১৭ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

রাজস্থানের মসজিদে আগুন ধরানোর ঘটনায় গ্রেফতার বিজেপি নেতা সহ ৪

সামিমা এহসানা
  • আপডেট : ২৪ জুন ২০২৩, শনিবার
  • / 8

পুবের কলম ওয়েব ডেস্ক: চারদিকে পাহাড়। তারই মাঝে একটি উঁচু জমিতে দুধ সাদা রঙের মসজিদ। কোনও জনবসতি নেই। পাহাড়ের কোলে, চোখে শান্তি আনে রাজস্থানের আলোয়ার জেলার বাহাদুরপুরের মসজিদ। অনেক দিনের পুরোনো এই মসজিদে দীর্ঘদিন কেউ নামায পড়তেন না। সম্প্রতি সেখানে নামায শুরু হয়। কিন্তু তাতেই আপত্তি ছিল এলাকার বেশ কিছু উগ্রবাদীদের। গত ২০ জুন দুপুর তিনটে নাগাদ বেশ কিছু দুষ্কৃতী ভিঁড় জমিয়ে জয় শ্রীরাম ধ্বনি দিয়ে মসজিদে আগুন ধরিয়ে দেয়। সঙ্গে চলতে থাকে মুলমানদের প্রতি উদ্দেশ্য করে অকথ্য গালাগাল। আগুনে পোড়ে মসজিদের জায়নামায সহ পর্দা। জানলার কাঁচও ভেঙে ফেলা হয়। ওই উগ্রবাদীদের মধ্যে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে রয়েছে এলাকার এক স্থানীয় বিজেপি নেতা রমন গুলাটি।

অগ্নিকাণ্ডের ঘটনায় ৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছিল পুলিশ। এফআইআরে  যে ১৪ জনের নাম রয়েছে, তাদের মধ্যে রয়েছে স্থানীয় বিজেপি নেতা রমন গুলাটি সহ ভাবিক জোশী, রঘুবীর সেইনী, মনোহর লাল সেইনী, গিরধারী লালা জোশী, সুভাষ কৈলাস সহ অন্যান্যরা।

আরও পড়ুন: রাজ্য বিজেপির সভাপতি হলেন শমীক ভট্টাচার্য, বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে নাম ঘোষণা

জানা গেছে, ওই মসজিদটি ওয়াকফ জমিতেই রয়েছে। তারপরও সেখানে নজড় পড়েছে এলাকার উগ্র হিন্দুত্ববাদীদের।

আরও পড়ুন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্য বিজেপির নয়া সভাপতি শমীক ভট্টাচার্য

এলাকাবাসীদের মতে, সামনেই রাজস্থানের বিধানসভা নির্বাচন। তার আগে এলাকায় অশান্তি লাগিয়ে ফায়দা তোলার চেষ্টা করছে গেরুয়াপন্থীরা।

আরও পড়ুন: রাজ্য বিজেপির নতুন সভাপতি হতে চলেছেন শমীক ভট্টাচার্য, ঘোষণা সময়ের অপেক্ষা

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রাজস্থানের মসজিদে আগুন ধরানোর ঘটনায় গ্রেফতার বিজেপি নেতা সহ ৪

আপডেট : ২৪ জুন ২০২৩, শনিবার

পুবের কলম ওয়েব ডেস্ক: চারদিকে পাহাড়। তারই মাঝে একটি উঁচু জমিতে দুধ সাদা রঙের মসজিদ। কোনও জনবসতি নেই। পাহাড়ের কোলে, চোখে শান্তি আনে রাজস্থানের আলোয়ার জেলার বাহাদুরপুরের মসজিদ। অনেক দিনের পুরোনো এই মসজিদে দীর্ঘদিন কেউ নামায পড়তেন না। সম্প্রতি সেখানে নামায শুরু হয়। কিন্তু তাতেই আপত্তি ছিল এলাকার বেশ কিছু উগ্রবাদীদের। গত ২০ জুন দুপুর তিনটে নাগাদ বেশ কিছু দুষ্কৃতী ভিঁড় জমিয়ে জয় শ্রীরাম ধ্বনি দিয়ে মসজিদে আগুন ধরিয়ে দেয়। সঙ্গে চলতে থাকে মুলমানদের প্রতি উদ্দেশ্য করে অকথ্য গালাগাল। আগুনে পোড়ে মসজিদের জায়নামায সহ পর্দা। জানলার কাঁচও ভেঙে ফেলা হয়। ওই উগ্রবাদীদের মধ্যে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে রয়েছে এলাকার এক স্থানীয় বিজেপি নেতা রমন গুলাটি।

অগ্নিকাণ্ডের ঘটনায় ৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছিল পুলিশ। এফআইআরে  যে ১৪ জনের নাম রয়েছে, তাদের মধ্যে রয়েছে স্থানীয় বিজেপি নেতা রমন গুলাটি সহ ভাবিক জোশী, রঘুবীর সেইনী, মনোহর লাল সেইনী, গিরধারী লালা জোশী, সুভাষ কৈলাস সহ অন্যান্যরা।

আরও পড়ুন: রাজ্য বিজেপির সভাপতি হলেন শমীক ভট্টাচার্য, বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে নাম ঘোষণা

জানা গেছে, ওই মসজিদটি ওয়াকফ জমিতেই রয়েছে। তারপরও সেখানে নজড় পড়েছে এলাকার উগ্র হিন্দুত্ববাদীদের।

আরও পড়ুন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্য বিজেপির নয়া সভাপতি শমীক ভট্টাচার্য

এলাকাবাসীদের মতে, সামনেই রাজস্থানের বিধানসভা নির্বাচন। তার আগে এলাকায় অশান্তি লাগিয়ে ফায়দা তোলার চেষ্টা করছে গেরুয়াপন্থীরা।

আরও পড়ুন: রাজ্য বিজেপির নতুন সভাপতি হতে চলেছেন শমীক ভট্টাচার্য, ঘোষণা সময়ের অপেক্ষা