রেলওয়ের টিকিট চেকারদের প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে বডি ক্যামেরার সিদ্ধান্ত রেলের

- আপডেট : ৮ মে ২০২৩, সোমবার
- / 24
পুবের কলম,ওয়েবডেস্ক: ক্রমান্বয়ে রেল পরিষেবায় আমূল পরিবর্তন এসেছে। বন্দে ভারত এক্সপ্রেসের মতো সেমি- হাইস্পিড ও উন্নত প্রযুক্তির ট্রেন পেয়েছে দেশ। ভবিষ্যতে উচ্চ গতির বুলেট ট্রেনও আসতে চলেছে এখানে। ইতিমধ্যেই শুরু হয়ে গেছে তোড়জোড়। এবার রেল পরিষেবাকে আরও মানসম্পন্ন করতে নতুন উদ্যোগ নিল ভারতীয় রেল। রেলওয়ের টিকিট চেকারদের প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে বডি ক্যামেরা স্থাপনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলেই খবর।
ভারতীয় রেলের এক আধিকারিক জানিয়েছেন, বডি ক্যামেরার মতো প্রযুক্তি ছাড়াও ট্রেনের মধ্যে অস্বভাবিক কোনও ঘটনা রোধ করতে বিশেষ লক্ষ্য দিচ্ছে ভারতীয় রেল। ‘পাইলট প্রকল্প’ এর অধীনে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলেই খবর। এখনও পর্যন্ত ৫০টি বডি ক্যামেরা সংগ্রহ করেছে সেন্ট্রাল রেলওয়ে। এবং মুম্বই ডিভিশনের টিকিট চেকারদের সেগুলি দেওয়া হয়েছে। এই বডি ক্যামেরা গুলির দাম কমপক্ষে ৯০০০ হাজার টাকা। প্রায় ২০ ঘন্টার ফুটেজ রেকর্ড করতে পারে এই ক্যামেরা। রেল সূত্রে খবর, যদি মুম্বইতে ‘পাইলট প্রকল্প’ সফল হয়, তবে এটি দেশের রেল নেটওয়ার্কেও ব্যবহার শুরু করা হবে।