প্রাথমিক শিক্ষাপর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্যকে অপসারণের নির্দেশ

- আপডেট : ২০ জুন ২০২২, সোমবার
- / 17
পুবের কলম ওয়েবডেস্কঃ প্রাথমিক শিক্ষাপর্ষদের সভাপতিকে অপসারণের নির্দেশ কলকাতা হাইকোর্টের। প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় দুর্নীতির জেরে এই নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মঙ্গলবার অর্থাৎ কাল দুপুর ২ টোর মধ্যে সশরীরে আদালতে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। মানিক ভট্টাচার্যর অপসারণের পর নতুন সভাপতি নিযুক্ত না হওয়া পর্যন্ত প্রাথমিক শিক্ষাপর্ষদের বর্তমান সচিব রত্না বাগচিই আপাতত সমস্ত দায়িত্ব সামলাবেন।
সূত্রের খবর, সভাপতি পদের জন্য যে কোনও নাম সুপারিশ করতে পারবে রাজ্য সরকার। হাইকোর্ট জানিয়েছে যে, নির্দেশ দেওয়ার পরেও একাধিক তথ্য দেয়নি মানিক ভট্টাচার্য। আদালতে যে নথি পেশ করেছে, তা নিয়েও সন্দেহ প্রকাশ করেছে আদালত। এর আগে ১৩ জুন মানিক ভট্টাচার্যকে নিজাম প্যালেসে জিজ্ঞাসাবাদ করে সিবিআই।