০১ ডিসেম্বর ২০২৫, সোমবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

মুম্বইয়ের পালঘরে পথ দুর্ঘটনায় নিহত টাটা গ্রুপের প্রাক্তন চেয়ারম্যান সাইরাস মিস্ত্রি, শোকপ্রকাশ মোদির

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ৪ সেপ্টেম্বর ২০২২, রবিবার
  • / 138

 

পুবের কলম ওয়েবডেস্কঃ মুম্বইয়ের পালঘরে পথ দুর্ঘটনায় নিহত সাইরাস মিস্ত্রি।টাটা গ্রুপের প্রাক্তন চেয়ারম্যান।  মুম্বইয়ে জন্ম। ১৯৬৮ সালের ৪ জুলাই জন্ম।

আরও পড়ুন: জ়ুবিন গর্গের মৃত্যু ‘দুর্ঘটনা’ নয়, ‘খুন’, বিধানসভায় জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত

রবিবার  মুম্বইয়ের পালঘরে পথ দুর্ঘটনায় নিহত টাটা গ্রুপের প্রাক্তন চেয়ারম্যান  সাইরাস মিস্ত্রি। আহমেদাবাদ থেকে মুম্বই যাচ্ছিলেন সাইরাস। একটি ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায় তাঁর গাড়ি। ঘটনাস্থলেই সাইরাস মিস্ত্রী সহ দুজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় চালক সহ বাকি ২ জনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। রবিবার বেলা তিনটে নাগাদ এই মর্মান্তিক ঘটনা ঘটে।

আরও পড়ুন: ২০০২ সালে নাম ছিল, তবুও আতঙ্কে মৃত্যু!

এই শিল্পপতির অকাল প্রয়াণে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিজের ট্যুইটারে হ্যান্ডেলে মোদি লেখেন সাইরাস মিস্ত্রির অকাল প্রয়াণের ঘটনা অত্যন্ত মর্মান্তিক। তিনি অত্যন্ত প্রতিভাবান শিল্পপতি ছিলেন। যিনি ভারতের অর্থনৈতিক ক্ষমতায় বিশ্বাসী ছিলেন। তাঁর প্রয়াণে বাণিজ্য এবং শিল্পের দুনিয়ায় বড়সড় ক্ষতি হয়ে গেল। তাঁর পরিবার এবং বন্ধুদের প্রতি সমবেদনা জানাচ্ছি।’

আরও পড়ুন: ৮০ বার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন ইসরাইলের, লাগাতার বিমান হামলায় বাড়ছে নিহতের সংখ্যা

 

২০১২  সালের ডিসেম্বরে টাটা গোষ্ঠীর চেয়ারম্যান পদ থেকে রতন টাটা অবসর নেওয়ার পর সংস্থার ষষ্ঠ চেয়ারম্যান হিসেবে তাঁর স্থলাভিষিক্ত হন সাইরাস মিস্ত্রি ৷ ২০১৬ সালের অক্টোবর পর্যন্ত এই পদে ছিলেন তিনি ।২০১৬-তে তিনি টাটা গ্রুপের হোল্ডিং কোম্পানি টাটা সন্সের বোর্ড থেকে পদত্যাগ করেন। পরে টাটাগ্রুপের চেয়ারম্যানের পদ থেকে তাঁকে অপসারণ করতে ভোটাভুটি হয়। ভোটাভুটিতে অপসারিত হওয়ার পরে প্রাক্তন চেয়ারম্যান রতন টাটা টাটা গ্রুপের অন্তর্বর্তী চেয়ারম্যান হিসেবে ফিরে আসেন। তবে টাটা গ্রুপের চেয়ারম্যানের পদে তাঁর থাকা নিয়ে বিস্তর মামলা মোকদ্দমা হয়। শেষে সুপ্রিম কোর্ট তাঁকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত বহাল রাখে।

 

১৯৬৮ সালের ৪ জুলাই সাইরাসের জন্ম হয় মুম্বইতে। মা আইরিশ বাবা পার্সি। দাদা শাপুর মিস্ত্রি একজন আইরিশ নাগরিক। ভারতীয় ধনকুবের তথা বিশিষ্ট শিল্পপতি পালোনজি মিস্ত্রির কণিষ্ঠ পুত্র হলেন সাইরাস। ২০১৮ সালে সাইরাস মিস্ত্রির সম্পত্তির পরিমান ছিল ১০ বিলিয়ন ডলার।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মুম্বইয়ের পালঘরে পথ দুর্ঘটনায় নিহত টাটা গ্রুপের প্রাক্তন চেয়ারম্যান সাইরাস মিস্ত্রি, শোকপ্রকাশ মোদির

আপডেট : ৪ সেপ্টেম্বর ২০২২, রবিবার

 

পুবের কলম ওয়েবডেস্কঃ মুম্বইয়ের পালঘরে পথ দুর্ঘটনায় নিহত সাইরাস মিস্ত্রি।টাটা গ্রুপের প্রাক্তন চেয়ারম্যান।  মুম্বইয়ে জন্ম। ১৯৬৮ সালের ৪ জুলাই জন্ম।

আরও পড়ুন: জ়ুবিন গর্গের মৃত্যু ‘দুর্ঘটনা’ নয়, ‘খুন’, বিধানসভায় জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত

রবিবার  মুম্বইয়ের পালঘরে পথ দুর্ঘটনায় নিহত টাটা গ্রুপের প্রাক্তন চেয়ারম্যান  সাইরাস মিস্ত্রি। আহমেদাবাদ থেকে মুম্বই যাচ্ছিলেন সাইরাস। একটি ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায় তাঁর গাড়ি। ঘটনাস্থলেই সাইরাস মিস্ত্রী সহ দুজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় চালক সহ বাকি ২ জনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। রবিবার বেলা তিনটে নাগাদ এই মর্মান্তিক ঘটনা ঘটে।

আরও পড়ুন: ২০০২ সালে নাম ছিল, তবুও আতঙ্কে মৃত্যু!

এই শিল্পপতির অকাল প্রয়াণে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিজের ট্যুইটারে হ্যান্ডেলে মোদি লেখেন সাইরাস মিস্ত্রির অকাল প্রয়াণের ঘটনা অত্যন্ত মর্মান্তিক। তিনি অত্যন্ত প্রতিভাবান শিল্পপতি ছিলেন। যিনি ভারতের অর্থনৈতিক ক্ষমতায় বিশ্বাসী ছিলেন। তাঁর প্রয়াণে বাণিজ্য এবং শিল্পের দুনিয়ায় বড়সড় ক্ষতি হয়ে গেল। তাঁর পরিবার এবং বন্ধুদের প্রতি সমবেদনা জানাচ্ছি।’

আরও পড়ুন: ৮০ বার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন ইসরাইলের, লাগাতার বিমান হামলায় বাড়ছে নিহতের সংখ্যা

 

২০১২  সালের ডিসেম্বরে টাটা গোষ্ঠীর চেয়ারম্যান পদ থেকে রতন টাটা অবসর নেওয়ার পর সংস্থার ষষ্ঠ চেয়ারম্যান হিসেবে তাঁর স্থলাভিষিক্ত হন সাইরাস মিস্ত্রি ৷ ২০১৬ সালের অক্টোবর পর্যন্ত এই পদে ছিলেন তিনি ।২০১৬-তে তিনি টাটা গ্রুপের হোল্ডিং কোম্পানি টাটা সন্সের বোর্ড থেকে পদত্যাগ করেন। পরে টাটাগ্রুপের চেয়ারম্যানের পদ থেকে তাঁকে অপসারণ করতে ভোটাভুটি হয়। ভোটাভুটিতে অপসারিত হওয়ার পরে প্রাক্তন চেয়ারম্যান রতন টাটা টাটা গ্রুপের অন্তর্বর্তী চেয়ারম্যান হিসেবে ফিরে আসেন। তবে টাটা গ্রুপের চেয়ারম্যানের পদে তাঁর থাকা নিয়ে বিস্তর মামলা মোকদ্দমা হয়। শেষে সুপ্রিম কোর্ট তাঁকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত বহাল রাখে।

 

১৯৬৮ সালের ৪ জুলাই সাইরাসের জন্ম হয় মুম্বইতে। মা আইরিশ বাবা পার্সি। দাদা শাপুর মিস্ত্রি একজন আইরিশ নাগরিক। ভারতীয় ধনকুবের তথা বিশিষ্ট শিল্পপতি পালোনজি মিস্ত্রির কণিষ্ঠ পুত্র হলেন সাইরাস। ২০১৮ সালে সাইরাস মিস্ত্রির সম্পত্তির পরিমান ছিল ১০ বিলিয়ন ডলার।