০১ অক্টোবর ২০২৫, বুধবার, ১৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

তামিলনাড়ুতে অভিনেতা থলাপতি বিজয়ের মিছিলে পদপিষ্ট হয়ে মৃত ৩৮, আহত ৫০০

মোক্তার হোসেন মন্ডল
  • আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৫, রবিবার
  • / 252

পুবের কলম ওয়েবডেস্ক:  দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ও তামিলাগা ভেট্ট্রি কাজাগম প্রধান বিজয়ের রাজনৈতিক মিছিলে ঘটল ভয়াবহ দুর্ঘটনা। শনিবার তামিলনাড়ুর ওই মিছিলে প্রায় ১০ হাজার মানুষের জমায়েত হয়। অনুষ্ঠান শেষে ভিড়ে হুড়োহুড়ি শুরু হতেই মর্মান্তিক পরিস্থিতির সৃষ্টি হয়। পদপিষ্ট হয়ে অন্তত ৩৮ জনের মৃত্যু হয়েছে এবং আরও ৬২ জন চিকিৎসাধীন রয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীদের দাবি, বিজয়ের ভাষণ শেষ হওয়ার পরেই বিশৃঙ্খলা শুরু হয়। পরিস্থিতি সামলাতে তিনি নিজে আক্রান্তদের জল বিতরণ ও অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করার চেষ্টা করেন। তবে শেষমেশ বহু প্রাণ হারাতে হয়।তামিলনাড়ু সরকার ইতিমধ্যেই জরুরি পদক্ষেপ নিয়েছে। আহতদের দ্রুত চিকিৎসা, মৃতদের পরিবারকে সহায়তা এবং ভিড় নিয়ন্ত্রণে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। কয়েক বছর আগে অভিনেতা আল্লু অর্জুনের অনুষ্ঠানে ঘটে যাওয়া একই রকম দুর্ঘটনার স্মৃতি ফের উসকে দিল এই মর্মান্তিক ঘটনা।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

তামিলনাড়ুতে অভিনেতা থলাপতি বিজয়ের মিছিলে পদপিষ্ট হয়ে মৃত ৩৮, আহত ৫০০

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৫, রবিবার

পুবের কলম ওয়েবডেস্ক:  দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ও তামিলাগা ভেট্ট্রি কাজাগম প্রধান বিজয়ের রাজনৈতিক মিছিলে ঘটল ভয়াবহ দুর্ঘটনা। শনিবার তামিলনাড়ুর ওই মিছিলে প্রায় ১০ হাজার মানুষের জমায়েত হয়। অনুষ্ঠান শেষে ভিড়ে হুড়োহুড়ি শুরু হতেই মর্মান্তিক পরিস্থিতির সৃষ্টি হয়। পদপিষ্ট হয়ে অন্তত ৩৮ জনের মৃত্যু হয়েছে এবং আরও ৬২ জন চিকিৎসাধীন রয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীদের দাবি, বিজয়ের ভাষণ শেষ হওয়ার পরেই বিশৃঙ্খলা শুরু হয়। পরিস্থিতি সামলাতে তিনি নিজে আক্রান্তদের জল বিতরণ ও অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করার চেষ্টা করেন। তবে শেষমেশ বহু প্রাণ হারাতে হয়।তামিলনাড়ু সরকার ইতিমধ্যেই জরুরি পদক্ষেপ নিয়েছে। আহতদের দ্রুত চিকিৎসা, মৃতদের পরিবারকে সহায়তা এবং ভিড় নিয়ন্ত্রণে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। কয়েক বছর আগে অভিনেতা আল্লু অর্জুনের অনুষ্ঠানে ঘটে যাওয়া একই রকম দুর্ঘটনার স্মৃতি ফের উসকে দিল এই মর্মান্তিক ঘটনা।