০১ মে ২০২৫, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

খবরের শিরোনামে যোগী রাজ্য! ৮ মাসের অন্তঃসত্বা সহ তাঁর স্বামীকে মারধরের অভিযোগ   

ইমামা খাতুন
  • আপডেট : ১৭ ডিসেম্বর ২০২২, শনিবার
  • / 9

REPRESENTATIVE IMAGE

পুবের কলম ওয়েব ডেস্কঃ  যোগী রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যে বেহাল,  তা ফের প্রকাশ্যে উঠে এল। দিন দুপুরে অন্তঃসত্বা মহিলা ও তাঁর স্বামীকে নির্মম ভাবে অত্যাচারের ঘটনায় ফের প্রশ্নের মুখে উত্তরপ্রদেশ সরকার। সম্প্রতি সামাজিক মাধ্যমে এমনই এক ভিডিও ভাইরাল হয়েছে।

 

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, একদল দুষ্কৃতী এক দম্পত্তিকে  বেধড়ক মারধর করছে। এই ঘটনায় গুরুতর আহত হয়েছে উপাসনা নামক এক মহিলা। যদিও কয়েক মিনিটের ওই ভিডিও যাচাই করেনি পুবের কলম ডিজিটাল।

 

উল্লেখ্য, বাড়িতে ঢুকে ৮ মাসের অন্তঃসত্ত্বা এক মহিলা এবং তাঁর স্বামীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের জালাউনে।

 

পুলিশ সূত্রে খবর, আক্রান্ত ওই মহিলার নাম উপাসনা। তাঁর স্বামীর নাম সন্দীপ। শুক্রবার ভর-দুপুরে একদল দুষ্কৃতী সন্দীপের বাড়িতে ঢুকে, তাঁর কাকার খোঁজ করতে শুরু করে।   কাকা কোথায় রয়েছেন, তা জানাতে অস্বীকার করেন সন্দীপ। এরপর দুষ্কৃতীদের বাড়ি ছেড়ে চলে যাওয়ার জন্য বলেন।  তাদের প্রশ্নের পাল্টা প্রশ্ন করায় সন্দীপের ওপর চড়াও হয় দুষ্কৃতীরা। তারপরেই শুরু হয় এলোপাথাড়ি   মারধর। এমন কাণ্ড দেখে স্বামীকে বাঁচাতে ছুটে আসেন ৮ মাসের অন্তঃসত্বা উপাসনা। তারপর তাঁকেও মারধর করতে শুরু করে ওই দুষ্কৃতীরা। একটা পর্যায়ে জ্ঞান হারায় উপাসনা। তাঁকে জ্ঞান হারিয়ে পরে যেতে দেখে ভয় পেয়ে যায়  দুষ্কৃতী গুলো। সঙ্গে সঙ্গে সন্দীপের বাড়ি ছেড়ে পালিয়ে যায় তারা। যাওয়ার আগে শাসিয়েও যায়। উপাসনাকে জ্ঞান হারিয়ে পড়ে যেতে দেখে ভয় পেয়ে  যান সন্দীপ নিজেও। সাহায্যের জন্য স্থানীয়দের ডাকা ডাকি  শুরু করে সে। তড়িঘড়ি করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় উপাসনাকে।

 

জালাউনের পুলিশ সুপার শৈলেন্দ্র বাজপেয়ী বলেন, “অভিযুক্তের নাম রবীন্দ্র, মনমোহন এবং তাঁর ছেলে আদেশ। তারা সন্দীপদের বাড়িতে ঢুকে গালিগালাজ করে। এমনকি সন্দীপ এবং তাঁর স্ত্রীকে মারধর করেছে বলে একটি অভিযোগ জমা পড়েছে। অভিযুক্তদের খুব দ্রুতই পাকড়াও করা হবে বলেও আশ্বাস দেন তিনি। এছাড়া তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

খবরের শিরোনামে যোগী রাজ্য! ৮ মাসের অন্তঃসত্বা সহ তাঁর স্বামীকে মারধরের অভিযোগ   

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২২, শনিবার

পুবের কলম ওয়েব ডেস্কঃ  যোগী রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যে বেহাল,  তা ফের প্রকাশ্যে উঠে এল। দিন দুপুরে অন্তঃসত্বা মহিলা ও তাঁর স্বামীকে নির্মম ভাবে অত্যাচারের ঘটনায় ফের প্রশ্নের মুখে উত্তরপ্রদেশ সরকার। সম্প্রতি সামাজিক মাধ্যমে এমনই এক ভিডিও ভাইরাল হয়েছে।

 

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, একদল দুষ্কৃতী এক দম্পত্তিকে  বেধড়ক মারধর করছে। এই ঘটনায় গুরুতর আহত হয়েছে উপাসনা নামক এক মহিলা। যদিও কয়েক মিনিটের ওই ভিডিও যাচাই করেনি পুবের কলম ডিজিটাল।

 

উল্লেখ্য, বাড়িতে ঢুকে ৮ মাসের অন্তঃসত্ত্বা এক মহিলা এবং তাঁর স্বামীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের জালাউনে।

 

পুলিশ সূত্রে খবর, আক্রান্ত ওই মহিলার নাম উপাসনা। তাঁর স্বামীর নাম সন্দীপ। শুক্রবার ভর-দুপুরে একদল দুষ্কৃতী সন্দীপের বাড়িতে ঢুকে, তাঁর কাকার খোঁজ করতে শুরু করে।   কাকা কোথায় রয়েছেন, তা জানাতে অস্বীকার করেন সন্দীপ। এরপর দুষ্কৃতীদের বাড়ি ছেড়ে চলে যাওয়ার জন্য বলেন।  তাদের প্রশ্নের পাল্টা প্রশ্ন করায় সন্দীপের ওপর চড়াও হয় দুষ্কৃতীরা। তারপরেই শুরু হয় এলোপাথাড়ি   মারধর। এমন কাণ্ড দেখে স্বামীকে বাঁচাতে ছুটে আসেন ৮ মাসের অন্তঃসত্বা উপাসনা। তারপর তাঁকেও মারধর করতে শুরু করে ওই দুষ্কৃতীরা। একটা পর্যায়ে জ্ঞান হারায় উপাসনা। তাঁকে জ্ঞান হারিয়ে পরে যেতে দেখে ভয় পেয়ে যায়  দুষ্কৃতী গুলো। সঙ্গে সঙ্গে সন্দীপের বাড়ি ছেড়ে পালিয়ে যায় তারা। যাওয়ার আগে শাসিয়েও যায়। উপাসনাকে জ্ঞান হারিয়ে পড়ে যেতে দেখে ভয় পেয়ে  যান সন্দীপ নিজেও। সাহায্যের জন্য স্থানীয়দের ডাকা ডাকি  শুরু করে সে। তড়িঘড়ি করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় উপাসনাকে।

 

জালাউনের পুলিশ সুপার শৈলেন্দ্র বাজপেয়ী বলেন, “অভিযুক্তের নাম রবীন্দ্র, মনমোহন এবং তাঁর ছেলে আদেশ। তারা সন্দীপদের বাড়িতে ঢুকে গালিগালাজ করে। এমনকি সন্দীপ এবং তাঁর স্ত্রীকে মারধর করেছে বলে একটি অভিযোগ জমা পড়েছে। অভিযুক্তদের খুব দ্রুতই পাকড়াও করা হবে বলেও আশ্বাস দেন তিনি। এছাড়া তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও জানান তিনি।