০২ জুলাই ২০২৫, বুধবার, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

উত্তরপ্রদেশ সহ চার রাজ্যেই সংখ্যাগরিষ্ঠতা বিজেপির, পঞ্জাবে আপ ঝড়

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১০ মার্চ ২০২২, বৃহস্পতিবার
  • / 58

পুবের কলম, ওয়েবডেস্কঃ বুথ ফেরত সমীক্ষা অনুযায়ীই ফলাফল হল ১০ মার্চে। উত্তরপ্রদেশ সহ চার রাজ্যেই গেরুয়া ঝড়। উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য মণিপুরেও গেরুয়া ঝড়ের দাপট। হোলির আগেই হোলির উৎসবে মাতল চার রাজ্যর মানুষ।

মণিপুরের ৬০টি আসনের মধ্যে ৪১টি আসনের প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিজেপি এগিয়ে ১৯টি আসনে, কংগ্রেস এগিয়ে ৩টি আসনে, জনতা দল (ইউনাইটেড) এগিয়ে ৩টি আসনে, কুকি পিপলস এলায়েন্স একটি আসনে এগিয়ে, নাগা পিপলস ফ্রন্ট ৪টি আসনে এগিয়ে, ন্যাশনাল পিপলস পার্টি ৯টি আসনে এগিয়ে এবং নির্দল দু’টি আসনে এগিয়ে রয়েছে। উত্তর-পূর্বের এই রাজ্যে ফের সরকার গড়ার পথে গেরুয়া শিবির।

আরও পড়ুন: বঙ্গ বিজেপির রাজ্য সভাপতির পদে কে, তা নিয়ে চলছে জোর চর্চা

উত্তররপ্রদেশের গেরুয়া ঝড়ের প্রভাব দেবভূমিতেও। গত ৫ বছরে তিন মুখ্যমন্ত্রী বদলেও উত্তরাখণ্ডে গেরুয়া ঝড় অব্যাহত রইল। একেবারে পর্যদুস্ত সমস্ত বিরোধীরা। ৭০ টি আসনের মধ্যে ৬৮ টি আসনে প্রথম পর্যায়ের গণনা শেষ। এর মধ্যে ৪৪ টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। ২২ টি আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস। ২ টি আসন পেয়েছে সমজাবাদী পার্টি। ২ টি আসন পেয়েছে নির্দল।  গেরুয়া ঝড়ের তাণ্ডবে বেসামাল বিরোধীরা।

আরও পড়ুন: আসন বদল নিয়ে ঝামেলা, বন্দে ভারত এক্সপ্রেসের এক যাত্রীকে মারধরের অভিযোগ বিজেপি বিধায়কের বিরুদ্ধে

উত্তরপ্রদেশে ফের মুখ্যমন্ত্রীর পদে বসতে চলেছেন যোগী। ক্রমশ ‘ট্রিপল সেঞ্চুরির’ দিকে এগোচ্ছে। সমাজবাদী পার্টি এবং রাষ্ট্রীয় লোক দলের জোট সেঞ্চুরি হাঁকিয়ে ফেলেছে। তবে কার্যত সরয়ূ নদীতে ভেসে গিয়েছে কংগ্রেস এবং বিএসপি। এমনকী লখিমপুর খেরিতেও অভূতপূর্ব ফল বিজেপির। যেখানে কৃষকদের গাড়ি চাকায় ‘পিষে হত্যা করা হয়েছিল।’

আরও পড়ুন: কর্নাটকে আবাসনে মুসলিম কোটা ১৫ শতাংশ, বিজেপি বেজায় ক্ষুব্ধ

২০১৭ সালের বিধানসভা ভোটেও উত্তরপ্রদেশে পুরোপুরি গেরুয়া ঝড় উঠেছিল। ৩৮৪ টি বিধানসভা আসনে লড়াই করে এককভাবেই ৩১২ টি আসনে জিতেছিল বিজেপি। সার্বিকভাবে ৪০৩ আসন-বিশিষ্ট উত্তরপ্রদেশ বিধানসভায় বিজেপি জোটের ঝুলিতে এসেছিল ৩২৫ টি আসন। বিএসপি জিতেছিল মাত্র ১৯ টি আসনে। সমাজবাদী পার্টি এবং কংগ্রেসের দখলে মাত্র ৫৪ টি আসন গিয়েছিল।

গোয়ায় একক বৃহত্তম দল হিসেবে জয়-জয়কার বিজেপির। ১৪ ফেব্রুয়ারি এক দফায় ভোট হয়েছে গোয়ায়। এবার মোট ৩০১ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। ১১ লাখেরও বেশি ভোটার উপকূলীয় রাজ্যে পরবর্তী সরকার নির্বাচন করতে তাদের ভোট দিয়েছেন।

আম আদমি পার্টি  এবং তৃণমূল কংগ্রেস (টিএমসি) এর মতো দলগুলি এবার গোয়ায় মাটি পেতে প্রার্থী দিয়েছে ও প্রচার চালিয়েছে। গোয়াতে ছোট আঞ্চলিক দলগুলিরও বহুমুখী প্রতিদ্বন্দ্বিতা রয়েছে, এমজিপি,  গোয়া ফরোয়ার্ড পার্টি (জিএফপি)-র মতো দলগুলিও এবারের নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। গোয়ায় সরকার গড়ার প্রস্তাব নিয়ে রাজ্যপালের কাছে যাচ্ছে বিজেপি।

 

 

 

 

 

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

উত্তরপ্রদেশ সহ চার রাজ্যেই সংখ্যাগরিষ্ঠতা বিজেপির, পঞ্জাবে আপ ঝড়

আপডেট : ১০ মার্চ ২০২২, বৃহস্পতিবার

পুবের কলম, ওয়েবডেস্কঃ বুথ ফেরত সমীক্ষা অনুযায়ীই ফলাফল হল ১০ মার্চে। উত্তরপ্রদেশ সহ চার রাজ্যেই গেরুয়া ঝড়। উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য মণিপুরেও গেরুয়া ঝড়ের দাপট। হোলির আগেই হোলির উৎসবে মাতল চার রাজ্যর মানুষ।

মণিপুরের ৬০টি আসনের মধ্যে ৪১টি আসনের প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিজেপি এগিয়ে ১৯টি আসনে, কংগ্রেস এগিয়ে ৩টি আসনে, জনতা দল (ইউনাইটেড) এগিয়ে ৩টি আসনে, কুকি পিপলস এলায়েন্স একটি আসনে এগিয়ে, নাগা পিপলস ফ্রন্ট ৪টি আসনে এগিয়ে, ন্যাশনাল পিপলস পার্টি ৯টি আসনে এগিয়ে এবং নির্দল দু’টি আসনে এগিয়ে রয়েছে। উত্তর-পূর্বের এই রাজ্যে ফের সরকার গড়ার পথে গেরুয়া শিবির।

আরও পড়ুন: বঙ্গ বিজেপির রাজ্য সভাপতির পদে কে, তা নিয়ে চলছে জোর চর্চা

উত্তররপ্রদেশের গেরুয়া ঝড়ের প্রভাব দেবভূমিতেও। গত ৫ বছরে তিন মুখ্যমন্ত্রী বদলেও উত্তরাখণ্ডে গেরুয়া ঝড় অব্যাহত রইল। একেবারে পর্যদুস্ত সমস্ত বিরোধীরা। ৭০ টি আসনের মধ্যে ৬৮ টি আসনে প্রথম পর্যায়ের গণনা শেষ। এর মধ্যে ৪৪ টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। ২২ টি আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস। ২ টি আসন পেয়েছে সমজাবাদী পার্টি। ২ টি আসন পেয়েছে নির্দল।  গেরুয়া ঝড়ের তাণ্ডবে বেসামাল বিরোধীরা।

আরও পড়ুন: আসন বদল নিয়ে ঝামেলা, বন্দে ভারত এক্সপ্রেসের এক যাত্রীকে মারধরের অভিযোগ বিজেপি বিধায়কের বিরুদ্ধে

উত্তরপ্রদেশে ফের মুখ্যমন্ত্রীর পদে বসতে চলেছেন যোগী। ক্রমশ ‘ট্রিপল সেঞ্চুরির’ দিকে এগোচ্ছে। সমাজবাদী পার্টি এবং রাষ্ট্রীয় লোক দলের জোট সেঞ্চুরি হাঁকিয়ে ফেলেছে। তবে কার্যত সরয়ূ নদীতে ভেসে গিয়েছে কংগ্রেস এবং বিএসপি। এমনকী লখিমপুর খেরিতেও অভূতপূর্ব ফল বিজেপির। যেখানে কৃষকদের গাড়ি চাকায় ‘পিষে হত্যা করা হয়েছিল।’

আরও পড়ুন: কর্নাটকে আবাসনে মুসলিম কোটা ১৫ শতাংশ, বিজেপি বেজায় ক্ষুব্ধ

২০১৭ সালের বিধানসভা ভোটেও উত্তরপ্রদেশে পুরোপুরি গেরুয়া ঝড় উঠেছিল। ৩৮৪ টি বিধানসভা আসনে লড়াই করে এককভাবেই ৩১২ টি আসনে জিতেছিল বিজেপি। সার্বিকভাবে ৪০৩ আসন-বিশিষ্ট উত্তরপ্রদেশ বিধানসভায় বিজেপি জোটের ঝুলিতে এসেছিল ৩২৫ টি আসন। বিএসপি জিতেছিল মাত্র ১৯ টি আসনে। সমাজবাদী পার্টি এবং কংগ্রেসের দখলে মাত্র ৫৪ টি আসন গিয়েছিল।

গোয়ায় একক বৃহত্তম দল হিসেবে জয়-জয়কার বিজেপির। ১৪ ফেব্রুয়ারি এক দফায় ভোট হয়েছে গোয়ায়। এবার মোট ৩০১ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। ১১ লাখেরও বেশি ভোটার উপকূলীয় রাজ্যে পরবর্তী সরকার নির্বাচন করতে তাদের ভোট দিয়েছেন।

আম আদমি পার্টি  এবং তৃণমূল কংগ্রেস (টিএমসি) এর মতো দলগুলি এবার গোয়ায় মাটি পেতে প্রার্থী দিয়েছে ও প্রচার চালিয়েছে। গোয়াতে ছোট আঞ্চলিক দলগুলিরও বহুমুখী প্রতিদ্বন্দ্বিতা রয়েছে, এমজিপি,  গোয়া ফরোয়ার্ড পার্টি (জিএফপি)-র মতো দলগুলিও এবারের নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। গোয়ায় সরকার গড়ার প্রস্তাব নিয়ে রাজ্যপালের কাছে যাচ্ছে বিজেপি।