বোলপুরে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএম লুঠের চেষ্টা,সিসিটিভি ফুটেজে ধরা পড়লো ছবি
- আপডেট : ২৬ জুলাই ২০২১, সোমবার
- / 9
দেবশ্রী মজুমদার, বোলপুর, এবার বাঙ্ক লুঠের অপচেষ্টা চালানো হল রবিবার বীরভূমের বোলপুরে। সিউড়ির পর বোলপুরে একই ঘটনার জেরে চাঞ্চল্য এলাকায়। তখন ঘড়িতে কাঁটায় কাঁটায় রাত ৯,৪৫। ঠিক তখনই বোলপুর শ্রীনিকেতন রোডের উপর একটি রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কের এটিএম লুঠের ঘটনার ছবি সামনে এলো।
ওই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএম লুঠের চেষ্টা করছিল দুই যুবক। সিকিউরিটি অ্যার্লাম বেজে উঠলে ওই দুই যুবক এটিএম লুঠ করতে ব্যর্থহয়। পরে ঘটনাস্থলে বোলপুর থানার পুলিশ আসে। এটিএম ঘরে ঢুকে প্রাথমিক তদন্ত শুরু করে তারা। তারপর বোলপুর শ্রীনিকেতনর রোডের সিসিটিভি ক্যামেরা খতিয়ে দেখা শুরু করে পুলিশ। কয়েকদিন আগে বোলপুর পুরসভার কক্ষে পুলিস ও বোলপুর সমস্ত ব্যাঙ্কের কর্তৃপক্ষদের নিয়ে বৈঠক করা হয় ব্যাঙ্ক নিরাপত্তা সংক্রান্তের বিষয়ে।
এলাকার বাসিন্দা সুব্রত কর্মাকার বলেন , আমার বাড়ির নীচে এটিএম কাউন্টার। রাত ৯,৫০ নাগাদ আমার কাছে মুম্বাই মেন জোন থেকে ফোন আসে, এটিএম ফ্রড হচ্ছে। এরপর পুলিসকে খবর দি। এছাড়া মুম্বাই সিকিউরিটি এটিএম অপেরটরা পুলিস ও ব্যাঙ্ক কর্তৃপক্ষকে খবর দিয়ে সতর্ক করে দেয়।