২৭ জুলাই ২০২৫, রবিবার, ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

আগেই উদ্বোধন হয়েছে ক্যানসার হাসপাতালের, প্রধানমন্ত্রীকে আর কি কি শোনালেন মমতা

রফিকুল হাসান
  • আপডেট : ৭ জানুয়ারী ২০২২, শুক্রবার
  • / 24

পুবের কলম ওয়েবডেস্ক: ভোট বড় বালাই। সামনেই উত্তরপ্রদেশ, পঞ্জাব-সহ বেশ কিছু রাজ্যের ভোট। আর তাই তার আগে উত্তরপ্রদেশে গদি টিকিয়ে রাখতে কোমর বাঁধছে বিজেপি নেতৃত্ব। একের পর এক প্রকল্পের উদ্বোধন করতে হচ্ছে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। আর সেক্ষেত্রে যেন পশ্চিমবাংলার ভাগ্যেও শিকে ছিড়ে পড়ল। কলকাতার নিউটাউনে চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউটের দ্বিতীয় ক্যাম্পাসের ভার্চুয়ালি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও যোগ দিয়ে বক্তব্য রাখার সুযোগ পেয়েছিলেন।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের টাইটেল না বলার জন্য বক্তব্যের শুরুতেই সঞ্চালিকাকে তা মনে করিয়ে দিয়ে ধন্যবাদ জানাতেও তিনি ভোলেন নি।এদিন বক্তব্য রাখতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমি শুধুমাত্র প্রধানমন্ত্রীর জন্য এই অনুষ্ঠানে যোগ দিয়েছি। কেননা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হঠাৎ করেই কলকাতাকে নিয়ে এত আগ্রহ দেখিয়েছেন। স্বাস্থ্যমন্ত্রীও আমাকে দু’ বার ফোন করেছিলেন।

এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সামনে রেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মনে করিয়ে দিয়ে বলেন, এই হাসপাতালের উদ্বোধন আমরা আগেই করে দিয়েছি। কি ভাবে ওই হাসপাতালের উদ্বোধন হয়েছে? তাঁর ব্যাখাও দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর কথায়, যখন কোভিডের বাড়বাড়ন্ত সেসময় আমাদের রাজারহাট চিত্তরঞ্জন হাসপাতালের দ্বিতীয় ক্যাম্পাসের কথা মাথায় আসে। তখন আমাদের অনেক কোভিড সেন্টারের প্রয়োজন ছিল। তাই মানুষের সুবিধার্থে আমরা তা মানুষের স্বার্থে খুলে দেই।  শুধু তাই নয়, এই হাসপাতালের জন্য রাজারহাটে ১১ একর জমি দিয়েছে রাজ্য সরকার এবং হাসপাতালের জন্য ২৫ শতাংশ খরচ করেছে রাজ্য তা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর এই কথা শুনে দাড়ি চুলকাতেও দেখা যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে।

এদিন মুখ্যমন্ত্রী আরও বলেন, এই রাজ্যে আমাদের ক্ষমতায় আসার আগে পর্যন্ত রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশা ছিল।স্বাস্থ্যসাথীসহ রাজ্যের বর্তমান স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নের নানা পরিসংখ্যান তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আগেই উদ্বোধন হয়েছে ক্যানসার হাসপাতালের, প্রধানমন্ত্রীকে আর কি কি শোনালেন মমতা

আপডেট : ৭ জানুয়ারী ২০২২, শুক্রবার

পুবের কলম ওয়েবডেস্ক: ভোট বড় বালাই। সামনেই উত্তরপ্রদেশ, পঞ্জাব-সহ বেশ কিছু রাজ্যের ভোট। আর তাই তার আগে উত্তরপ্রদেশে গদি টিকিয়ে রাখতে কোমর বাঁধছে বিজেপি নেতৃত্ব। একের পর এক প্রকল্পের উদ্বোধন করতে হচ্ছে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। আর সেক্ষেত্রে যেন পশ্চিমবাংলার ভাগ্যেও শিকে ছিড়ে পড়ল। কলকাতার নিউটাউনে চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউটের দ্বিতীয় ক্যাম্পাসের ভার্চুয়ালি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও যোগ দিয়ে বক্তব্য রাখার সুযোগ পেয়েছিলেন।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের টাইটেল না বলার জন্য বক্তব্যের শুরুতেই সঞ্চালিকাকে তা মনে করিয়ে দিয়ে ধন্যবাদ জানাতেও তিনি ভোলেন নি।এদিন বক্তব্য রাখতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমি শুধুমাত্র প্রধানমন্ত্রীর জন্য এই অনুষ্ঠানে যোগ দিয়েছি। কেননা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হঠাৎ করেই কলকাতাকে নিয়ে এত আগ্রহ দেখিয়েছেন। স্বাস্থ্যমন্ত্রীও আমাকে দু’ বার ফোন করেছিলেন।

এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সামনে রেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মনে করিয়ে দিয়ে বলেন, এই হাসপাতালের উদ্বোধন আমরা আগেই করে দিয়েছি। কি ভাবে ওই হাসপাতালের উদ্বোধন হয়েছে? তাঁর ব্যাখাও দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর কথায়, যখন কোভিডের বাড়বাড়ন্ত সেসময় আমাদের রাজারহাট চিত্তরঞ্জন হাসপাতালের দ্বিতীয় ক্যাম্পাসের কথা মাথায় আসে। তখন আমাদের অনেক কোভিড সেন্টারের প্রয়োজন ছিল। তাই মানুষের সুবিধার্থে আমরা তা মানুষের স্বার্থে খুলে দেই।  শুধু তাই নয়, এই হাসপাতালের জন্য রাজারহাটে ১১ একর জমি দিয়েছে রাজ্য সরকার এবং হাসপাতালের জন্য ২৫ শতাংশ খরচ করেছে রাজ্য তা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর এই কথা শুনে দাড়ি চুলকাতেও দেখা যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে।

এদিন মুখ্যমন্ত্রী আরও বলেন, এই রাজ্যে আমাদের ক্ষমতায় আসার আগে পর্যন্ত রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশা ছিল।স্বাস্থ্যসাথীসহ রাজ্যের বর্তমান স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নের নানা পরিসংখ্যান তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।