গঙ্গার তলা দিয়ে গড়াল মেট্রোর চাকা, পাতাল পথে জুড়ল কলকাতা-হাওড়া
ইমামা খাতুন
- আপডেট :
১২ এপ্রিল ২০২৩, বুধবার
- / 26
পুবের কলম ওয়েবডেস্ক: দেশের প্রথম মেট্রো চালু হয়েছিল শহর কলকাতায়। মূল উদ্যোক্তাদের মধ্যে ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী গণি খান চৌধুরি। তারপর নতুন নতুন লাইন পাতার পরিকল্পনা হয়। তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যদের স্বপ্নগুলি ধীরে ধীরে পূরণও হচ্ছে। এবার সেই তালিকায় যুক্ত হতে চলেছে গঙ্গার তলা দিয়ে মেট্রো পরিষেবা। বুধবার পরীক্ষামূলকভাবে তা-ই সম্ভব করে দেখাল মেট্রো কর্তৃপক্ষ।
এ দিন সফলভাবে গঙ্গার তলা দিয়ে ছুটল মেট্রো। মাত্র আধ ঘণ্টায় মহাকরণ থেকে হাওড়া ময়দান পৌঁছে গেল মেট্রোর একটি রেক। বুধবার বেলা ১২টা নাগাদ ঐতিহাসিক সেই মুহূর্তের সাক্ষী থাকল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। আপাতত দু’টি রেল চালিয়ে দেখা হয়। এরপর ট্রায়াল রান হবে। তারপর ছাড়পত্র মিললেই শুরু হবে যাত্রী পরিবহণ।
এ দিন সফলভাবে মেট্রোর রেক পৌঁছে যায় হাওড়া ময়দানে। এবার শুরু হবে ট্রায়াল রান। বউবাজার অঞ্চলে বিপর্যয়ের পর কিছুটা শ্লথ হয়েছিল কাজের গতি। অবশ্য সেইসব এখন অতীত। আশা-আশঙ্কার দোলাচলের মধ্যেই এ দিন সকাল সাড়ে ১১টা নাগাদ এসপ্ল্যানেড থেকে মহাকরণের উদ্দেশে রওনা দেয় মেট্রোর একটি রেক। ১১টা ৪০ মিনিট নাগাদ সেটি মহাকরণ থেকে রওনা দেয়। বিদ্যুতের মাধ্যমে চালানো হয় ট্রেন। কোনওরকম সমস্যা ছাড়াই মেট্রোটি পৌঁছে যায় হাওড়া ময়দানে। মহাকরণ থেকে হাওড়া যায় গঙ্গার তলায় তৈরি সুড়ঙ্গ দিয়ে।
প্রসঙ্গত, গত রবিবারেই গঙ্গার তলা দিয়ে মেট্রো ছোটানোর কথা ছিল। কিন্তু এসপ্ল্যানেডে এসেই সফর থেমে যায়। সেদিন অবশ্য কোনও বিপত্তি ছাড়াই বউবাজারের মাটির তলার অংশ পার করেছিল ব্যাটারিচালিত দু’টি রেক। বিকাল গড়িয়ে যাওয়ায় গঙ্গা পার করানো হয়নি। বুধবার তা করেন মেট্রোকর্তারা।