হানিমুনে যাওয়ার সময় ট্রেন থেকে গায়েব স্ত্রী, অপহরণের অভিযোগ দায়ের স্বামীর

- আপডেট : ৩১ জুলাই ২০২৩, সোমবার
- / 10
পুবের কলম, ওয়েবডেস্ক: :হানিমুনে যাওয়ার সময় ট্রেন থেকে আচমকা গায়েব স্ত্রী। অপহৃতার স্বামীর সন্দেহ তাঁর স্ত্রীকে মাদক মাফিয়ারা অপহরণ করেছে। তাঁর স্ত্রীয়ের কোনও অবৈধ সম্পর্ক ছিল না বলে জানিয়েছেন নিখোঁজ কাজল কুমারীর স্বামী। এই দম্পতি বিহার থেকে ট্রেনে ওঠেন। তাদের গন্তব্য ছিল দার্জিলিং। কাজল কুমারীর স্বামীর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। গত ২৮ জুলাই রবিবার বিহারের মুজাফফরপুর থেকে ট্রেনে ওঠেন তারা।
হানিমুনের উদ্দেশে নয়াদিল্লি-নিউ জলপাইগুড়ি ট্রেনে করে দার্জিলিং যাচ্ছিলেন। কাজল কুমারীর স্বামী প্রিন্স কুমার জানিয়েছেন, তাদের কোচ নাম্বার ছিল বি-৪। সিট নাম্বার ৪৩ ও ৪৫। ট্রেনটি কিশানগঞ্জ রেলওয়ে স্টেশনে পৌঁছনোর সময় স্ত্রী শৌচাগারে যান। কিন্ত তার পর সে আর ফিরে আসেনি। ট্রেন চলতে শুরু করার পর, প্রতিটি কোচে খোঁজ করেও স্ত্রীকে খুঁজে পাননি। মুজাফফরপুরে ফিরে এসে ঘটনাটি কিশানগঞ্জ জিআরপিকে জানান কাজল কুমারীর স্বামী প্রিন্স।
অভিযোগের ভিত্তিতে জিআরপি রেলওয়ে স্টেশনের সিসি ক্যামেরা খতিয়ে দেখেও কাজল কুমারীর কোনও হদিশ পায়নি। কাজল কুমারীর মোবাইল ফোনেরও সুইচ অফ। অপহৃতা কাজল কুমারীর স্বামী প্রিন্স কুমার মুজাফফরপুরের বিদ্যুৎ বিভাগের একজন কর্মচারী, কুরহানি ব্লকের বাসিন্দা। ছয়মাস আগে তাদের বিয়ে হলেও পারিবারিক সমস্যার কারণে বিয়ের পরেই তারা হানিমুনে যেতে পারেননি।