Breaking: পার্থ- অর্পিতার ফের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ

- আপডেট : ১৮ অগাস্ট ২০২২, বৃহস্পতিবার
- / 6
পুবের কলম, ওয়েবডেস্ক: পার্থ- অর্পিতার ফের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ। এদিন ১৪ দিনের জেল হেফাজতের মেয়াদ শেষে দুজনকে আদালতে তোলা হয়। পার্থর জামিনের আবেদন করেন তার আইনজীবীরা। জামিনের আবেদন খারিজ করে বিচারক ফের পার্থ ও অর্পিতার মুখোপাধ্যায়ের দুজনের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিলেন। অর্পিতার মুখোপাধ্যায়ের তরফের এদিনে জামিনের আবেদন করা হয়নি।
এদিন পার্থর অসুস্থতার কারণ দেখিয়ে আদালতে জামিনের আবেদন করেন তার আইনজীবী। তবে জোর বিরোধিতা করেন, ইডির আইনজীবীরা।
পার্থর আইনজীবী আদালতে জানান, তার হিমোগ্লোবিন কমেছে, ক্রিয়েটিনিন বেড়েছে। শৌচাগারেও যেতেও অসুবিধা হচ্ছে।
এদিকে ইডির আইনজীবীদের জোর সওয়াল এই বয়সে এই ধরনের সমস্যা অস্বাভাবিক কিছু নয়। এদিন আদালতে বেশ কিছুক্ষণ হাত জোর করে দাঁড়িয়েছিলেন পার্থ। তিনি বলেন, ‘কেউ ছাড় পাবে না।’
সম্প্রতি ইডির জেরার মুখে পার্থ জানিয়েছিলেন, অর্পিতা মুখোপাধ্যায়কে তিনি চেনেন না। নাকতলা পুজোতে হয়তো তিনি আসতেন সেখানে হয়তো তিনি অর্পিতাকে দেখেছেন।
এদিকে আজ আদালতে জোর সওয়াল জবাব করেন ইডির আইনজীবীরা। আইনজীবীরা বলেন, অর্পিতার এলআইসিতে পার্থর নাম রয়েছে। এর থেকে আর বড় প্রমাণ আর কি দেওয়ার প্রয়োজন আছে? অর্পিতার এলআইসি প্রিমিয়াম জমা দেওয়ার মেসেজ আসছে পার্থর মোবাইলে। এর থেকে আর বড় আর কি প্রমাণ দেওয়ার প্রয়োজন আছে পার্থ ও অর্পিতার ঘনিষ্ঠতার সম্পর্কে?
এদিকে ইডির আইনজীবীর আরও সওয়াল পার্থ একজন প্রভাবশালী ব্যক্তি। জেলের মধ্যেই নথি নষ্ট করে দিতে চেয়েছিলেন। তাই এই ধরনের প্রভাবশালীকে জামিন দিলে তিনি তদন্তে আরও প্রভাব খাটাতে পারেন।
১৪ দিনের জেল হেফাজতের শেষে আজ পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়কে আদালতে তোলা হয়। ফের দুজনকেই জেল হেফাজতের নির্দেশ দিল ব্যাঙ্কশাল আদালত।