সফিকুল ইসলাম, বর্ধমান : মন্তেশ্বর থানার পুলিশের তৎপরতায় উদ্ধার হলেন এক গৃহবধূ, তাঁর দুই শিশু সন্তান ও নাবালিকা বোন। পুলিশ সূত্রে খবর, বর্ধমান-নবদ্বীপ রোডের নাদনঘাট সেতু সংলগ্ন এলাকা থেকে মঙ্গলবার রাতে পাচার করা চারজনকে উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া মহিলা মন্তেশ্বর থানার একটি গ্রামের বাসিন্দা। তিনি জানিয়েছেন, সম্প্রতি এলাকায় কাজের সূত্রে আসা এক যুবকের সঙ্গে তাঁর পরিচয় হয়। সেই যুবকের প্রলোভনে পা দিয়ে মহিলা কোনও কিছু না জানিয়ে নিজের দুই শিশু সন্তান ও নাবালিকা বোনকে সঙ্গে নিয়ে বাড়ি ছাড়েন। নির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী, অভিযুক্ত যুবক মহিলাকে নাদনঘাট সেতুর কাছে অপেক্ষা করতে বলে।
গোপন সূত্রে খবর পেয়ে মন্তেশ্বর থানার আইসি বিপ্লব কুমার পতির নেতৃত্বে পুলিশ ওই এলাকায় পৌঁছে চারজনকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। আইসি বিপ্লব পতি জানান, ‘প্রাথমিক তদন্তে মনে হচ্ছে, মহিলাকে ফাঁদে ফেলে অসৎকাজে ব্যবহার বা মানব পাচারের ছক ছিল। এমনকি বিক্রি করে দেওয়ারও পরিকল্পনা থাকতে পারে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।’






























