১৭ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
BRAKING :
উচ্চবর্ণের মতো পোশাক পরায় দলিতকে মারধর, অপমানে আত্মহত্যা যুবকের

কিবরিয়া আনসারি
- আপডেট : ১৬ জুলাই ২০২৫, বুধবার
- / 21
পুবের কলম, গান্ধীনগর: দেশে দলিতদের ওপর আক্রমণ জেনো রোজকার ঘটনা হয়ে দাঁড়িয়েছে। ফের প্রকাশ্যে এলো ডবল ইঞ্জিনের রাজ্য গুজরাটে দলিতদের নিরাপত্তাহীনতার বিষয়। বিজেপি শাসিত রাজ্যে নির্মম মারধরের পর আত্মহত্যার পথ বেঁছে নিলেন এক দলিত যুবক। সূত্রের খবর, উচ্চবর্ণের পুরুষদের মতো পোশাক পরেছিল ১৯ বছর বয়সী এক দলিত যুবক। ঠিক এই কারণেই ওই যুবককে ঘিরে ধরে জেরা করে উচ্চবর্ণের একদল যুবক। ‘কেনো এই পোশাক পরেছিস?’ এমনই নানান প্রশ্ন করে চলতে থাকে নির্যাতন। এক পর্যায়ে ওই দলিতকে বেধড়ক মারধর করে উচ্চবর্ণের পাঁচ যুবক। শারীরিক নিগ্রহের শিকার হয়ে পরে আত্মহত্যা করে ওই দলিত যুবক। ঘটনাটি ঘটেছে গুজরাটের বনাসকান্থা জেলায়। পুলিশ সূত্রে খবর, ১০ জুলাই নিখোঁজ হয়েছিল ওই যুবক। ১২ জুলাই একটি গ্রামের কূপ থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃতের নাম মহেন্দ্র কালাভাই পারমার (১৯)।
দলিত যুবকের মৃত্যু নিয়ে থানায় অভিযোগ দায়ের করেছে পারমারের পরিবার। মৃতের এক আত্মীয় বিজলভাই পারমার অভিযোগ করে বলেন, পঞ্চায়েত অফিসের কাছে পারমারকে নৃশংসভাবে মারধর করে পাঁচ যুবক। তাদের অপমান সহ্য করতে না পেরে সে আত্মহত্যার পথ বেঁছে নিয়েছে। অভিযুক্তদের কঠোর শাস্তি চাই। এদিকে অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করেছে পুলিশ। ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারা এবং এসসি/এসটি আইনে মামলা রুজু করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যে অভিযুক্তদের চিহ্নিত করেছে পুলিশ। ধৃতদের নাম- খেতাভাই রাবারি, সেন্ধাভাই রাবারি, রুদাভাই রাবারি, আম্রাব্বাই রাবারি এবং লাখাভাই রাবারি।