২৫ ডিসেম্বর ২০২৫, বৃহস্পতিবার, ৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বকাপে ভারতকে ফেবারিট মানতে নারাজ মাইকেল ভন

পুবের কলম ওয়েবডেস্ক ঃ  ভারতীয় ক্রিকেট দলকে মাঝেমধ্যেই বিদ্রুপ  করে থাকেন ইংল্যান্ডের প্রাক্তন  অধিনায়ক মাইকেল ভন। এবার চলতি টি-২০ বিশ্বকাপ প্রসঙ্গেও সেই একই পথে হাঠলেন তিনি। প্রসঙ্গত– বিশ্বকাপে আগামী ২৪ অক্টোবর  পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে অভিযান শুরু করছে টিম ইন্ডিয়া। বিশ্ব ক্রিকেট মহল যখন মনে করছে– টুর্নামেন্টের অন্যতম  ফেভারিট দল ভারত–  তখন  ভনের পাল্টা প্রশ্ন– ‘ভারত কী করে এবার টি-২০ বিশ্বকাপ জয়ের দাবিদার হতে পারে? ’

ভন বলেন– ‘ভারতকে কি ভাবে বিশ্বকাপ জয়ের দাবিদার হিসেবে ধরা হচ্ছে– সেটা আমার বোধগম্য হচ্ছে না। শেষ কয়েকটি টি-২০ প্রতিযোগিতায় ভারত মোটেই ভালো খেলতে পারেনি। আমার মতে ইংল্যান্ড  বিশ্বকাপ জয়ের প্রধান দাবিদার।’  প্রাক্তন এই ইংরেজ অধিনায়ক কোহলিদের মত অস্ট্রেলিয়াকেও ধর্তব্যের মধ্যে ধরছেন না। ‘এখন যা পরিস্থিতি তাতে আমি অস্ট্রেলিয়াকেও খুব একটা একটা এগিয়ে রাখতে পারছি  না। ওরা মোটেই ছন্দে নেই।’  

আরও পড়ুন: ভেহিকল মার্ক-৩ স্যাটেলাইটের সফল উৎক্ষেপণ, মহাকাশে ক্ষমতা দেখাল ভারত

ভনের মতে ইংল্যান্ড ছাড়াও এবার বিশ্বকাপ জয়ের ব্যাপারে এগিয়ে থাকবে পাকিস্তান– নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। ‘পাকিস্তান আর ওয়েস্ট ইন্ডিজ যে কোনও সময় ভয়ঙ্কর হতে পারে। আর নিউজিল্যান্ড দলেও এমন কয়েকজন প্লেয়ার রয়েছে– যারা যখন –তখন  ম্যাচ নিজেদের অনুকুলে করে নেওয়ার ক্ষমতা ধরে।’

আরও পড়ুন: সন্ত্রাসবিরোধী লড়াই ভারত সবসময় সমর্থন করবে: সিডনির হামলায় আলবানিজের পাশে মোদি

আরও পড়ুন: রাশিয়াকে পেছনে ফেলে বিশ্বের তৃতীয় শক্তিশালী দেশ ভারত, রিপোর্ট এশিয়া পাওয়ার ইনডেক্সের
ট্যাগ :
সর্বধিক পাঠিত

মধ্যপ্রাচ্যে সংঘাত আরও তীব্র করার ইঙ্গিত: লেবানন, সিরিয়া, গাজা ও ইয়েমেনে অভিযান চালু রাখার হুঁশিয়ারি ইসরায়েলের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিশ্বকাপে ভারতকে ফেবারিট মানতে নারাজ মাইকেল ভন

আপডেট : ২০ অক্টোবর ২০২১, বুধবার

পুবের কলম ওয়েবডেস্ক ঃ  ভারতীয় ক্রিকেট দলকে মাঝেমধ্যেই বিদ্রুপ  করে থাকেন ইংল্যান্ডের প্রাক্তন  অধিনায়ক মাইকেল ভন। এবার চলতি টি-২০ বিশ্বকাপ প্রসঙ্গেও সেই একই পথে হাঠলেন তিনি। প্রসঙ্গত– বিশ্বকাপে আগামী ২৪ অক্টোবর  পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে অভিযান শুরু করছে টিম ইন্ডিয়া। বিশ্ব ক্রিকেট মহল যখন মনে করছে– টুর্নামেন্টের অন্যতম  ফেভারিট দল ভারত–  তখন  ভনের পাল্টা প্রশ্ন– ‘ভারত কী করে এবার টি-২০ বিশ্বকাপ জয়ের দাবিদার হতে পারে? ’

ভন বলেন– ‘ভারতকে কি ভাবে বিশ্বকাপ জয়ের দাবিদার হিসেবে ধরা হচ্ছে– সেটা আমার বোধগম্য হচ্ছে না। শেষ কয়েকটি টি-২০ প্রতিযোগিতায় ভারত মোটেই ভালো খেলতে পারেনি। আমার মতে ইংল্যান্ড  বিশ্বকাপ জয়ের প্রধান দাবিদার।’  প্রাক্তন এই ইংরেজ অধিনায়ক কোহলিদের মত অস্ট্রেলিয়াকেও ধর্তব্যের মধ্যে ধরছেন না। ‘এখন যা পরিস্থিতি তাতে আমি অস্ট্রেলিয়াকেও খুব একটা একটা এগিয়ে রাখতে পারছি  না। ওরা মোটেই ছন্দে নেই।’  

আরও পড়ুন: ভেহিকল মার্ক-৩ স্যাটেলাইটের সফল উৎক্ষেপণ, মহাকাশে ক্ষমতা দেখাল ভারত

ভনের মতে ইংল্যান্ড ছাড়াও এবার বিশ্বকাপ জয়ের ব্যাপারে এগিয়ে থাকবে পাকিস্তান– নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। ‘পাকিস্তান আর ওয়েস্ট ইন্ডিজ যে কোনও সময় ভয়ঙ্কর হতে পারে। আর নিউজিল্যান্ড দলেও এমন কয়েকজন প্লেয়ার রয়েছে– যারা যখন –তখন  ম্যাচ নিজেদের অনুকুলে করে নেওয়ার ক্ষমতা ধরে।’

আরও পড়ুন: সন্ত্রাসবিরোধী লড়াই ভারত সবসময় সমর্থন করবে: সিডনির হামলায় আলবানিজের পাশে মোদি

আরও পড়ুন: রাশিয়াকে পেছনে ফেলে বিশ্বের তৃতীয় শক্তিশালী দেশ ভারত, রিপোর্ট এশিয়া পাওয়ার ইনডেক্সের