২২ জুন ২০২৫, রবিবার, ৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

সমালোচকদের ধুয়ে দিলেন বিরাট কোহলি

ইমামা খাতুন
  • আপডেট : ১১ মে ২০২২, বুধবার
  • / 41

পুবের কলম ওয়েবডেস্কঃ  চলতি আইপিএলে একটি ম্যাচে চল্লিশের ঘরে, একটি ম্যাচে হাফ সেঞ্চুরি এবং একটি ম্যাচে তিরিশ রান। এটাই পঞ্চদশ আইপিএলের গোটা প্রতিযোগিতায় এখনো পর্যন্ত বিরাট কোহলির বড় রান। তার বাকি অংশটা দেখলে বেশ কষ্ট পেতে হয়। তার মধ্যে আবার তিনটি ম্যাচে শূণ্য রানে ফিরে গিয়েছেন ভারতের অন্যতম সফল প্রাক্তন ক্যাপ্টেন। সমালোচিত হতে হতে কোণঠাসা হয়ে পড়েছেন বিরাট। এতটাই সমালোচিত হচ্ছেন যে তাকে টি-টোয়েন্টি বিশ্বকাপ দল থেকেও বাদ দেওয়ার কথা ইতিমধ্যেই শোনা গিয়েছে। এতদিন চুপ ছিলেন কোহলি। এবার তিনি মুখ খুললেন। সমালোচকদের উদ্দেশ্যে বললেন, ‘প্রথম বলেই ফিরে গেলাম শূন্য রানে । দ্বিতীয়বারের পর ফের আরেকবার। এর অনুভূতিটা একমাত্র আমি বুঝতে পারছি। আপনাদের মত করে ভাবতে পারছিনা। খুব অসহায় লাগছে।’ আবেগপ্রবন বিরাট কোহলি বলছেন,’এমনটা আমার ক্যারিয়ারে আগে কখনো হয়নি। এখন আমি জীবনের সবকিছু দেখতে পাচ্ছি। দীর্ঘ সময় ধরে অনেক কিছু দেখলাম। ক্রিকেট এমন একটা গেম আমাকে সব কিছু দেখালো।’

এতকিছুর পরেও বিরাট কোহলি যে কোনো কিছুকে গুরুত্ব দিচ্ছেন না তা বোঝাতে গিয়ে তিনি বললেন,’বাইরে থেকে অনেকেই নাক গলাতে পারে । কিন্তু তারা কেউ আমার জুতোও বাঁধতে পারবে না। তারা এটা কোনদিন বুঝতেও পারবে না যে আমার মনের মধ্যে কি চলছে? তারা তো আমার জীবনে ঢুকতে পারবে না।’ সমালোচিত হতে হতে কোণঠাসা বিরাট এতটাই কষ্ট পাচ্ছেন যে বললেন,’যারা আমার সমালোচনা করছেন বা আমাকে তুলোধোনা করছেন, তারা কোনদিনই আমার জীবনের সমস্ত মুহূর্তগুলোকে অনুভব করতে পারবেন না।’ এর থেকে মুক্তির উপায়ও নিজেই বলে দিলেন বিরাট কোহলি। বললেন,’হয় রিমোট দিয়ে টিভিটা মিউট করে দিতে হবে অথবা লোকে কি বলছে সে সমালোচনায় কান না দেওয়াই ভালো । দুটো কাজই আমি খুব ভাল পারি।’

আরও পড়ুন: শাপমোচন, প্রথমবার আইপিএল ট্রফি জয় বিরাট ও আরসিবির

আরও পড়ুন: ভারতের টেস্ট দলে কোহলির জায়গা দখল করতে মরিয়া Sarfaraz Khan

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সমালোচকদের ধুয়ে দিলেন বিরাট কোহলি

আপডেট : ১১ মে ২০২২, বুধবার

পুবের কলম ওয়েবডেস্কঃ  চলতি আইপিএলে একটি ম্যাচে চল্লিশের ঘরে, একটি ম্যাচে হাফ সেঞ্চুরি এবং একটি ম্যাচে তিরিশ রান। এটাই পঞ্চদশ আইপিএলের গোটা প্রতিযোগিতায় এখনো পর্যন্ত বিরাট কোহলির বড় রান। তার বাকি অংশটা দেখলে বেশ কষ্ট পেতে হয়। তার মধ্যে আবার তিনটি ম্যাচে শূণ্য রানে ফিরে গিয়েছেন ভারতের অন্যতম সফল প্রাক্তন ক্যাপ্টেন। সমালোচিত হতে হতে কোণঠাসা হয়ে পড়েছেন বিরাট। এতটাই সমালোচিত হচ্ছেন যে তাকে টি-টোয়েন্টি বিশ্বকাপ দল থেকেও বাদ দেওয়ার কথা ইতিমধ্যেই শোনা গিয়েছে। এতদিন চুপ ছিলেন কোহলি। এবার তিনি মুখ খুললেন। সমালোচকদের উদ্দেশ্যে বললেন, ‘প্রথম বলেই ফিরে গেলাম শূন্য রানে । দ্বিতীয়বারের পর ফের আরেকবার। এর অনুভূতিটা একমাত্র আমি বুঝতে পারছি। আপনাদের মত করে ভাবতে পারছিনা। খুব অসহায় লাগছে।’ আবেগপ্রবন বিরাট কোহলি বলছেন,’এমনটা আমার ক্যারিয়ারে আগে কখনো হয়নি। এখন আমি জীবনের সবকিছু দেখতে পাচ্ছি। দীর্ঘ সময় ধরে অনেক কিছু দেখলাম। ক্রিকেট এমন একটা গেম আমাকে সব কিছু দেখালো।’

এতকিছুর পরেও বিরাট কোহলি যে কোনো কিছুকে গুরুত্ব দিচ্ছেন না তা বোঝাতে গিয়ে তিনি বললেন,’বাইরে থেকে অনেকেই নাক গলাতে পারে । কিন্তু তারা কেউ আমার জুতোও বাঁধতে পারবে না। তারা এটা কোনদিন বুঝতেও পারবে না যে আমার মনের মধ্যে কি চলছে? তারা তো আমার জীবনে ঢুকতে পারবে না।’ সমালোচিত হতে হতে কোণঠাসা বিরাট এতটাই কষ্ট পাচ্ছেন যে বললেন,’যারা আমার সমালোচনা করছেন বা আমাকে তুলোধোনা করছেন, তারা কোনদিনই আমার জীবনের সমস্ত মুহূর্তগুলোকে অনুভব করতে পারবেন না।’ এর থেকে মুক্তির উপায়ও নিজেই বলে দিলেন বিরাট কোহলি। বললেন,’হয় রিমোট দিয়ে টিভিটা মিউট করে দিতে হবে অথবা লোকে কি বলছে সে সমালোচনায় কান না দেওয়াই ভালো । দুটো কাজই আমি খুব ভাল পারি।’

আরও পড়ুন: শাপমোচন, প্রথমবার আইপিএল ট্রফি জয় বিরাট ও আরসিবির

আরও পড়ুন: ভারতের টেস্ট দলে কোহলির জায়গা দখল করতে মরিয়া Sarfaraz Khan