০৫ অক্টোবর ২০২৫, রবিবার, ১৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

এবছরে বইমেলায় প্রকাশিত হল মুখ্যমন্ত্রীর নতুন ৬টি বই

ইমামা খাতুন
  • আপডেট : ৩০ জানুয়ারী ২০২৩, সোমবার
  • / 172

পুবের কলম প্রতিবেদক: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে সল্টলেক-করুণাময়ী ‘বইমেলা প্রাঙ্গণে’ শুরু হয়েছে ৪৬তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা। সেই উদ্বোধনী মঞ্চ থেকে মুখ্যমন্ত্রীর এবারের লেখা নতুন ৬ টি বই নিজ হাতে প্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরই আগে বাংলা, ইংরেজি, হিন্দি, উর্দু-সহ অন্যান্য ভাষা মিলিয়ে মুখ্যমন্ত্রীর লেখা ১২৮ টি রয়েছে। এই বছরের ৪৬ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা উপলক্ষে প্রকাশিত মুখ্যমন্ত্রীর নতুন বইগুলি হল- রাজনীতি বিষয়ের উপর ‘আমাদের সংবিধান ও কিছু কথা’।

সরকারের জনহিতকর প্রকল্পের নিয়ে লেখা ‘দুয়ারে সরকার, আপনার আমার’। ইংরেজি ভাষায় লেখা ‘স্যালুট’। নারীদের নিয়ে মমতার লেখা বই ‘লহ প্রণাম মহীয়সী, ছড়ায় ছড়ায় ২’। দুর্গা পুজোয় ইউনেস্কো স্বীকৃতি প্রেক্ষাপটের ‘আমাদের দুর্গোৎসব’। ইংরেজি ভাষায় রচিত ‘কবিতাবিতান’। এরই পাশাপাশি আরও চারটি পাঁচটি বইয়ের কাজ চলছে। তা জানিয়ে দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি খুবই ক্ষুদ্র মানুষ। আমার সবটাই কুৎসা আঙ্গিনায়, অপপ্রচারের আলিঙ্গনে। কোথাও কোথাও কারও কারও পছন্দ নাও হতে পারে। কষ্ট করে নয়। কিছুটা ফাঁকি দেওয়ার মধ্যেও ১২৮ টি বই লিখেছি’।

আরও পড়ুন: নেপালে অগ্নিগর্ভ পরিস্থিতি, ‘কেউ যেন অশান্তিতে জড়িয়ে না পড়েন,’ বললেন মুখ্যমন্ত্রী মমতা

এবারে আরও নতুনভাবে ৬টি সংযোজিত হয়ে মুখ্যমন্ত্রীর লেখা মোট বইয়ের সংখ্যা হল ১৩৪ টি। সামনে বছরে আরও ৪-৫ টি কাজ শেষ হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা বইয়ের সংখ্যা বাড়বে। মুখ্যমন্ত্রীর লেখা বইগুলি উল্লেখযোগ্য ভাবে পাওয়া যাচ্ছে তৃণমূল কংগ্রেসের দলীয় মুখপাত্র ‘জাগো বাংলা’ স্টলের পাশাপাশি দে’জ পাবলিশার্স, বি বুকস-এ। এই বইমেলা চলবে আগামী ১২ই ফেব্রুয়ারি পর্যন্ত।

আরও পড়ুন: ভিন রাজ্য নয়, এই রাজ্যেই বাঙালি বলে কারখানা থেকে বের করে দিল কর্তৃপক্ষ, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা সন্দেশখালির আদিবাসী উন্নয়ন পর্ষদকে

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

এবছরে বইমেলায় প্রকাশিত হল মুখ্যমন্ত্রীর নতুন ৬টি বই

আপডেট : ৩০ জানুয়ারী ২০২৩, সোমবার

পুবের কলম প্রতিবেদক: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে সল্টলেক-করুণাময়ী ‘বইমেলা প্রাঙ্গণে’ শুরু হয়েছে ৪৬তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা। সেই উদ্বোধনী মঞ্চ থেকে মুখ্যমন্ত্রীর এবারের লেখা নতুন ৬ টি বই নিজ হাতে প্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরই আগে বাংলা, ইংরেজি, হিন্দি, উর্দু-সহ অন্যান্য ভাষা মিলিয়ে মুখ্যমন্ত্রীর লেখা ১২৮ টি রয়েছে। এই বছরের ৪৬ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা উপলক্ষে প্রকাশিত মুখ্যমন্ত্রীর নতুন বইগুলি হল- রাজনীতি বিষয়ের উপর ‘আমাদের সংবিধান ও কিছু কথা’।

সরকারের জনহিতকর প্রকল্পের নিয়ে লেখা ‘দুয়ারে সরকার, আপনার আমার’। ইংরেজি ভাষায় লেখা ‘স্যালুট’। নারীদের নিয়ে মমতার লেখা বই ‘লহ প্রণাম মহীয়সী, ছড়ায় ছড়ায় ২’। দুর্গা পুজোয় ইউনেস্কো স্বীকৃতি প্রেক্ষাপটের ‘আমাদের দুর্গোৎসব’। ইংরেজি ভাষায় রচিত ‘কবিতাবিতান’। এরই পাশাপাশি আরও চারটি পাঁচটি বইয়ের কাজ চলছে। তা জানিয়ে দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি খুবই ক্ষুদ্র মানুষ। আমার সবটাই কুৎসা আঙ্গিনায়, অপপ্রচারের আলিঙ্গনে। কোথাও কোথাও কারও কারও পছন্দ নাও হতে পারে। কষ্ট করে নয়। কিছুটা ফাঁকি দেওয়ার মধ্যেও ১২৮ টি বই লিখেছি’।

আরও পড়ুন: নেপালে অগ্নিগর্ভ পরিস্থিতি, ‘কেউ যেন অশান্তিতে জড়িয়ে না পড়েন,’ বললেন মুখ্যমন্ত্রী মমতা

এবারে আরও নতুনভাবে ৬টি সংযোজিত হয়ে মুখ্যমন্ত্রীর লেখা মোট বইয়ের সংখ্যা হল ১৩৪ টি। সামনে বছরে আরও ৪-৫ টি কাজ শেষ হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা বইয়ের সংখ্যা বাড়বে। মুখ্যমন্ত্রীর লেখা বইগুলি উল্লেখযোগ্য ভাবে পাওয়া যাচ্ছে তৃণমূল কংগ্রেসের দলীয় মুখপাত্র ‘জাগো বাংলা’ স্টলের পাশাপাশি দে’জ পাবলিশার্স, বি বুকস-এ। এই বইমেলা চলবে আগামী ১২ই ফেব্রুয়ারি পর্যন্ত।

আরও পড়ুন: ভিন রাজ্য নয়, এই রাজ্যেই বাঙালি বলে কারখানা থেকে বের করে দিল কর্তৃপক্ষ, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা সন্দেশখালির আদিবাসী উন্নয়ন পর্ষদকে