২৭ জুলাই ২০২৫, রবিবার, ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

নতুন রুপে ‘এয়ার ইন্ডিয়া’, লোগো বদলে হচ্ছে ‘দ্য ভিস্তা’

সুস্মিতা
  • আপডেট : ১০ অগাস্ট ২০২৩, বৃহস্পতিবার
  • / 111

পুবের কলম, ওয়েবডেস্ক: নতুন রুপে ‘এয়ার ইন্ডিয়া’। সম্প্রতি এয়ার ইন্ডিয়া তাদের লোগো বলদে নতুন লোগোর উন্মোচন করেছে। এছাড়াও, বহু বিলিয়ন ডলার খরচ করে নতুম ৪৭০ টি নতুন বিমান কেনার কথা জানিয়েছেন উড়ান সংস্থাটি। নতুন রুপে গ্রাহকদের পরিষেবা দেবার লক্ষে নতুন পরিকল্পনা করছে ইয়ার ইন্ডিয়া।

 

আরও পড়ুন: শোক কাটেনি মর্মান্তিক বিমান দুর্ঘটনার, ডিজে পার্টিতে এয়ার ইন্ডিয়ার কর্তাদের উদ্দাম নাচ

জানা গিয়েছে, টাটা গ্রুপের মালিকানাধীন এয়ারলাইন ‘এয়ার ইন্ডিয়া’ লোগোটি বদলে নতুন লোগোর নাম রাখছে ‘দ্য ভিস্তা’। এবিষয়ে সংস্থাটি জানিয়েছে, ‘সাহসী নতুন ভারতের সারমর্মকে ক্যাপচার করে এই লোগো। যা তার Vihaan.AI রূপান্তরে একটি মাইলফলক চিহ্নিত করে।” এছাড়াও নতুন লোগো ‘দ্য ভিস্তা’ সোনার উইন্ডো ফ্রেমের শিখর দ্বারা অনুপ্রাণিত। এয়ারলাইনের মতে, ‘অসীম সম্ভাবনা, প্রগতিশীলতা এবং এয়ারলাইনটির সাহসী নতুন দৃষ্টিভঙ্গি নির্দেশ করে।’

আরও পড়ুন: এএআইবির ল্যাবে ব্ল্যাক বক্স, তথ্য উদ্ধারের সম্ভাবনা প্রবল

 

আরও পড়ুন: এয়ার ইন্ডিয়ার বোয়িং বিমানের উড়ান বন্ধ রাখার আবেদন, সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা

এয়ার ইন্ডিয়ার সিইও ক্যাম্পবেল উইলসন বলেন, ‘আমাদের নতুন ব্র্যান্ড এয়ার ইন্ডিয়াকে বিশ্বব্যাপী অতিথিদের সেবা প্রদান করতে বিশ্বমানের এয়ারলাইন হিসেবে গড়ে তোলার চেষ্টা চলছে। এটি নতুন ভারতকে বিশ্ব মঞ্চে গর্বিতভাবে উপস্থাপন করবে।’

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

নতুন রুপে ‘এয়ার ইন্ডিয়া’, লোগো বদলে হচ্ছে ‘দ্য ভিস্তা’

আপডেট : ১০ অগাস্ট ২০২৩, বৃহস্পতিবার

পুবের কলম, ওয়েবডেস্ক: নতুন রুপে ‘এয়ার ইন্ডিয়া’। সম্প্রতি এয়ার ইন্ডিয়া তাদের লোগো বলদে নতুন লোগোর উন্মোচন করেছে। এছাড়াও, বহু বিলিয়ন ডলার খরচ করে নতুম ৪৭০ টি নতুন বিমান কেনার কথা জানিয়েছেন উড়ান সংস্থাটি। নতুন রুপে গ্রাহকদের পরিষেবা দেবার লক্ষে নতুন পরিকল্পনা করছে ইয়ার ইন্ডিয়া।

 

আরও পড়ুন: শোক কাটেনি মর্মান্তিক বিমান দুর্ঘটনার, ডিজে পার্টিতে এয়ার ইন্ডিয়ার কর্তাদের উদ্দাম নাচ

জানা গিয়েছে, টাটা গ্রুপের মালিকানাধীন এয়ারলাইন ‘এয়ার ইন্ডিয়া’ লোগোটি বদলে নতুন লোগোর নাম রাখছে ‘দ্য ভিস্তা’। এবিষয়ে সংস্থাটি জানিয়েছে, ‘সাহসী নতুন ভারতের সারমর্মকে ক্যাপচার করে এই লোগো। যা তার Vihaan.AI রূপান্তরে একটি মাইলফলক চিহ্নিত করে।” এছাড়াও নতুন লোগো ‘দ্য ভিস্তা’ সোনার উইন্ডো ফ্রেমের শিখর দ্বারা অনুপ্রাণিত। এয়ারলাইনের মতে, ‘অসীম সম্ভাবনা, প্রগতিশীলতা এবং এয়ারলাইনটির সাহসী নতুন দৃষ্টিভঙ্গি নির্দেশ করে।’

আরও পড়ুন: এএআইবির ল্যাবে ব্ল্যাক বক্স, তথ্য উদ্ধারের সম্ভাবনা প্রবল

 

আরও পড়ুন: এয়ার ইন্ডিয়ার বোয়িং বিমানের উড়ান বন্ধ রাখার আবেদন, সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা

এয়ার ইন্ডিয়ার সিইও ক্যাম্পবেল উইলসন বলেন, ‘আমাদের নতুন ব্র্যান্ড এয়ার ইন্ডিয়াকে বিশ্বব্যাপী অতিথিদের সেবা প্রদান করতে বিশ্বমানের এয়ারলাইন হিসেবে গড়ে তোলার চেষ্টা চলছে। এটি নতুন ভারতকে বিশ্ব মঞ্চে গর্বিতভাবে উপস্থাপন করবে।’