অপরাধের দ্রুত কিনারা করতে অত্যাধুনিক প্রযুক্তির সহায়তায় পুলিশ

- আপডেট : ২৮ জুন ২০২২, মঙ্গলবার
- / 17
কৌশিক সালুই, বীরভূম: ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা থেকে যেকোনও ধরনের অপরাধ থেকে দ্রুত কিনারা বা কোনও বিষয়ে সাধারণ মানুষকে সচেতনতা বার্তা দিতে অত্যাধুনিক প্রযুক্তির সহায়তায় পুলিশ। বীরভূমের সিউড়ি শহরে মুড়ে ফেলা হয়েছে ক্লোজ সার্কিট ক্যামেরায়। ঘোষণার জন্য লাগানো হয়েছে সাউন্ড সিস্টেম। আর তা পরিচালনা করার জন্য সিউড়ি থানার পক্ষ থেকে খোলা হয়েছে ২৪ ঘন্টার কন্ট্রোল রুম।
বীরভূম জেলার প্রাচীন অন্যতম জনপদ সিউড়ি। শহরের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে জনবসতি আর তার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েই চলেছে যানবাহন। কিন্তু শহরের রাস্তা সেই একই থেকে গিয়েছে। ফলে সব থেকে এখানে সমস্যা যানজট। সেই যানজট মুক্ত করতে সিউড়ি থানার পক্ষ থেকে শহরের প্রায় দেড়শ টি জায়গাতে ক্লোজ সার্কিট ক্যামেরা বসানো হয়েছে। তার সঙ্গে লাগানো হয়েছে সাউন্ড সিস্টেম। পুরো বিষয়টি পরিচালনা করার জন্য থানায় থাকছে ২৪ ঘন্টার জন্য কন্ট্রোল রুম। কোথাও যানজটের ছবি দেখলেই সঙ্গে সঙ্গে কন্ট্রোল রুম থেকে মাইকে ঘোষণা করে সতর্ক করে দেওয়া হচ্ছে এবং সহজেই তার দ্রুত সমাধান হচ্ছে।
এছাড়াও যেকোনও ধরনের অপরাধমূলক কাজকর্ম, চুরি, ছিনতাই বা ইভটিজিং তা পুলিশের নজরদারি ক্যামেরায় বন্দি হয়ে যাবে এবং দ্রুত অপরাধীকে চিহ্নিতকরণ করে গ্রেপ্তার করা সম্ভব হবে। এছাড়াও সাউন্ড সিস্টেমে সকাল সন্ধ্যা গান বাজানো হচ্ছে এর সঙ্গে পুলিশের বিভিন্ন ধরনের সচেতনতামূলক বার্তা এর মাধ্যমে প্রচার করা হচ্ছে।
মঙ্গলবার এই নজরদারি ব্যবস্থা র আনুষ্ঠানিক শুভ সূচনা করেন বীরভূম জেলা পুলিশ সুপার নগেন্দ্র নাথ ত্রিপাঠী। উপস্থিত ছিলেন ডিএসপি ডি এন্ড টি অয়ন সাধু, সিউড়ি থানার আইসি শেখ মোহাম্মদ আলী সহ অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা।
জেলা পুলিশ সুপার নগেন্দ্র নাথ ত্রিপাঠী বলেন, ‘ক্লোজ সার্কিট ক্যামেরা ও সাউন্ড সিস্টেমের মাধ্যমে সিউড়ি শহরের নজরদারির জন্য থানায় ২৪ ঘন্টার কন্ট্রোল রুম খোলা হয়েছে। ফলে শহরকে যেমন দ্রুত যানজট মুক্ত করা যাবে তাছড়াও চটজলদি কিনারা করা সম্ভব হবে”।