০২ জুলাই ২০২৫, বুধবার, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

পায়ে ব্যথা হয়েছে বলে উদ্বোধনে শিয়ালদহ যেতে পারলেন না কেন্দ্রীয় মন্ত্রী,  কটাক্ষ ফিরহাদ হাকিমের

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১১ জুলাই ২০২২, সোমবার
  • / 23

পুবের কলম প্রতিবেদক, হাওড়া: পায়ে ব্যথা হয়েছে বলে উদ্বোধনে শিয়ালদহ যেতে পারলেন না কেন্দ্রীয় মন্ত্রী। হাওড়া ময়দান থেকে শিয়ালদহ মেট্রো স্টেশনের উদ্বোধনকে এভাবেই কটাক্ষ করলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। সোমবার সন্ধ্যায় হাওড়া পুরনিগমের টাউন হল উদ্বোধন অনুষ্ঠানে এসে তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন,  স্মৃতি ইরানির পায়ে ব্যথা হয়েছে তাই আর শিয়ালদহ অবধি পৌঁছাতে পারলেন না বলে এদিন কটাক্ষ করেন।

তিনি আরও বলেন, রেলের অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ না জানিয়ে শুধু মুখ্যমন্ত্রীকে নয় বাংলার দশ কোটি মানুষকে অপমান করেছে কেন্দ্রীয় সরকার। কারণ তিনি রাজ্যের দশ কোটি মানুষের নির্বাচিত মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: ঐক্যবদ্ধ মানুষই রুখে দেবে শত্রুর চক্রান্ত, সেনার প্রতি সংহতি মিছিলে বললেন ফিরহাদ

পাশাপাশি, রেলের সরকারি অনুষ্ঠানে বিজেপির নেতাদের উপস্থিতিকে কটাক্ষ করে তিনি বলেন, এটাই বিজেপি। যার কোনও সংস্কৃতি, কৃষ্টি ও বুদ্ধি নেই। এটার নামই বিজেপি। এদিন নবরূপে সজ্জিত ঐতিহাসিক হাওড়া টাউন হলের শুভ উদ্বোধন হয়।

আরও পড়ুন: চাকরিহারাদের আন্দোলনকে ‘নাটক’ কটাক্ষ ফিরহাদ হাকিমের

সোমবার সন্ধ্যায় অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। উপস্থিত ছিলেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়। এছাড়াও সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়, বিধায়িকা নন্দিতা চৌধুরী, উপ প্রশাসক সৈকত চৌধুরী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পুর প্রশাসকমন্ডলীর মুখ্য প্রশাসক ডাঃ সুজয় চক্রবর্তী।

আরও পড়ুন: আন্দোলন না করে স্কুলে ফিরুন চাকরি হারা শিক্ষকরা, আর্জি ফিরহাদের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পায়ে ব্যথা হয়েছে বলে উদ্বোধনে শিয়ালদহ যেতে পারলেন না কেন্দ্রীয় মন্ত্রী,  কটাক্ষ ফিরহাদ হাকিমের

আপডেট : ১১ জুলাই ২০২২, সোমবার

পুবের কলম প্রতিবেদক, হাওড়া: পায়ে ব্যথা হয়েছে বলে উদ্বোধনে শিয়ালদহ যেতে পারলেন না কেন্দ্রীয় মন্ত্রী। হাওড়া ময়দান থেকে শিয়ালদহ মেট্রো স্টেশনের উদ্বোধনকে এভাবেই কটাক্ষ করলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। সোমবার সন্ধ্যায় হাওড়া পুরনিগমের টাউন হল উদ্বোধন অনুষ্ঠানে এসে তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন,  স্মৃতি ইরানির পায়ে ব্যথা হয়েছে তাই আর শিয়ালদহ অবধি পৌঁছাতে পারলেন না বলে এদিন কটাক্ষ করেন।

তিনি আরও বলেন, রেলের অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ না জানিয়ে শুধু মুখ্যমন্ত্রীকে নয় বাংলার দশ কোটি মানুষকে অপমান করেছে কেন্দ্রীয় সরকার। কারণ তিনি রাজ্যের দশ কোটি মানুষের নির্বাচিত মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: ঐক্যবদ্ধ মানুষই রুখে দেবে শত্রুর চক্রান্ত, সেনার প্রতি সংহতি মিছিলে বললেন ফিরহাদ

পাশাপাশি, রেলের সরকারি অনুষ্ঠানে বিজেপির নেতাদের উপস্থিতিকে কটাক্ষ করে তিনি বলেন, এটাই বিজেপি। যার কোনও সংস্কৃতি, কৃষ্টি ও বুদ্ধি নেই। এটার নামই বিজেপি। এদিন নবরূপে সজ্জিত ঐতিহাসিক হাওড়া টাউন হলের শুভ উদ্বোধন হয়।

আরও পড়ুন: চাকরিহারাদের আন্দোলনকে ‘নাটক’ কটাক্ষ ফিরহাদ হাকিমের

সোমবার সন্ধ্যায় অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। উপস্থিত ছিলেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়। এছাড়াও সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়, বিধায়িকা নন্দিতা চৌধুরী, উপ প্রশাসক সৈকত চৌধুরী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পুর প্রশাসকমন্ডলীর মুখ্য প্রশাসক ডাঃ সুজয় চক্রবর্তী।

আরও পড়ুন: আন্দোলন না করে স্কুলে ফিরুন চাকরি হারা শিক্ষকরা, আর্জি ফিরহাদের