কানাডার শীর্ষ আদালতে প্রথম আদিবাসী নারী বিচারক

- আপডেট : ২২ অগাস্ট ২০২২, সোমবার
- / 3
পুবের কলম ওয়েব ডেস্কঃ কানাডার ইতিহাসে প্রথমবারের মতো এক আদিবাসী নারীকে শীর্ষ আদালতের বিচারক হিসেবে নিয়োগের জন্য মনোনীত কয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। মিশেল ও’বনসাউইন নামের ওই নারী ২০১৭ সাল থেকে অন্টারিওর সুপিরিয়র কোর্টের বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন।
এছাড়াও তিনি ওডানক ফার্স্ট নেশনের একজন অ্যাবেনাকি সদস্য। আগামী সেপ্টেম্বরে তিনি কানাডার সর্বোচ্চ আদালতে যোগ দেবেন। এদিকে ও’বনসাউইনকে মনোনীত করার পরে এক ট্যুইট বার্তায় ট্রুডো বলেন, ‘ও বনসাউইন কানাডার আইনি মহলের একজন বিশিষ্ট ও অত্যন্ত সম্মানিত সদস্য। আমি আত্মবিশ্বাসী যে তিনি আমাদের দেশের সর্বোচ্চ আদালতে অমূল্য জ্ঞান নিয়ে আসবেন।’
কানাডার বিচার মন্ত্রী ডেভিড ল্যামেটি বলেন, ‘এই ঘটনা কানাডার জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত।’কানাডার সুপ্রিম কোর্টে একজন প্রধান বিচারপতিসহ ৯জন বিচারক রয়েছেন এবং সদস্যরা ৭৫ বছর বয়স পর্যন্ত কাজ করতে পারেন। একটি নির্দলীয় উপদেষ্টা বোর্ড প্রার্থীদের সুপারিশ করে, তবে বিচারকদের চূড়ান্তভাবে নিয়োগ করে সরকার।
উল্লেখ্য, ও’বনসাউইন নিয়োগ পেলে কানাডার ফার্স্ট নেশন্স কমিউনিটি বা আদিবাসী সম্প্রদায় সব থেকে বেশি খুশি হবে। কারণ, কানাডায় যুগের পর যুগ ধরে তাদের ওপর অত্যাচার চালিয়েছে ইউরোপীয় দখলদাররা। সাম্প্রতিক সময়ে চার্চ নিয়ন্ত্রিত স্কুলে আদিবাসী শিশু হত্যার ঘটনা উঠে এসেছে যা নিয়ে সমালোচনায় মুখে পড়েছে কানাডার সরকার।