০১ অক্টোবর ২০২৫, বুধবার, ১৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

২১ শে জুলাই আবেগে ভাসছে শহর

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২১ জুলাই ২০২২, বৃহস্পতিবার
  • / 69

শহরজুড়ে উন্মাদনা- (ছবি-সন্দীপ সাহা)

পুবের কলম, ওয়েবডেস্ক: ২১ শে জুলাই শহরজুড়ে শুধুই উন্মাদনার ছবি। দলের নেত্রা-কর্মী থেকে সাধারণ মানুষ সকলের মধ্যেই যেন আজ যেন দিনটা অন্য দিনের থেকে আলাদা। বাস, গাড়ি, অটো, বাইকে সব দিকেই তৃণমূলের পতাকা নিয়ে আজ যাত্রা ধর্মতলার দিকে। বিগত দুবছর করোনার কারণে ভার্চুয়ালি সভা করতে হয়েছে।

২১ শে জুলাই আবেগে ভাসছে শহর
মানুষের ঢল- (ছবি-সন্দীপ সাহা)

তাই এবছর আর কোনও খামতি রাখতে চাইনি তৃণমূল। সকলের একটাই ইচ্ছে আজ দিদি কি বার্তা দেয় সেটাই জানার। অধীর আগ্রহে সেইদিকেই তাকিয়ে সকলে। গতকালই অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের সামনে বলেছেন জন জোয়ারে ভাসবে কলকাতা। ৪০ লক্ষের বেশি সমর্থক আসবে।

আরও পড়ুন: দুর্গাপুজোর মুখে প্রধানমন্ত্রীর কলকাতা সফর উপলক্ষ্যে একাধিক রাস্তায় নিষেধাজ্ঞা জারি লালবাজারের

২১ শে জুলাই আবেগে ভাসছে শহর

আরও পড়ুন: কলকাতা ও মিজোরাম রেলপথ দ্বারা খুব শীঘ্রই সংযোগ হতে চলেছে

 

আরও পড়ুন: আগামী সপ্তাহে কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সঙ্গে থাকছেন অজিত ডোভাল ও রাজনাথ সিং

ট্যাবলো, কার্ট আউট, প্ল্যাকার্ড হাতে নিয়ে ধর্মতলামুখী মিছিল। ধর্মতলায় কর্মী সমর্থকদের কাতারে কাতারে ভিড়।  ট্রেনে, বাসে কলকাতামুখী মিছিল।

এবার মূল সমাবেশ হচ্ছে প্রকাশ্যেই। গতকালই তৃণমূল সুপ্রিমো সকলকেই সাবধানে প্রশাসনকে সহযোগিতা করে সাবধানে আসার বার্তা দিয়েছেন।

ধর্মতলায় মমতা বন্দ্যোপাধ্যায় বলবেন দুপুর ১’টা নাগাদ। সেখানে থাকবেন অভিষেক বন্দোপাধ্যায়, সুব্রত বক্সী, পার্থ চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম-সহ গুরুত্বপূর্ণ নেতারা। প্রথম সারির অন্যান্য নেতাদের উপস্থিতিও থাকবে স্বাভাবিকভাবে। ভিন রাজ্যের প্রতি বিধানসভা কেন্দ্রে সভার লাইভ দেখানো হবে একটি কেন্দ্রীয় জায়গায়। সেখানেই মঞ্চ থাকবে৷ সেই রাজ্যের একাধিক নেতারা থাকবেন। জায়েন্ট স্ক্রিন থাকবে। দুপুর ১২টা থেকে হবে সমাবেশ। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়ের বক্তব্য লাইভ দেখানো ও শোনানো হবে।

২১ শে জুলাই আবেগে ভাসছে শহর

ধর্মতলায় থাকবে শহিদ তর্পণের ব্যবস্থা। সকাল ৬টা থেকেই সেখানে হাজির থাকবেন দলের প্রথম সারির নেতারা। কোভিড বিধি মেনেই সব ব্যবস্থা থাকতে বলা হয়েছে। শ্যামবাজার, গিরিশ পার্ক, লেকটাউন, পার্ক স্ট্রিট, এসপ্ল্যানেড, চেতলা, টালিগঞ্জ, হাজরা সহ একাধিক জায়গায় থাকছে জায়ান্ট স্ক্রিন।

উন্নত ধরনের তৃণমূল তৈরি করার বার্তার পাশাপাশি নেতা-নেত্রী, কর্মীদের আচরণ কি হবে, অর্থাৎ আগামীদিনে রাজনীতিতে চলার পথ কি হবে সেই সমস্তই বার্তা আজ দেবেন তৃণমূল সুপ্রিমো।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

২১ শে জুলাই আবেগে ভাসছে শহর

আপডেট : ২১ জুলাই ২০২২, বৃহস্পতিবার

পুবের কলম, ওয়েবডেস্ক: ২১ শে জুলাই শহরজুড়ে শুধুই উন্মাদনার ছবি। দলের নেত্রা-কর্মী থেকে সাধারণ মানুষ সকলের মধ্যেই যেন আজ যেন দিনটা অন্য দিনের থেকে আলাদা। বাস, গাড়ি, অটো, বাইকে সব দিকেই তৃণমূলের পতাকা নিয়ে আজ যাত্রা ধর্মতলার দিকে। বিগত দুবছর করোনার কারণে ভার্চুয়ালি সভা করতে হয়েছে।

২১ শে জুলাই আবেগে ভাসছে শহর
মানুষের ঢল- (ছবি-সন্দীপ সাহা)

তাই এবছর আর কোনও খামতি রাখতে চাইনি তৃণমূল। সকলের একটাই ইচ্ছে আজ দিদি কি বার্তা দেয় সেটাই জানার। অধীর আগ্রহে সেইদিকেই তাকিয়ে সকলে। গতকালই অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের সামনে বলেছেন জন জোয়ারে ভাসবে কলকাতা। ৪০ লক্ষের বেশি সমর্থক আসবে।

আরও পড়ুন: দুর্গাপুজোর মুখে প্রধানমন্ত্রীর কলকাতা সফর উপলক্ষ্যে একাধিক রাস্তায় নিষেধাজ্ঞা জারি লালবাজারের

২১ শে জুলাই আবেগে ভাসছে শহর

আরও পড়ুন: কলকাতা ও মিজোরাম রেলপথ দ্বারা খুব শীঘ্রই সংযোগ হতে চলেছে

 

আরও পড়ুন: আগামী সপ্তাহে কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সঙ্গে থাকছেন অজিত ডোভাল ও রাজনাথ সিং

ট্যাবলো, কার্ট আউট, প্ল্যাকার্ড হাতে নিয়ে ধর্মতলামুখী মিছিল। ধর্মতলায় কর্মী সমর্থকদের কাতারে কাতারে ভিড়।  ট্রেনে, বাসে কলকাতামুখী মিছিল।

এবার মূল সমাবেশ হচ্ছে প্রকাশ্যেই। গতকালই তৃণমূল সুপ্রিমো সকলকেই সাবধানে প্রশাসনকে সহযোগিতা করে সাবধানে আসার বার্তা দিয়েছেন।

ধর্মতলায় মমতা বন্দ্যোপাধ্যায় বলবেন দুপুর ১’টা নাগাদ। সেখানে থাকবেন অভিষেক বন্দোপাধ্যায়, সুব্রত বক্সী, পার্থ চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম-সহ গুরুত্বপূর্ণ নেতারা। প্রথম সারির অন্যান্য নেতাদের উপস্থিতিও থাকবে স্বাভাবিকভাবে। ভিন রাজ্যের প্রতি বিধানসভা কেন্দ্রে সভার লাইভ দেখানো হবে একটি কেন্দ্রীয় জায়গায়। সেখানেই মঞ্চ থাকবে৷ সেই রাজ্যের একাধিক নেতারা থাকবেন। জায়েন্ট স্ক্রিন থাকবে। দুপুর ১২টা থেকে হবে সমাবেশ। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়ের বক্তব্য লাইভ দেখানো ও শোনানো হবে।

২১ শে জুলাই আবেগে ভাসছে শহর

ধর্মতলায় থাকবে শহিদ তর্পণের ব্যবস্থা। সকাল ৬টা থেকেই সেখানে হাজির থাকবেন দলের প্রথম সারির নেতারা। কোভিড বিধি মেনেই সব ব্যবস্থা থাকতে বলা হয়েছে। শ্যামবাজার, গিরিশ পার্ক, লেকটাউন, পার্ক স্ট্রিট, এসপ্ল্যানেড, চেতলা, টালিগঞ্জ, হাজরা সহ একাধিক জায়গায় থাকছে জায়ান্ট স্ক্রিন।

উন্নত ধরনের তৃণমূল তৈরি করার বার্তার পাশাপাশি নেতা-নেত্রী, কর্মীদের আচরণ কি হবে, অর্থাৎ আগামীদিনে রাজনীতিতে চলার পথ কি হবে সেই সমস্তই বার্তা আজ দেবেন তৃণমূল সুপ্রিমো।