১৯ অগাস্ট ২০২৫, মঙ্গলবার, ২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

তৃণমূলের সংখ্যালঘু সেলের সভাপতি উপর দুস্কৃতী হামলা,অভিযোগের আঙুল বিজেপির দিকে

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ৩১ জুলাই ২০২১, শনিবার
  • / 26

দেবশ্রী মজুমদার, মল্লারপুর: বীরভূমের মল্লারপুরে তৃণমূলের সংখ্যালঘু সেলের সভাপতির উপর  দুস্কৃতী হামলা। ঘটনা ঘটে শনিবার  বীরভূমের মল্লারপুর থানার দক্ষিনগ্রাম গ্রাম পঞ্চায়েতের বানাসপুরে।  শনিবার সকালে মাঠে কাজ সেরে বাড়ি ফেরার পথে একদল বিজেপি আশ্রিত দুস্কৃতী পথ আটকে আনাই সেখের (আনারুল) উপর চড়াও হয়। দক্ষিণগ্রাম অঞ্চলের সংখ্যালঘু সেলের সভাপতি আনাই সেখের দাবী,  অভিযুক্ত রেবেল সেখ, ওজু সেখ বিজেপি সমর্থক। মাঠ থেকে ফেরার সময় জনা পনেরো লোকজন মিলে বোম পিস্তল নিয়ে পথ আঁটকানোর চেষ্টা করে। তিনি  ভয়ে রহুল সেখের বাড়িতে ঢুকে পড়েন। যেহেতু তিনি  তৃণমূল করেন  আর ওরা  বিজেপি করে সেজন্যই তাঁকে প্রাণে মারতে চাওয়া হয় বলে দাবি।   তাছাড়া এলাকায় অশান্তির বাতাবরণ তৈরী করতে এই ঘটনা ঘটিয়েছে। পুলিশকে খবর দিই। পুলিশ আসলে দুষ্কৃতীরা পালিয়ে যায়। এব্যাপারে বিজেপির ময়ুরেশ্বর এক নং ব্লকের বি মণ্ডলের সাধারণ সম্পাদক প্রবোধ ঘোষ বলেন, বিধান সভা নির্বাচনের আগে রেবেলরা বিজেপি করতো। তবে এখন কি করে বলতে পারবো না। ওরা ঘনঘন দল পাল্টায়। আমার মনে হয় তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের জেরে এই গণ্ডগোল।

বেশ কিছু জায়গায় বোমাবাজি চিহ্ন রয়েছে,ড্রেন থেকে উদ্ধার হয়েছে সুতলি বোমা। বোমাগুলি উদ্ধার করে নিস্ক্রিয় করার কাজ শুরু করেছে।ঘটনার পর এলাকায় চাপা উত্তেজনার রয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে মল্লারপুর থানার পুলিশ।

আরও পড়ুন: কংগ্রেসের চাপেই গব্বর সিং ট্যাক্স কমাচ্ছেন মোদি: জয়রাম

আরও পড়ুন: স্বাধীনতা দিবসের ভাষণে মোদির মুখে আরএসএস-এর প্রশংসা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

তৃণমূলের সংখ্যালঘু সেলের সভাপতি উপর দুস্কৃতী হামলা,অভিযোগের আঙুল বিজেপির দিকে

আপডেট : ৩১ জুলাই ২০২১, শনিবার

দেবশ্রী মজুমদার, মল্লারপুর: বীরভূমের মল্লারপুরে তৃণমূলের সংখ্যালঘু সেলের সভাপতির উপর  দুস্কৃতী হামলা। ঘটনা ঘটে শনিবার  বীরভূমের মল্লারপুর থানার দক্ষিনগ্রাম গ্রাম পঞ্চায়েতের বানাসপুরে।  শনিবার সকালে মাঠে কাজ সেরে বাড়ি ফেরার পথে একদল বিজেপি আশ্রিত দুস্কৃতী পথ আটকে আনাই সেখের (আনারুল) উপর চড়াও হয়। দক্ষিণগ্রাম অঞ্চলের সংখ্যালঘু সেলের সভাপতি আনাই সেখের দাবী,  অভিযুক্ত রেবেল সেখ, ওজু সেখ বিজেপি সমর্থক। মাঠ থেকে ফেরার সময় জনা পনেরো লোকজন মিলে বোম পিস্তল নিয়ে পথ আঁটকানোর চেষ্টা করে। তিনি  ভয়ে রহুল সেখের বাড়িতে ঢুকে পড়েন। যেহেতু তিনি  তৃণমূল করেন  আর ওরা  বিজেপি করে সেজন্যই তাঁকে প্রাণে মারতে চাওয়া হয় বলে দাবি।   তাছাড়া এলাকায় অশান্তির বাতাবরণ তৈরী করতে এই ঘটনা ঘটিয়েছে। পুলিশকে খবর দিই। পুলিশ আসলে দুষ্কৃতীরা পালিয়ে যায়। এব্যাপারে বিজেপির ময়ুরেশ্বর এক নং ব্লকের বি মণ্ডলের সাধারণ সম্পাদক প্রবোধ ঘোষ বলেন, বিধান সভা নির্বাচনের আগে রেবেলরা বিজেপি করতো। তবে এখন কি করে বলতে পারবো না। ওরা ঘনঘন দল পাল্টায়। আমার মনে হয় তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের জেরে এই গণ্ডগোল।

বেশ কিছু জায়গায় বোমাবাজি চিহ্ন রয়েছে,ড্রেন থেকে উদ্ধার হয়েছে সুতলি বোমা। বোমাগুলি উদ্ধার করে নিস্ক্রিয় করার কাজ শুরু করেছে।ঘটনার পর এলাকায় চাপা উত্তেজনার রয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে মল্লারপুর থানার পুলিশ।

আরও পড়ুন: কংগ্রেসের চাপেই গব্বর সিং ট্যাক্স কমাচ্ছেন মোদি: জয়রাম

আরও পড়ুন: স্বাধীনতা দিবসের ভাষণে মোদির মুখে আরএসএস-এর প্রশংসা