জানুন করোনা কালে কোনদেশে কতদিন বন্ধ স্কুল, ভারতের স্থান কত নম্বরে?
- আপডেট : ২৯ জানুয়ারী ২০২২, শনিবার
- / 6
পুবের কলম ওয়েবডেস্কঃ করোনা কালে কোন দেশে কতদিন ধরে বন্ধ স্কুল,খুব সম্প্রতি এই নিয়ে একটি তালিকা প্রকাশ করেছে ইউনিসেফ(UNICEF-)। উল্লেখ্য ২০২০ সালের মার্চের পর থেকেই বেশিরভাগ স্কুলেরই ঝাঁপ বন্ধ হয়েছে। ইউনিসেফ যে তালিকা সামনে এনেছে তাতে দেখা যাচ্ছে এই তালিকায় ভারত (India) রয়েছে তিন নম্বরে।৮২ সপ্তাহ বা ৫৭৪ দিন ধরে বন্ধ রয়েছে আমদের দেশে স্কুল। এই তালিকায় আগে শুধুমাত্র রয়েছে বলিভিয়া ( Bolovia) এবং উগান্ডা ( Uganda) ।
প্রায় দুবছরের কাছাকাছি সময় ধরে বন্ধ সারা বিশ্বের স্কুল সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। ইউনিসেফ জানাচ্ছে স্কুলে স্বাভাবিক প্রক্রিয়ায় পঠনপাঠন বন্ধ হবার সুদুরপ্রসারী ফলাফল দেখা যাচ্ছে। সাধারণত ভারতের মত তৃতীয় বিশ্বের দেশগুলিতে বেশিরভাগ পড়ুয়ার কাছে বেসরকারি স্কুলের দামি শিক্ষা পদ্ধতি ধরাছোঁয়ার বাইরে। তারা সরকারি স্কুলের শিক্ষার ওপরেই নির্ভরশীল। কিন্তু টানা লকডাউন,পরিবারের ভেঙে পড়া আর্থিক অবস্থা, ইন্টারনেটের খরচ মেটানোর অক্ষমতা, দূরবর্তী গ্রামে নেট সংযোগ না পাওয়া এদের কে স্কুলছুট করেছে। বাধ্য করেছে পরিবারের প্রয়োজনে শিশু শ্রমিক হতে। ১৮ এর অনেক নিচে মেয়েদের বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে।
ইউনিসেফের আধিকারিকরা বলছেন মাস্ক পরে কোভিড বিধি মেনে স্কুলে যাক পড়ুয়ারা। না হলে ভবিষ্যৎ যে মোটেও আশাব্যঞ্জক নয় সে কথাও বলছেন বিশেষজ্ঞরা। বিগত দু বছরে যতটা ক্ষতি তা তো হয়েই গিয়েছে, এবার কিন্তু তাতে বাঁধ দেওয়ার সময় এসেছে।যে শিশুদের জন্য স্কুল বন্ধ রাখা হচ্ছে তাঁদের অভিভাবকরাও তো নিয়মিত বাইরে যাচ্ছেন। সেখান থেকেও তো একজন পড়ুয়া সংক্রমিত হতে পারে। তাহলে শুধু স্কুল বন্ধ করে রাখার যৌক্তিকতা কোথায়। আপাতত এটাই বোধহয় লাখ টাকার প্রশ্ন।