে

আরও পড়ুন: ফ্লুর প্রাদুর্ভাব: উদ্বেগজনক হারে বাড়ছে রোগী, সরকারকে সতর্ক করল বিশেষজ্ঞরা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কাঁথিতে প্রসাদ খেয়ে অসুস্থ বহু গ্রামবাসী!

আপডেট : ৩০ মার্চ ২০২৫, রবিবার

পুবের কলম, ওয়েবডেস্ক: কাঁথির একটি গ্রামে একসঙ্গে ৭০ জনের বেশি বাসিন্দা অসুস্থ হয়ে পড়েছেন। তাদের মধ্যে ৫৫ জনকে কাঁথি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। বাকিরা বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, খাবারের বিষক্রিয়ার কারণেই এই বিপত্তি ঘটেছে। যদিও পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য দফতর। জানা গেছে, বৃহস্পতিবার রাতে কাঁথি দেশপ্রাণ ব্লকের বামুনিয়া পঞ্চায়েতের একটি বাড়িতে সত্যনারায়ণ পুজোর আয়োজন করা হয়। পুজোর পর ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। শুক্রবার সকাল থেকেই একের পর এক গ্রামবাসী অসুস্থ হয়ে পড়তে শুরু করেন। তাদের মধ্যে জ্বর, বমি, পেটের অসুখ ও খিচুনির মতো উপসর্গ দেখা দেয়।

আরও পড়ুন: ফের কুলতলিতে বাঘের আতঙ্ক

আরও পড়ুন: Gaza hospital-এ বোমা মেরে ৫ সাংবাদিককে খুন ইসরাইলের

অসুস্থদের দ্রুত স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়, কিন্তু অবস্থার অবনতি হওয়ায় ৫৫ জনকে কাঁথি মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। স্থানীয় বাসিন্দা সিদ্ধার্থ রায় বলেন, নারায়ণ পুজোর প্রসাদ খেয়ে ৬০ জনের বেশি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। আমরা সরকারের কাছে দ্রুত চিকিৎসা পরিষেবা দেওয়ার অনুরোধ করেছি। স্বাস্থ্যকর্মীদের দাবি, খাবারে বিষক্রিয়ার কারণেই এই ঘটনা ঘটেছে। তবে কীভাবে বিষক্রিয়া হলো, তা খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে খাদ্য ও স্বাস্থ্য দফতর তদন্ত শুরু করেছে।  ঘটনার পর গ্রামবাসীদের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, অসুস্থদের পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রশাসনও নজর রাখছে, যাতে পরিস্থিতির আরও অবনতি না ঘটে।

আরও পড়ুন: সমবায় ভোটে তৃণমূলের বিপুল জয় কাঁথিতে

আরও পড়ুন: ফ্লুর প্রাদুর্ভাব: উদ্বেগজনক হারে বাড়ছে রোগী, সরকারকে সতর্ক করল বিশেষজ্ঞরা