বিশ্বের সবচেয়ে দূষিত ৫০টি শহরের মধ্যে ৩৯টি ভারতে, রয়েছে দিল্লি ও কলকাতার নাম

- আপডেট : ১৪ মার্চ ২০২৩, মঙ্গলবার
- / 9
পুবের কলম, ওয়েবডেস্ক: বিশ্বের ৫০টি দূষিত দেশের মধ্যে ৩৯টি শহরই ভারতে। শীর্ষ দশটি সবচেয়ে দূষিত দেশ হল, চাদ, ইরাক, পাকিস্তান, বাহরাইন, বাংলাদেশ, বুরকিনা ফাসো, কুয়েত, ভারত, মিশর এবং তাজিকিস্তান। সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, দূষিত দেশের তালিকায় বিশ্বে আট নম্বর স্থানে ভারত। ২০২১ সালে ভারতের স্থান ছিল পঞ্চমে, ২০২২ সালে পরিবেশের সামান্য উন্নতির পর ভারত এই অষ্টম স্থানে এসেছে।
মঙ্গলবার ওয়ার্ল্ড এয়ার কোয়ালিটির রিপোর্ট-এ বাতাসে পিএম ২.৫ এর স্তরের উপর ভিত্তি করে ১৩১টি দেশের মধ্যে সরকারি ও বেসরকারি সমীক্ষা চালিয়ে এই রিপোর্ট প্রকাশ করা হয়।
সবচেয়ে দূষিত ১০টি শহরের মধ্যে ছয়টিই ভারতে। সবচেয়ে দূষিত ২০টি শহরের মধ্যে ১৪টি, ৫০টির মধ্যে ৩৯টি ও সবচেয়ে দূষিত ১০০টির মধ্যে ৬৫টি ভারতীয় শহর। দিল্লি এখনও পর্যন্ত বিশ্বের সবচেয়ে দূষিত রাজধানী ছিল ঠিকই কিন্তু এই বছরের সমীক্ষা অনুযায়ী ‘বৃহত্তর দিল্লি’, রাজধানী নয়াদিল্লির মধ্যে পার্থক্য তৈরি করেছে।
দুটিই সবচেয়ে দূষিত ১০টি শহরের মধ্যে রয়েছে, তবে নয়াদিল্লির স্থান দ্বিতীয়। বিশ্বের সবচেয়ে দূষিত রাজধানী চাদের এন’জামেনা। এন’জামেনা জনসংখ্যা এক মিলিয়নের কম, আর নয়াদিল্লির জনসংখ্যা চার মিলিয়নের বেশি। তবে এখানে মজার বিষয় হল ৩১টি শহরে দূষণের মাত্রা দ্বিগুণ হ্রাস পেয়েছে। এর মধ্যে ১০টি শহর উত্তর প্রদেশের ও ৭টি হরিয়ানার।
সবচেয়ে বেশি দূষণ কমেছে আগ্রায়, ৫৫ শতাংশ। অন্যদিকে ৩৮টির মতো শহরে আগের বছরের তুলনায় দূষণ বেড়েছে। দিল্লির পরেই কলকাতা সবচেয়ে দূষিত, তবে ফারাক অনেকটাই আছে। চেন্নাই অপেক্ষাকৃত পরিচ্ছন্ন শহরের স্থান পেয়েছে, হু-এর নিরাপদ স্তরের চেয়ে ৫ গুণ বেশি সেখানের দূষণ। ২০১৭ সালের থেকে দূষণের মাত্রা গড়ের চেয়ে বেড়েছে হায়দরাবাদ ও বেঙ্গালুরুতে। অন্যদিকে সবচেয়ে দূষিত ১০০টি বেশি শহরের মধ্যে ৭২টি দক্ষিণ এশিয়ায়। এই সমস্ত শহরগুলি মূলত ভারত, পাকিস্তান ও বাংলাদেশের। দক্ষিণ এশিয়াকে বায়ু দূষণের কেন্দ্র বিন্দু মনে করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘হু’।
হু জানিয়েছে, বায়ুদূষণের কারণে হাঁপানি, ক্যানসার, দুর্বল ফুসফুস, হৃদযন্ত্রে সমস্যা দেখা দিচ্ছে। বায়ু দূষণের মারাত্মক কুফল পড়ছে পরিবেশে। প্রতি বছর প্রায় ৭ লক্ষ মানুষের মৃত্যু হচ্ছে।