০৬ অক্টোবর ২০২৫, সোমবার, ১৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সিউড়ি-শিয়ালদহ নতুন ট্রেনের যাত্রা শুরু 

ইমামা খাতুন
  • আপডেট : ৩১ জুলাই ২০২২, রবিবার
  • / 108

কৌশিক সালুই, সিউড়ি:  দীর্ঘ প্রতীক্ষার পর সরাসরি কলকাতা যাওয়ার জন্য বীরভূম  জেলা সদর সিউড়ি পেল তৃতীয় ট্রেন। সিউড়ি-শিয়ালদহ মেমু এক্সপ্রেস এই  ট্রেনটির রবিবার আনুষ্ঠানিক ভার্চুয়ালি উদ্বোধন করেন ভারতীয় রেলের মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। সিউড়িতে এই উদ্বোধনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ রেলের অন্যান্য  আধিকারিকরা। সপ্তাহে সাতদিনই চলবে ট্রেনটি।

 

আরও পড়ুন: কাশ্মীরের আপেল চাষিদের জন্য রেলের ‘Apple Express’

উল্লেখ্য, এলাকাবাসীদের দীর্ঘদিনের দাবি ছিল, বেলা দশটার মধ্যে কলকাতায়  পৌঁছানোর জন্য ট্রেন এবং সন্ধ্যাবেলায় সিউড়িতে ফিরে আসার ব্যবস্থা। সে  দাবিকে মান্যতা দিয়ে সিউড়ি স্টেশন থেকে সকাল ৫-২০ টায় ছেড়ে যাবে এক্সপ্রেস  ট্রেনটি এবং দশটার মধ্যে শিয়ালদা স্টেশনে পৌঁছে যাবে। ফের সন্ধ্যায় ছেড়ে রাত  ১০টার  মধ্যে সিউড়িতে ফিরে আসবে।

আরও পড়ুন: রোহিঙ্গা তকমা দিয়ে কারমাইকেল হস্টেলের আবাসিকদের উপর আক্রমণের অভিযোগ

 

আরও পড়ুন: শিয়ালদহ দক্ষিণ শাখার একাধিক স্টেশনে মহিলা কামরা বাড়ানোর দাবিতে রেল অবরোধ

যদিও রেল দফতর সূত্রে জানা গিয়েছে,  ট্রেনটি পরীক্ষামূলকভাবে চালানো হবে। লাভজনক হলে সেটি স্থায়ীভাবেই চলবে।  এর আগে সরাসরি কলকাতায় পৌঁছানোর জন্য জেলা সদর সিউড়ি থেকে ময়ূরাক্ষী  ফাস্ট প্যাসেঞ্জার– যেটি বর্তমানে দুমকা পর্যন্ত সম্প্রসারিত করা হয়েছে সেটি  সকালবেলায় যায় এবং দুপুরে যায় হুল এক্সপ্রেস। যদিও সিউড়ি এবং আশপাশ এলাকার বাসিন্দাদের কলকাতা যাওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ ভরসা হল সরকারি বাস। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ পরিবহনের বাস ভোর থেকে সিউড়ি ডিপো থেকে ছাড়ে এবং ধর্মতলা থেকে সন্ধ্যা ছটায় শেষ বাস সিউড়ির উদ্দেশ্যে রওনা দেয়।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সিউড়ি-শিয়ালদহ নতুন ট্রেনের যাত্রা শুরু 

আপডেট : ৩১ জুলাই ২০২২, রবিবার

কৌশিক সালুই, সিউড়ি:  দীর্ঘ প্রতীক্ষার পর সরাসরি কলকাতা যাওয়ার জন্য বীরভূম  জেলা সদর সিউড়ি পেল তৃতীয় ট্রেন। সিউড়ি-শিয়ালদহ মেমু এক্সপ্রেস এই  ট্রেনটির রবিবার আনুষ্ঠানিক ভার্চুয়ালি উদ্বোধন করেন ভারতীয় রেলের মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। সিউড়িতে এই উদ্বোধনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ রেলের অন্যান্য  আধিকারিকরা। সপ্তাহে সাতদিনই চলবে ট্রেনটি।

 

আরও পড়ুন: কাশ্মীরের আপেল চাষিদের জন্য রেলের ‘Apple Express’

উল্লেখ্য, এলাকাবাসীদের দীর্ঘদিনের দাবি ছিল, বেলা দশটার মধ্যে কলকাতায়  পৌঁছানোর জন্য ট্রেন এবং সন্ধ্যাবেলায় সিউড়িতে ফিরে আসার ব্যবস্থা। সে  দাবিকে মান্যতা দিয়ে সিউড়ি স্টেশন থেকে সকাল ৫-২০ টায় ছেড়ে যাবে এক্সপ্রেস  ট্রেনটি এবং দশটার মধ্যে শিয়ালদা স্টেশনে পৌঁছে যাবে। ফের সন্ধ্যায় ছেড়ে রাত  ১০টার  মধ্যে সিউড়িতে ফিরে আসবে।

আরও পড়ুন: রোহিঙ্গা তকমা দিয়ে কারমাইকেল হস্টেলের আবাসিকদের উপর আক্রমণের অভিযোগ

 

আরও পড়ুন: শিয়ালদহ দক্ষিণ শাখার একাধিক স্টেশনে মহিলা কামরা বাড়ানোর দাবিতে রেল অবরোধ

যদিও রেল দফতর সূত্রে জানা গিয়েছে,  ট্রেনটি পরীক্ষামূলকভাবে চালানো হবে। লাভজনক হলে সেটি স্থায়ীভাবেই চলবে।  এর আগে সরাসরি কলকাতায় পৌঁছানোর জন্য জেলা সদর সিউড়ি থেকে ময়ূরাক্ষী  ফাস্ট প্যাসেঞ্জার– যেটি বর্তমানে দুমকা পর্যন্ত সম্প্রসারিত করা হয়েছে সেটি  সকালবেলায় যায় এবং দুপুরে যায় হুল এক্সপ্রেস। যদিও সিউড়ি এবং আশপাশ এলাকার বাসিন্দাদের কলকাতা যাওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ ভরসা হল সরকারি বাস। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ পরিবহনের বাস ভোর থেকে সিউড়ি ডিপো থেকে ছাড়ে এবং ধর্মতলা থেকে সন্ধ্যা ছটায় শেষ বাস সিউড়ির উদ্দেশ্যে রওনা দেয়।