রবিবাসরীয় দুপুরে পাঁঠার মাংস, শ্রাবণ সন্ধ্যায় তেলেভাজা, পার্থর বায়নায় নাজেহাল ইডি
- আপডেট : ২ অগাস্ট ২০২২, মঙ্গলবার
- / 14
পুবের কলম ওয়েবডেস্কঃ “অল্পেতে খুশি হবে
দামোদর শেঠ কি।
মুড়কির মোয়া চাই,
চাই ভাজা ভেটকি।”
ইডির গোয়েন্দারা রবীন্দ্রনাথ ঠাকুরের দামোদর শেঠ পড়েছেন কিনা জানা নেই। তবে এসএসসি দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া পার্থকে নিয়ে বিড়ম্বনা বেড়েই চলেছে ইডি আধিকারিকরদের।
রবিবারের দুপুরে বাঙালি মাত্রই পাঁঠার মাংস দিয়ে ভাত খেতে মন চায়। যতই ইডি বা জেল হেফাজত হোকনা কেন পার্থ কি ভাবে ব্যতিক্রমি হবেন। তাই বেশি না মাত্র ২ টুকরো পাঁঠার মাংস দিয়ে ভাত খেতে চেয়েছিলেন। বদলে জুটেছে ২ টুকরো ট্যালটেলে মুরগীর মাংসের ঝোল আর রুটি।
আরও পড়ুন: মুহাররম উপলক্ষে মেট্রো পরিষেবায় কাটছাঁট, জেনে নিন বিস্তারিত
আবারও বৃষ্টি ভেজা শ্রাবণ সন্ধ্যায় মন টা যখন হুহু করে তেলেভাজার জন্য। ইডির অফিসারদের বলেও ফেলেন মনের কথা। কিন্তু তেলেভাজার বদলে আসে চিনি ছাড়া লিকার চা আর ২ টো বিস্কিট। ভোজন রসিক পার্থর খাবার বায়নাক্কায় ইডির এখন ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা। টাইপ টু ডায়াবেটিস, ওবেসিটি, কিডনির সমস্যা হাজারও ব্যাধি শরীরে পুষেও খাওয়ার ব্যপারে লাগামছাড়া ছিলেন তিনি। এখন ইডি হেফাজতে কঠিন জীবনযাত্রায় নাজেহাল তিনি।