১৪ জানুয়ারী ২০২৬, বুধবার, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

রেলওয়ের টিকিট চেকারদের প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে বডি ক্যামেরার সিদ্ধান্ত রেলের  

পুবের কলম,ওয়েবডেস্ক: ক্রমান্বয়ে রেল পরিষেবায় আমূল পরিবর্তন এসেছে। বন্দে ভারত এক্সপ্রেসের মতো সেমি- হাইস্পিড ও উন্নত প্রযুক্তির ট্রেন পেয়েছে দেশ। ভবিষ্যতে উচ্চ গতির বুলেট ট্রেনও আসতে চলেছে এখানে। ইতিমধ্যেই শুরু হয়ে গেছে তোড়জোড়। এবার রেল পরিষেবাকে আরও মানসম্পন্ন করতে নতুন উদ্যোগ নিল ভারতীয় রেল। রেলওয়ের টিকিট চেকারদের প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে বডি ক্যামেরা স্থাপনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলেই খবর।

ভারতীয় রেলের এক আধিকারিক জানিয়েছেন,  বডি ক্যামেরার মতো প্রযুক্তি  ছাড়াও ট্রেনের মধ্যে  অস্বভাবিক কোনও ঘটনা রোধ করতে বিশেষ লক্ষ্য দিচ্ছে ভারতীয় রেল। ‘পাইলট প্রকল্প’ এর অধীনে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলেই খবর। এখনও পর্যন্ত  ৫০টি  বডি ক্যামেরা সংগ্রহ করেছে সেন্ট্রাল রেলওয়ে। এবং মুম্বই ডিভিশনের টিকিট চেকারদের সেগুলি দেওয়া হয়েছে। এই বডি ক্যামেরা গুলির দাম কমপক্ষে ৯০০০ হাজার টাকা। প্রায় ২০ ঘন্টার ফুটেজ রেকর্ড করতে পারে এই ক্যামেরা। রেল সূত্রে খবর, যদি মুম্বইতে ‘পাইলট প্রকল্প’ সফল হয়, তবে এটি দেশের রেল নেটওয়ার্কেও ব্যবহার শুরু করা হবে।

আরও পড়ুন: ভাড়া বাড়ছে ট্রেনের, ২৬ ডিসেম্বর থেকে কার্যকর নতুন ভাড়া

আরও পড়ুন: দেশে ধর্মনিরপেক্ষতাকে ধ্বংস করছে গেরুয়া শিবির, রেলের অনুষ্ঠানে সংঘের গান নিয়ে তোপ বিজয়নের
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

এসআইআর-এর নামে ‘মৃত্যুমিছিল’! ৮৪ জনের প্রাণহানির দায়ে বিজেপিকে তোপ মমতার

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রেলওয়ের টিকিট চেকারদের প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে বডি ক্যামেরার সিদ্ধান্ত রেলের  

আপডেট : ৮ মে ২০২৩, সোমবার

পুবের কলম,ওয়েবডেস্ক: ক্রমান্বয়ে রেল পরিষেবায় আমূল পরিবর্তন এসেছে। বন্দে ভারত এক্সপ্রেসের মতো সেমি- হাইস্পিড ও উন্নত প্রযুক্তির ট্রেন পেয়েছে দেশ। ভবিষ্যতে উচ্চ গতির বুলেট ট্রেনও আসতে চলেছে এখানে। ইতিমধ্যেই শুরু হয়ে গেছে তোড়জোড়। এবার রেল পরিষেবাকে আরও মানসম্পন্ন করতে নতুন উদ্যোগ নিল ভারতীয় রেল। রেলওয়ের টিকিট চেকারদের প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে বডি ক্যামেরা স্থাপনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলেই খবর।

ভারতীয় রেলের এক আধিকারিক জানিয়েছেন,  বডি ক্যামেরার মতো প্রযুক্তি  ছাড়াও ট্রেনের মধ্যে  অস্বভাবিক কোনও ঘটনা রোধ করতে বিশেষ লক্ষ্য দিচ্ছে ভারতীয় রেল। ‘পাইলট প্রকল্প’ এর অধীনে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলেই খবর। এখনও পর্যন্ত  ৫০টি  বডি ক্যামেরা সংগ্রহ করেছে সেন্ট্রাল রেলওয়ে। এবং মুম্বই ডিভিশনের টিকিট চেকারদের সেগুলি দেওয়া হয়েছে। এই বডি ক্যামেরা গুলির দাম কমপক্ষে ৯০০০ হাজার টাকা। প্রায় ২০ ঘন্টার ফুটেজ রেকর্ড করতে পারে এই ক্যামেরা। রেল সূত্রে খবর, যদি মুম্বইতে ‘পাইলট প্রকল্প’ সফল হয়, তবে এটি দেশের রেল নেটওয়ার্কেও ব্যবহার শুরু করা হবে।

আরও পড়ুন: ভাড়া বাড়ছে ট্রেনের, ২৬ ডিসেম্বর থেকে কার্যকর নতুন ভাড়া

আরও পড়ুন: দেশে ধর্মনিরপেক্ষতাকে ধ্বংস করছে গেরুয়া শিবির, রেলের অনুষ্ঠানে সংঘের গান নিয়ে তোপ বিজয়নের