মিশনারি স্কুলে সরস্বতীর মূর্তি
- আপডেট : ২৬ অক্টোবর ২০২১, মঙ্গলবার
- / 9
স্থাপনে আল্টিমেটাম সংঘ পরিবারের
কলম ওয়েব ডেস্ক : বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দলের একদল উগ্র হিন্দুত্ববাদী কর্মী সোমবার মধ্যপ্রদেশের সাতনা শহরে ৫০ বছরের পুরনো মিশনারি স্কুলকে ক্যাম্পাসে সরস্বতীর মূর্তি স্থাপনের জন্য আল্টিমেটাম দিয়েছে। ১৫ দিনের মধ্যে স্কুল ম্যানেজমেন্ট তাদের দাবি পূরণ না করলে চরম পরিণতির হুমকি দিয়েছে উগ্রবাদীরা। ক্রাইস্ট জ্যোতি সিনিয়র সেকেন্ডারি স্কুল নামে পরিচিত স্কুলটি এই বছর তার প্রতিষ্ঠার সুবর্ণ জয়ন্তী উদযাপন করতে যাচ্ছে। ক্ষমতাসীন বিজেপির পরামর্শদাতা আরএসএস-এর সঙ্গে যুক্ত বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দলের ৩০ সদস্যের একটি প্রতিনিধিদল সাতনা জেলা সদরের ক্রাইস্ট জ্যোতি সিনিয়র সেকেন্ডারি স্কুলের ম্যানেজার ফাদার অগাস্টিন চিট্টুপারম্বিলের সঙ্গে দেখা করে একটি স্মারকলিপির মাধ্যমে এই দাবি জানায়। ফাদার অগাস্টিন বলেন, তারা স্কুল ম্যানেজমেন্টকে তাদের দাবি মেনে নেওয়ার জন্য ১৫ দিন সময় দিয়েছে৷
উগ্রবাদীরা ফাদারকে লিখিতভাবে দিতে বাধ্য করে যে তিনি তাদের স্মারকলিপি পেয়েছেন যা তিনি স্কুলের প্রধান ফটকে গ্রহণ করেছিলেন। স্কুল তাদের দাবি মানতে ব্যর্থ হলে হিন্দুত্ববাদী কর্মীরা ফিরে আসার হুঁশিয়ারি দিয়ে স্থান ত্যাগ করে। তাদের দাবি, স্কুলটি এমন জায়গায় তৈরি করা হয়েছিল যেখানে দেবী সরস্বতীর মূর্তি ছিল। ফাদার অগাস্টিন তাদের বলেন যে স্কুলটি ৪৯ বছর আগে নির্মিত হয়েছিল এবং এখন পর্যন্ত কেউ এমন দাবি করেনি। বজরং দলের কর্মীরা ফাদারের সঙ্গে দুর্ব্যবহার করেনি৷ তবে তারা ‘জয় শ্রী রাম’ স্লোগান দিয়েছে৷ ফাদার বলেন যে প্রতিমা স্থাপনের দাবিটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত৷ কারণ আগামী মাসে কিছু বিধানসভা আসনে উপনির্বাচন হওয়ার কথা রয়েছে।
ফাদার অগাস্টিন বলেন, যদি উগ্রবাদীরা কোনও সমস্যা তৈরি করতে ফিরে আসে, তাহলে স্কুল আইনি সুরক্ষা চাইবে। তবে স্কুল ম্যানেজমেন্ট আরও কিছুদিন অপেক্ষা করবে বলেও জানান তিনি। এই বছর বিজেপিশাসিত মধ্যপ্রদেশে হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলির ক্যাথলিক স্কুলগুলিকে হয়রানির দ্বিতীয় ঘটনা এটা।