০৪ নভেম্বর ২০২৫, মঙ্গলবার, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

কলকাতায় কমল কন্টেনমেন্ট জোনের সংখ্যা

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১১ জানুয়ারী ২০২২, মঙ্গলবার
  • / 70

পুবের কলম প্রতিবেদকঃ কলকাতায় গত ২৪ ঘন্টায় বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা। সোমবার কলকাতায় মোট করোনা সংক্রমিতের সংখ্যা ছিল ৫ হাজার ৫৫৬ জন। মঙ্গলবার সেই সংখ্যাটা বেড়ে হয় ৫ হাজার ৮২১ জন। এরমধ্যে উপসর্গ রয়েছে ৮৭৯ জনের– উপসর্গহীন ৪ হাজার ৯৩২ জন। হাসপাতালে ভর্তি ১১৬ জন। এদিকে একদিকে যখন শহরে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ– সেই জায়গায় দাঁড়িয়ে মঙ্গলবার কলকাতায় কমল কন্টেনমেন্ট জোনের সংখ্যা। ৪৬ থেকে কলকাতায় কন্টেনমেন্ট জোনের সংখ্যা হল ২৯।

এ প্রসঙ্গে মেয়র ফিরহাদ হাকিম– বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে কেউ আক্রান্ত হলেও তাড়াতাড়ি সুস্থ হয়ে যাচ্ছেন। সরকারি গাইডলাইন অনুযায়ী– ৭ দিন কোয়ারেন্টাইন থাকার পর নেগেটিভ এলে তাঁরা কাজে যোগ দিতে পাচ্ছেন। ফলে একটা জায়গা ৭ দিনের বেশি কন্টেনমেন্ট জোন হিসেবে ধরা হচ্ছে না। তাই দ্রুত কমছে কন্টেনমেন্ট জোনের সংখ্যা। তবে তাড়াতাড়ি সুস্থ হয়ে গেলেও সুরক্ষার ক্ষেত্রে কোনওরকম ঢিলেমি দিলে চলবে না বলেই মানুষকে সচেতন করেন মেয়র।

আরও পড়ুন: কলকাতায় শধদূষণ ও বায়ুদূষণ অন্যান্য মহানগরগুলির তুলনায় অনেক কমঃ পুলিশ কমিশনার

আরও পড়ুন: কলকাতায় নামল আঁধার, বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি, নদিয়া, পূর্ব মেদিনীপুরে অরেঞ্জ অ্যালার্ট জারি

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কলকাতায় কমল কন্টেনমেন্ট জোনের সংখ্যা

আপডেট : ১১ জানুয়ারী ২০২২, মঙ্গলবার

পুবের কলম প্রতিবেদকঃ কলকাতায় গত ২৪ ঘন্টায় বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা। সোমবার কলকাতায় মোট করোনা সংক্রমিতের সংখ্যা ছিল ৫ হাজার ৫৫৬ জন। মঙ্গলবার সেই সংখ্যাটা বেড়ে হয় ৫ হাজার ৮২১ জন। এরমধ্যে উপসর্গ রয়েছে ৮৭৯ জনের– উপসর্গহীন ৪ হাজার ৯৩২ জন। হাসপাতালে ভর্তি ১১৬ জন। এদিকে একদিকে যখন শহরে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ– সেই জায়গায় দাঁড়িয়ে মঙ্গলবার কলকাতায় কমল কন্টেনমেন্ট জোনের সংখ্যা। ৪৬ থেকে কলকাতায় কন্টেনমেন্ট জোনের সংখ্যা হল ২৯।

এ প্রসঙ্গে মেয়র ফিরহাদ হাকিম– বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে কেউ আক্রান্ত হলেও তাড়াতাড়ি সুস্থ হয়ে যাচ্ছেন। সরকারি গাইডলাইন অনুযায়ী– ৭ দিন কোয়ারেন্টাইন থাকার পর নেগেটিভ এলে তাঁরা কাজে যোগ দিতে পাচ্ছেন। ফলে একটা জায়গা ৭ দিনের বেশি কন্টেনমেন্ট জোন হিসেবে ধরা হচ্ছে না। তাই দ্রুত কমছে কন্টেনমেন্ট জোনের সংখ্যা। তবে তাড়াতাড়ি সুস্থ হয়ে গেলেও সুরক্ষার ক্ষেত্রে কোনওরকম ঢিলেমি দিলে চলবে না বলেই মানুষকে সচেতন করেন মেয়র।

আরও পড়ুন: কলকাতায় শধদূষণ ও বায়ুদূষণ অন্যান্য মহানগরগুলির তুলনায় অনেক কমঃ পুলিশ কমিশনার

আরও পড়ুন: কলকাতায় নামল আঁধার, বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি, নদিয়া, পূর্ব মেদিনীপুরে অরেঞ্জ অ্যালার্ট জারি