২৯ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বাতিল হচ্ছে না ১৫ বছরের পুরোনো বাস, জানাল কলকাতা হাইকোর্ট

চামেলি দাস
  • আপডেট : ১০ জুন ২০২৫, মঙ্গলবার
  • / 269

পুবের কলম ওয়েবডেস্ক:  মঙ্গলবার কলকাতা হাইকোর্ট রাজ্যের যুক্তি মেনে নিল। বাতিল হচ্ছে না ১৫ বছরের পুরোনো বাণিজ্যিক গাড়ি। বছরে দুবার করে ফিটনেস সার্টিফিকেট করাতে হবে। পরীক্ষায় পাশ করলেই শহরের রাস্তায় চলাচল করতে পারবে বাস। বাতিল হচ্ছে না ১৫ বছরের পুরোনো বাণিজ্যিক গাড়ি। এবার থেকে বছরে দু’বার করে ফিটনেস সার্টিফিকেট  করাতে হবে।

ফিটনেসের পরীক্ষায়  পাশ করলেই শহরের রাস্তায় চলাচল করতে পারবে বাস। বাস মালিক সংগঠনের দীর্ঘদিনের দাবিতে নীতিগতভাবে রাজ্য পরিবহন দফতর  সম্মতি জানিয়েছিল আগেই। অবশেষে যুক্তি মেনে নিল হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের  সিঙ্গল বেঞ্চে রাই চট্টোপাধ্যায় রাজ্য সরকারের আর্জিতে সাড়া দিল।

আরও পড়ুন: কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ইউনিয়ন রুম বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের

আপাতত ১৫ বছর বয়স পেরিয়ে গেলেও গাড়িটি যদি রাস্তায় চলার ক্ষেত্রে ফিট  থাকে তাহলে চালানোর অনুমতি  দিলেন বিচারপতি । গত সোমবার রাজ্যের সঙ্গে এই ব্যাপারে ৬ টি বাস মালিক সংগঠনের সমঝোতা চূড়ান্ত হয়। প্রতিটি সংগঠন বছরে দু’বার করে ফিটনেস সার্টিফিকেট  বা গাড়ির স্বাস্থ্য পরীক্ষা ইস্যুতে সম্মত হয়েছে।

আরও পড়ুন: গ্রুপ সি ও ডি কর্মীদের ভাতা নয়, রাজ্যের নির্দেশ খারিজ হাইকোর্টের

১২৫০০ টাকা সার্টিফিকেট অফ ফিটনেস এবং ১০০ টাকা দূষণ পরীক্ষা। এই খরচের বিনিময়ে বছরে দু’বার করে ফিটনেস সার্টিফিকেট  ইস্যু হবে। একবার সার্টিফিকেট ইস্যু করানো হলে তার মেয়াদ হবে ৬ মাস। কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চে রাই চট্টোপাধ্যায় রাজ্য সরকারের আর্জিতে সাড়া দিয়ে আপাতত ১৫ বছর বয়স পেরিয়ে গেলেও গাড়িটি যদি রাস্তায় চলার ক্ষেত্রে ফিট থাকে তাহলে চালানোর অনুমতি দিলেন। বাস মালিক সংগঠনের আর্জি ১৫ এর বদলে বাতিলের বয়স বাড়িয়ে ২০ বছর করারও আর্জি জানায়। অবশেষে সেই সমস্যার সমাধান হল।

আরও পড়ুন: সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠানে এসসি, এসটি ও ওবিসি কোটায় স্থগিতাদেশ বোম্বে হাইকোর্টের

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বাতিল হচ্ছে না ১৫ বছরের পুরোনো বাস, জানাল কলকাতা হাইকোর্ট

আপডেট : ১০ জুন ২০২৫, মঙ্গলবার

পুবের কলম ওয়েবডেস্ক:  মঙ্গলবার কলকাতা হাইকোর্ট রাজ্যের যুক্তি মেনে নিল। বাতিল হচ্ছে না ১৫ বছরের পুরোনো বাণিজ্যিক গাড়ি। বছরে দুবার করে ফিটনেস সার্টিফিকেট করাতে হবে। পরীক্ষায় পাশ করলেই শহরের রাস্তায় চলাচল করতে পারবে বাস। বাতিল হচ্ছে না ১৫ বছরের পুরোনো বাণিজ্যিক গাড়ি। এবার থেকে বছরে দু’বার করে ফিটনেস সার্টিফিকেট  করাতে হবে।

ফিটনেসের পরীক্ষায়  পাশ করলেই শহরের রাস্তায় চলাচল করতে পারবে বাস। বাস মালিক সংগঠনের দীর্ঘদিনের দাবিতে নীতিগতভাবে রাজ্য পরিবহন দফতর  সম্মতি জানিয়েছিল আগেই। অবশেষে যুক্তি মেনে নিল হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের  সিঙ্গল বেঞ্চে রাই চট্টোপাধ্যায় রাজ্য সরকারের আর্জিতে সাড়া দিল।

আরও পড়ুন: কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ইউনিয়ন রুম বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের

আপাতত ১৫ বছর বয়স পেরিয়ে গেলেও গাড়িটি যদি রাস্তায় চলার ক্ষেত্রে ফিট  থাকে তাহলে চালানোর অনুমতি  দিলেন বিচারপতি । গত সোমবার রাজ্যের সঙ্গে এই ব্যাপারে ৬ টি বাস মালিক সংগঠনের সমঝোতা চূড়ান্ত হয়। প্রতিটি সংগঠন বছরে দু’বার করে ফিটনেস সার্টিফিকেট  বা গাড়ির স্বাস্থ্য পরীক্ষা ইস্যুতে সম্মত হয়েছে।

আরও পড়ুন: গ্রুপ সি ও ডি কর্মীদের ভাতা নয়, রাজ্যের নির্দেশ খারিজ হাইকোর্টের

১২৫০০ টাকা সার্টিফিকেট অফ ফিটনেস এবং ১০০ টাকা দূষণ পরীক্ষা। এই খরচের বিনিময়ে বছরে দু’বার করে ফিটনেস সার্টিফিকেট  ইস্যু হবে। একবার সার্টিফিকেট ইস্যু করানো হলে তার মেয়াদ হবে ৬ মাস। কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চে রাই চট্টোপাধ্যায় রাজ্য সরকারের আর্জিতে সাড়া দিয়ে আপাতত ১৫ বছর বয়স পেরিয়ে গেলেও গাড়িটি যদি রাস্তায় চলার ক্ষেত্রে ফিট থাকে তাহলে চালানোর অনুমতি দিলেন। বাস মালিক সংগঠনের আর্জি ১৫ এর বদলে বাতিলের বয়স বাড়িয়ে ২০ বছর করারও আর্জি জানায়। অবশেষে সেই সমস্যার সমাধান হল।

আরও পড়ুন: সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠানে এসসি, এসটি ও ওবিসি কোটায় স্থগিতাদেশ বোম্বে হাইকোর্টের