০৪ নভেম্বর ২০২৫, মঙ্গলবার, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

হোয়াইটওয়াশের লক্ষ্যে দক্ষিণ আফ্রিকা, মান বাঁচাতে চায় ভারত

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ২২ জানুয়ারী ২০২২, শনিবার
  • / 78

পুবের কলম ওয়েবডেস্কঃ প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকার কাছে তিন ম্যাচের টেস্টে ২-১ ব্যবধানে হারের পর ওয়ানডে সিরিজও হার স্বীকার করল ভারত। টেস্ট সিরিজে প্রথম ম্যাচে ভারত জয় তুলে নিলেও, ওয়ানডে সিরিজে পর পর দুই ম্যাচে হেরেছে লোকেশ রাহুলের ভারত। টানা দুই জয় তুলে নিয়ে ম্যাচ হাতে রেখেই ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। রবিবার কেপটাউনে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি খেলতে নামছে দুই দল।ওই ম্যাচে প্রোটিয়ারা জয় পেলে ভারতকে তিন ম্যাচের ওয়ানডেতে হোয়াইটওয়াশ করবে। যদিও ভারত শেষ ম্যাচে যেভাবেই হোক জিতে নিজেদের মান বাঁচানোর লড়াইয়ে শামিল হবে বলে জানা গিয়েছে।

শুক্রবার পার্লের বোল্যান্ড পার্কে সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারতকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। ভারতের দেওয়া ২৮৮ রানের লক্ষ্যে দক্ষিণ আফ্রিকাকে পৌঁছে যায় ১১ বল হাতে রেখেই। ওপেনার জানেমান মালান ৯১ রানের ইনিংস খেলেছেন। কুইন্ট ডি কক খেলেন ৬৬ বলে ৭৮ রানের ইনিংস। অধিনায়ক টেম্বা বাভুমার ব্যাট থেকে আসে ৩৫ রান। মার্করাম ও রাসি ভান দার ডুসেনের জুটিতে ৩৭ রান আসে। বল হাতে ভারতের হয়ে বুমরাহ, শার্দূল ও চাহাল একটি করে উইকেট নেন।

আরও পড়ুন: ইতিহাস তৈরি করে ভারতের মেয়েদের বিশ্ব জয়

যদিও এর আগে, টসে জিতে ব্যাট করে ৬ উইকেটে ২৮৭ রান করে ভারত। ৭১ বলে ৮৫ রানের ঝলমলে ইনিংস খেলেন  তরুণ উইকেটরক্ষক ব্যাটার ঋষভ পন্থ। রানের খাতা খুলতে পারেননি বিরাট কোহলি। শূন্যরানে ফিরেছেন তিনি। অধিনায়ক লোকেশ রাহুল করেছেন ৫৫ রান। এছাড়া শার্দূল ঠাকুর অপরাজিত ৪০ রান করেন। দুটি উইকেট পান প্রোটিয়া স্পিনার তাবরাইজ শামসি।

আরও পড়ুন: নিষেধাজ্ঞার চাপ, রাশিয়ার অপরিশোধিত তেল বহনকারী ভারতগামী ট্যাংকারের পথ পরিবর্তন

 

আরও পড়ুন: নিয়ন্ত্রণরেখায় ফের সংঘর্ষবিরতি ভাঙল পাকিস্তান, লিপা ভ্যালিতে গুলি চালনা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

হোয়াইটওয়াশের লক্ষ্যে দক্ষিণ আফ্রিকা, মান বাঁচাতে চায় ভারত

আপডেট : ২২ জানুয়ারী ২০২২, শনিবার

পুবের কলম ওয়েবডেস্কঃ প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকার কাছে তিন ম্যাচের টেস্টে ২-১ ব্যবধানে হারের পর ওয়ানডে সিরিজও হার স্বীকার করল ভারত। টেস্ট সিরিজে প্রথম ম্যাচে ভারত জয় তুলে নিলেও, ওয়ানডে সিরিজে পর পর দুই ম্যাচে হেরেছে লোকেশ রাহুলের ভারত। টানা দুই জয় তুলে নিয়ে ম্যাচ হাতে রেখেই ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। রবিবার কেপটাউনে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি খেলতে নামছে দুই দল।ওই ম্যাচে প্রোটিয়ারা জয় পেলে ভারতকে তিন ম্যাচের ওয়ানডেতে হোয়াইটওয়াশ করবে। যদিও ভারত শেষ ম্যাচে যেভাবেই হোক জিতে নিজেদের মান বাঁচানোর লড়াইয়ে শামিল হবে বলে জানা গিয়েছে।

শুক্রবার পার্লের বোল্যান্ড পার্কে সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারতকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। ভারতের দেওয়া ২৮৮ রানের লক্ষ্যে দক্ষিণ আফ্রিকাকে পৌঁছে যায় ১১ বল হাতে রেখেই। ওপেনার জানেমান মালান ৯১ রানের ইনিংস খেলেছেন। কুইন্ট ডি কক খেলেন ৬৬ বলে ৭৮ রানের ইনিংস। অধিনায়ক টেম্বা বাভুমার ব্যাট থেকে আসে ৩৫ রান। মার্করাম ও রাসি ভান দার ডুসেনের জুটিতে ৩৭ রান আসে। বল হাতে ভারতের হয়ে বুমরাহ, শার্দূল ও চাহাল একটি করে উইকেট নেন।

আরও পড়ুন: ইতিহাস তৈরি করে ভারতের মেয়েদের বিশ্ব জয়

যদিও এর আগে, টসে জিতে ব্যাট করে ৬ উইকেটে ২৮৭ রান করে ভারত। ৭১ বলে ৮৫ রানের ঝলমলে ইনিংস খেলেন  তরুণ উইকেটরক্ষক ব্যাটার ঋষভ পন্থ। রানের খাতা খুলতে পারেননি বিরাট কোহলি। শূন্যরানে ফিরেছেন তিনি। অধিনায়ক লোকেশ রাহুল করেছেন ৫৫ রান। এছাড়া শার্দূল ঠাকুর অপরাজিত ৪০ রান করেন। দুটি উইকেট পান প্রোটিয়া স্পিনার তাবরাইজ শামসি।

আরও পড়ুন: নিষেধাজ্ঞার চাপ, রাশিয়ার অপরিশোধিত তেল বহনকারী ভারতগামী ট্যাংকারের পথ পরিবর্তন

 

আরও পড়ুন: নিয়ন্ত্রণরেখায় ফের সংঘর্ষবিরতি ভাঙল পাকিস্তান, লিপা ভ্যালিতে গুলি চালনা