০২ জুলাই ২০২৫, বুধবার, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

কেন আরসিবির দায়িত্ব ছেড়েছেন ব্যাখ্যা দিলেন বিরাট

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ২৪ ফেব্রুয়ারী ২০২২, বৃহস্পতিবার
  • / 49

 

পুবের কলম ওয়েবডেস্কঃ কেন তিনি আরসিবির অধিনায়কত্ব ছেড়ে ছিলেন ব্যাখ্যা দিলেন বিরাট কোহলি। এক সাক্ষাৎকারে বিরাট কোহলি বলেন এটাকে জটিল করে দেখার কোনও মানে হয় না, কারণ তিনি শুধুমাত্র তার খেলায় মনোনিবেশ করতে চেয়েছেন এবং কিছু সময় চেয়েছিলেন। কোহলি এমনটাও বললেন যে বাইরে থেকে কোন পরিস্থিতিতে দেখে তা বিচার করা খুব কঠিন। একদিনের ক্রিকেটের অধিনায়কত্ব তার কাছ থেকে কেড়ে নেওয়ার আগেই তিনি টি-টোয়েন্টি ক্রিকেটের অধিনায়কত্ব ছেড়ে ছিলেন। টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হওয়ার পরেই এই ফরম্যাট থেকে অধিনায়কত্ব ছেড়েছিলেন বিরাট কোহলি। সেই ঘোষণা অবশ্য তিনি অনেক আগেই করেছিলেন  যে তিনি টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই ক্যাপ্টেন্সি ছেড়ে দেবেন। শুধু জাতীয় দলের নয়, রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ক্যাপ্টেনসিও ছেড়ে দিয়েছিলেন তিনি।

আরও পড়ুন: হাইকোর্টে আরসিবি

বিরাট জানিয়েছেন,’আমি সেই ব্যক্তি নয় যে দীর্ঘ সময় ধরে একটা জিনিসকে ধরে রাখবো। কারন আমার যতটুকু ক্ষমতা আমি ততটুকুই করব। যদি আমি জানি যে আমার পক্ষে আরও কিছু দেওয়া সম্ভব তাহলেও অযথা দায়িত্ব ধরে রাখতে আমি রাজি নই। ‘ সাধারণের উদ্দেশ্যে বিরাট বললেন,’যতক্ষণ না কেউ আমার মত পরিস্থিতির সামনে পড়ছে ততক্ষণ তার পক্ষে কি হচ্ছে সেটা বোঝা খুব মুশকিল । বাইরে থেকে অনেকেরই নিজস্ব মতামত থাকতে পারে, নিজস্ব প্রত্যাশা থাকতে পারে। অনেকেই এমনটা বলতে পারেন, ওফ্! এটা কেমন করে হলো, আমরা সত্যিই খুব মর্মাহত। ‘ রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়কত্ব ছাড়া নিয়ে বিরাট কোহলির মত, ‘আমি এ ব্যাপারে চিন্তাই করতে চাইনি। হয়তো আরও একটা বছর আমি ক্যাপ্টেন্সি ধরে রাখতে পারতাম। আমাকে কেউ কোনো রকম চাপ দেয় নি। আমার কাছে জীবনের মূল্য অনেক বেশি। ক্রিকেট তার থেকেও বেশি গুরুত্ব পায় আমার কাছে। প্রতিটা দিনের শেষে আপনাকে মূল্যায়ন করতে হবে আপনি কি দিয়েছেন আর কি পেয়েছেন। দিনের শেষে এটা অনুভব করার খুব প্রয়োজন পরিসংখ্যানের থেকেও যোগ্যতা অনেক বেশি দরকারি। ‘প্রসঙ্গত রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে মোট ১৩২ টি ম্যাচে অধিনায়কত্ব করেছেন বিরাট কোহলি। কোন ট্রফিটি তিনি দিতে পারেননি দক্ষিণ ভারতের এই আইপিএল ফ্র্যাঞ্চাইজিকে।

আরও পড়ুন: গ্রেফতারের পর হাইকোর্টে যাওয়ার চ্যালেঞ্জ আরসিবির মার্কেটিং হেডের

আরও পড়ুন: চিন্নাস্বামী স্টেডিয়াম: মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ আরসিবির
Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কেন আরসিবির দায়িত্ব ছেড়েছেন ব্যাখ্যা দিলেন বিরাট

আপডেট : ২৪ ফেব্রুয়ারী ২০২২, বৃহস্পতিবার

 

পুবের কলম ওয়েবডেস্কঃ কেন তিনি আরসিবির অধিনায়কত্ব ছেড়ে ছিলেন ব্যাখ্যা দিলেন বিরাট কোহলি। এক সাক্ষাৎকারে বিরাট কোহলি বলেন এটাকে জটিল করে দেখার কোনও মানে হয় না, কারণ তিনি শুধুমাত্র তার খেলায় মনোনিবেশ করতে চেয়েছেন এবং কিছু সময় চেয়েছিলেন। কোহলি এমনটাও বললেন যে বাইরে থেকে কোন পরিস্থিতিতে দেখে তা বিচার করা খুব কঠিন। একদিনের ক্রিকেটের অধিনায়কত্ব তার কাছ থেকে কেড়ে নেওয়ার আগেই তিনি টি-টোয়েন্টি ক্রিকেটের অধিনায়কত্ব ছেড়ে ছিলেন। টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হওয়ার পরেই এই ফরম্যাট থেকে অধিনায়কত্ব ছেড়েছিলেন বিরাট কোহলি। সেই ঘোষণা অবশ্য তিনি অনেক আগেই করেছিলেন  যে তিনি টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই ক্যাপ্টেন্সি ছেড়ে দেবেন। শুধু জাতীয় দলের নয়, রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ক্যাপ্টেনসিও ছেড়ে দিয়েছিলেন তিনি।

আরও পড়ুন: হাইকোর্টে আরসিবি

বিরাট জানিয়েছেন,’আমি সেই ব্যক্তি নয় যে দীর্ঘ সময় ধরে একটা জিনিসকে ধরে রাখবো। কারন আমার যতটুকু ক্ষমতা আমি ততটুকুই করব। যদি আমি জানি যে আমার পক্ষে আরও কিছু দেওয়া সম্ভব তাহলেও অযথা দায়িত্ব ধরে রাখতে আমি রাজি নই। ‘ সাধারণের উদ্দেশ্যে বিরাট বললেন,’যতক্ষণ না কেউ আমার মত পরিস্থিতির সামনে পড়ছে ততক্ষণ তার পক্ষে কি হচ্ছে সেটা বোঝা খুব মুশকিল । বাইরে থেকে অনেকেরই নিজস্ব মতামত থাকতে পারে, নিজস্ব প্রত্যাশা থাকতে পারে। অনেকেই এমনটা বলতে পারেন, ওফ্! এটা কেমন করে হলো, আমরা সত্যিই খুব মর্মাহত। ‘ রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়কত্ব ছাড়া নিয়ে বিরাট কোহলির মত, ‘আমি এ ব্যাপারে চিন্তাই করতে চাইনি। হয়তো আরও একটা বছর আমি ক্যাপ্টেন্সি ধরে রাখতে পারতাম। আমাকে কেউ কোনো রকম চাপ দেয় নি। আমার কাছে জীবনের মূল্য অনেক বেশি। ক্রিকেট তার থেকেও বেশি গুরুত্ব পায় আমার কাছে। প্রতিটা দিনের শেষে আপনাকে মূল্যায়ন করতে হবে আপনি কি দিয়েছেন আর কি পেয়েছেন। দিনের শেষে এটা অনুভব করার খুব প্রয়োজন পরিসংখ্যানের থেকেও যোগ্যতা অনেক বেশি দরকারি। ‘প্রসঙ্গত রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে মোট ১৩২ টি ম্যাচে অধিনায়কত্ব করেছেন বিরাট কোহলি। কোন ট্রফিটি তিনি দিতে পারেননি দক্ষিণ ভারতের এই আইপিএল ফ্র্যাঞ্চাইজিকে।

আরও পড়ুন: গ্রেফতারের পর হাইকোর্টে যাওয়ার চ্যালেঞ্জ আরসিবির মার্কেটিং হেডের

আরও পড়ুন: চিন্নাস্বামী স্টেডিয়াম: মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ আরসিবির