১৫ অক্টোবর ২০২৫, বুধবার, ২৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

খুব শীঘ্রই একাধিক মেট্রো রুট চালু হতে চলেছে শহরে!

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২৪ মার্চ ২০২২, বৃহস্পতিবার
  • / 89

পুবের কলম প্রতিবেদক: ইস্ট-ওয়েস্ট মেট্রোর কলকাতা স্টেশন তৈরির কাজ শেষ হয়েছে ইতিমধ্যে। নতুন স্টেশন ও লাইনের পর্যবেক্ষণ করে গিয়েছেন কমিশনার অফ রেলওয়ে সেফটি। এখন ছাড়পত্র আসা সময়ের অপেক্ষা। এই অবস্থায় শহরে আরও বেশ কয়েকটি মেট্রো রুট হবে বলে জানালেন মেট্রো কর্তা।

মেট্রো কর্তা জেনারেল ম্যানেজার অরুণ আরোরা জানান, এবছর অক্টোবরে জোকা থেকে তারাতলা পর্যন্ত মেট্রো পরিষেবা শুরু হয়ে যাবে। ডিসেম্বরে নিউ গড়িয়া থেকে রুবি মোড় পর্যন্ত পরিষেবা শুরু হয়ে যাবে। আগামী বছর জুলাইয়ে নোয়াপাড়া থেকে বিমানবন্দর পর্যন্ত মেট্রো চালু হয়ে যাবে।

আরও পড়ুন: কলকাতায় নামল আঁধার, বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি, নদিয়া, পূর্ব মেদিনীপুরে অরেঞ্জ অ্যালার্ট জারি

তিনি আরও জানান, আগামী ২ বছরের মধ্যে কলকাতায় চালু হতে চলেছে আরও বেশ কয়েকটি মেট্রো রুট। এছাড়া  ইস্ট ওয়েস্ট মেট্রোর কাজ শেষ হয়ে যাবে আগামী বছরের জানুয়ারির মধ্যে। সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান পর্যন্ত ছুটবে ট্রেন। তখনই দেশে প্রথমবার কোনও নদীর নীচ দিয়ে ছুটবে মেট্রো। ২০২৫ সালের মধ্যে প্রতিদিন প্রায় ৮ লক্ষ যাত্রী ইস্ট- ওয়েস্ট মেট্রো ব্যবহার করবেন বলে আশাবাদী তিনি। সমস্ত রুট চালু হলে কলকাতা মেট্রোর মোট দৈর্ঘ্য ১০০ কিলোমিটার ছাড়িয়ে যাবে বলে জানিয়েছেন তিনি।

আরও পড়ুন: SIR-এর নিয়ে চূড়ান্ত প্রস্তুতি বাংলায়, কলকাতায় কমিশনের বিশেষ টিমের বৈঠক শুরু

আরও পড়ুন: লক্ষ্মীপুজোতে কম চলবে মেট্রো, জানিয়েছে কর্তৃপক্ষ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

খুব শীঘ্রই একাধিক মেট্রো রুট চালু হতে চলেছে শহরে!

আপডেট : ২৪ মার্চ ২০২২, বৃহস্পতিবার

পুবের কলম প্রতিবেদক: ইস্ট-ওয়েস্ট মেট্রোর কলকাতা স্টেশন তৈরির কাজ শেষ হয়েছে ইতিমধ্যে। নতুন স্টেশন ও লাইনের পর্যবেক্ষণ করে গিয়েছেন কমিশনার অফ রেলওয়ে সেফটি। এখন ছাড়পত্র আসা সময়ের অপেক্ষা। এই অবস্থায় শহরে আরও বেশ কয়েকটি মেট্রো রুট হবে বলে জানালেন মেট্রো কর্তা।

মেট্রো কর্তা জেনারেল ম্যানেজার অরুণ আরোরা জানান, এবছর অক্টোবরে জোকা থেকে তারাতলা পর্যন্ত মেট্রো পরিষেবা শুরু হয়ে যাবে। ডিসেম্বরে নিউ গড়িয়া থেকে রুবি মোড় পর্যন্ত পরিষেবা শুরু হয়ে যাবে। আগামী বছর জুলাইয়ে নোয়াপাড়া থেকে বিমানবন্দর পর্যন্ত মেট্রো চালু হয়ে যাবে।

আরও পড়ুন: কলকাতায় নামল আঁধার, বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি, নদিয়া, পূর্ব মেদিনীপুরে অরেঞ্জ অ্যালার্ট জারি

তিনি আরও জানান, আগামী ২ বছরের মধ্যে কলকাতায় চালু হতে চলেছে আরও বেশ কয়েকটি মেট্রো রুট। এছাড়া  ইস্ট ওয়েস্ট মেট্রোর কাজ শেষ হয়ে যাবে আগামী বছরের জানুয়ারির মধ্যে। সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান পর্যন্ত ছুটবে ট্রেন। তখনই দেশে প্রথমবার কোনও নদীর নীচ দিয়ে ছুটবে মেট্রো। ২০২৫ সালের মধ্যে প্রতিদিন প্রায় ৮ লক্ষ যাত্রী ইস্ট- ওয়েস্ট মেট্রো ব্যবহার করবেন বলে আশাবাদী তিনি। সমস্ত রুট চালু হলে কলকাতা মেট্রোর মোট দৈর্ঘ্য ১০০ কিলোমিটার ছাড়িয়ে যাবে বলে জানিয়েছেন তিনি।

আরও পড়ুন: SIR-এর নিয়ে চূড়ান্ত প্রস্তুতি বাংলায়, কলকাতায় কমিশনের বিশেষ টিমের বৈঠক শুরু

আরও পড়ুন: লক্ষ্মীপুজোতে কম চলবে মেট্রো, জানিয়েছে কর্তৃপক্ষ