জয়নগরের বাইশহাটায় মহিলা সমবায় সমিতির ক্ষমতায় এলো তৃনমূল কংগ্রেস

- আপডেট : ৪ অগাস্ট ২০২৫, সোমবার
- / 18
উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,জয়নগর : ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে রাজ্য জুড়ে সবুজ ঝড় চলছে।একের পর এক সমবায় সমিতির নির্বাচনে জয়ের ধারা অব্যাহত শাসক তৃনমূল কংগ্রেসের।সোমবার জয়নগর বিধানসভার জয়নগর ২ নং ব্লকের বাইশহাটা গ্রাম পঞ্চায়েতের বাইশহাটা অঞ্চল মহিলা জাগরণী সংঘ প্রাথমিক বহুমুখী সমবায় সমিতির নির্বাচনে ১৭টি আসনের সব কটিতেই তৃনমূল কংগ্রেসের মহিলা সদস্যারা বিজয়ী হন।
দীর্ঘ ১০ বছর ধরে এই সমবায় সমিতি বিরোধী এস ইউ সির হাতেই ছিল।এই প্রথম শাসক তৃনমূল কংগ্রেসের দখলে গেল এই সমিতি।এদিন এই সমিতির নির্বাচনের দিন নির্দিষ্ট করা হয়েছিলো জয়নগর ২ নং ব্লক নির্বাচনী দপ্তর থেকে।বিরোধী দলের কোনো প্রতিনিধি এই নির্বাচনে অংশ না নেওয়ায় এদিন এই নির্বাচনের দায়িত্ব থাকা আধিকারিক অন্দিদিতা দাস বিশ্বাস বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ১৭ জন মহিলা সদস্যের হাতে বিজয়ীর সার্টিফিকেট তুলে দেন।
এদিন এই নির্বাচনের আধিকারিকের সাথে উপস্থিত ছিলেন সহকারি আধিকারিক সৌমিক ব্যানাজী।এদিন এই জয়ের পরে সবুজ আবির মেখে উৎসবে সামিল হন বিজয়ীরা সহ শাসক তৃনমূল কংগ্রেসের বহু কর্মীবৃন্দ। এদিন বিজয়ীদের গলায় মালা পরিয়ে দেন জয়নগর ২ নং পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ অনুপমা গায়েন, অঞ্চল সভাপতি নুরহোসেন গাজী সহ আরো অনেকে।এদিন এ ব্যাপারে বাইশহাটা অঞ্চল তৃনমূল কংগ্রেসের সভাপতি নুরহোসেন গাজী বলেন,২০১৫ সালে এই সমিতি গঠনের পর থেকে এস ইউ সির হাতে ছিলো এই সমিতি।
মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখে ও বিধায়ক গনেশ চন্দ্র মন্ডলের কাজ দেখে এবারের নির্বাচনে কোন আসনে প্রার্থী দিতে এগিয়ে আসে নি বিরোধীরা।আর তাই আমাদের দলের সদস্যরা একক ভাবে বিজয়ী হন।আমরা এই মহিলা সমিতির মাধ্যমে এলাকার উন্নয়নে নজর দেব।আর এই জয় বিধানসভা নির্বাচনের আগে শক্তি বাড়িয়ে দিলো শাসক তৃনমূল কংগ্রেসের।আর এদিন এই জয়ী প্রার্থীদের অভিনন্দন জানিয়েছেন কুলতলির বিধানসভার বিধায়ক গনেশ চন্দ্র মন্ডল।