নভেম্বরে বিএসএফ, ইডি শুল্ক-সহ ২২টি দফতরের সঙ্গে বৈঠকে বসতে চলেছে নির্বাচন কমিশন

- আপডেট : ১৪ অক্টোবর ২০২৫, মঙ্গলবার
- / 72
পুবের কলম প্রতিবেদক: এসআইআর নিয়ে জল্পনার আবহেই কেন্দ্র এবং রাজ্যের প্রায় ২২টি সংস্থার সঙ্গে বৈঠকে বসছে নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা ভোটের আগে পরিকল্পনা ঠিক করতে ছয় মাস আগে ওই বৈঠক করছে কমিশন। বৈঠকে বিএসএফ, ইডি, শুল্ক দফতর, এবং আয়কর দফতর-সহ ২২টির মতো সংস্থার ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের উপস্থিত থাকার কথা। কেন্দ্রের পাশাপাশি বৈঠকে থাকার কথা রাজ্যের স্পেশাল টাস্ক ফোর্স-এর। পাচার, আর্থিক লেনদেনের মতো অপরাধমূক কাজগুলি নিয়ন্ত্রণে কাজ করে ওই সব সংস্থাগুলি।
রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর সূত্রে খবর, নভেম্বর মাসের প্রথম সপ্তাহে তাদের সঙ্গে ওই বৈঠক হওয়ার কথা। আদর্শ আচরণবিধি চালু হলে ওই সব সংস্থা নির্বাচন কমিশনের অধীনে চলে যায়। ফলে কাজের সুবিধার্থে কমিশন এখন থেকেই ওই সব সংস্থার উপর নজরদারি রাখতে চাইছে।
এ দিকে এসআইআর শেষ হওয়ার তিন মাস পরেই রাজ্যে ভোট। তিন মাস পরই হবে বিধানসভা নির্বাচন বলে খবর। পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে তিন জেলার অফিসারদের সঙ্গে বৈঠকে জানিয়েছে জাতীয় নির্বাচন কমিশনের দল। এ দিকে, কোলাঘাট অডিটোরিয়ামে পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রামের জেলাশাসক,ইআরও, এইআরও-দের সঙ্গে বৈঠকে করেছে কমিশন। সেখানেই স্পষ্ট জানানো হয়েছে বিষয়টি। কমিশন যদিও জানিয়েছিল, কালীপুজোর পরই রাজ্যে এসআইআর হবে। এর আগে বাংলায় এসআইআর প্রস্তুতি নিয়ে জাতীয় নির্বাচন কমিশনে রিপোর্ট জমা দিয়েছে কমিশনের বিশেষ দল। সেখানে এসআইআর-এর প্রস্তুতি নিয়ে রিপোর্টে ফুল মার্কস পেয়েছে এ রাজ্য। একাধিক জেলা শাসক ও বিএলওদের কাজ ও প্রশ্ন উত্তরে খুশি কমিশন।