০৪ নভেম্বর ২০২৫, মঙ্গলবার, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ  
									 
                     
                     
                    
                 
                                         BREAKING :   
                                    
                            
                                কলকাতায় ফের বাড়ল কনটেইনমেন্ট জোন, দেখে নিন একনজরে
                              							অর্পিতা লাহিড়ী							
								
                                
                                - আপডেট : ১৫ জানুয়ারী ২০২২, শনিবার
 - / 53
 
পুবের কলম ওয়েবডেস্কঃ কলকাতায় ফের বাড়ল কনটেন্টমেন্ট জোন। ২৯ থেকে বেড়ে সংখ্যাটা দাঁড়িয়েছে ৪৪। সবচেয়ে বেশি কনটেইনমেন্ট জোন রয়েছে ১০ নম্বর বরোতে।
উল্লেখ্য কয়েকদিন আগেই কমানো হয়েছিল কনটেইনমেন্ট জো়নের সংখ্যা। কলকাতার কনটেইনমেন্ট জো়নের সংখ্যা ৫০ থেকে একধাক্কায় কমে হয়েছিল ২৯। এবার ফের ২৯ থেকে বেড়ে হল ৪৪।
এক নজরে দেখে নেওয়া যাক কনটেইনমেন্ট জোনের সংখ্যা
৩ নম্বর বরোতে ৪ টি, ৪ নম্বর বরো ৪ টি, ৭ নম্বর বরো ৪ টি, ৯ নম্বর বরো ২ টি, ১০ নম্বর বরো ১০ টি, ১২ নম্বর বরো ১১ টি, ১৪ নম্বর বরো ৩ টি, ১৬ নম্বর বরো ৫ টি, ৮ নম্বর বরো ১ টি। কলকাতায় মোট কনটেনমেন্ট জোনের সংখ্যা হল ৪৪।
																			
																		

















































