বিশ্বের সম্পর্ক টিকে থাকে পারস্পরিক নির্ভরতার ভিত্তিতে। কোনও দেশ একা টিকে থাকতে পারে না: আরএসএস প্রধান

- আপডেট : ২ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার
- / 818
আরএসএস এর শতবর্ষ উপলক্ষে নাগপুরে দেওয়া ভাষণে সংগঠনের প্রধান মোহন ভাগবত জাতীয় পরিচয়, বৈশ্বিক কূটনীতি ও অভ্যন্তরীণ চ্যালেঞ্জ নিয়ে বক্তব্য রাখেন এবং আরএসএস প্রতিষ্ঠাতা ড. কেশব বালিরাম হেডগেওয়ারকে শ্রদ্ধা জানান। শতবর্ষ উদ্যাপন অনুষ্ঠানের সূচনা হয় শাস্ত্র পূজার মাধ্যমে।
মোহন ভাগবত বলেন, বিশ্ব আজ ভারতের দিকে তাকিয়ে আছে বৈশ্বিক সমস্যার সমাধানের আশায়। যুক্তরাষ্ট্রের নতুন শুল্কনীতির সমালোচনা করে তিনি উল্লেখ করেন, প্রতিটি দেশই স্বার্থসিদ্ধির জন্য কাজ করে, তবে পারস্পরিক নির্ভরশীলতা যেন বাধ্যবাধকতায় পরিণত না হয়।
তিনি আরও বলেন, “বিশ্বের সম্পর্ক টিকে থাকে পারস্পরিক নির্ভরতার ভিত্তিতে। কোনও দেশ একা টিকে থাকতে পারে না। তবে এই নির্ভরশীলতা যেন জোরপূর্বক বাধ্যবাধকতায় রূপ না নেয়। আমাদের স্বদেশি ও আত্মনির্ভরতার পথে এগোতে হবে। একইসঙ্গে সব মিত্রদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখতে হবে—যা আমাদের ইচ্ছায় হবে, জোরাজুরিতে নয়।”