২৮ জুলাই ২০২৫, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

মোদির সঙ্গে আদানির বিদেশ ভ্রমণের হিসেব জানতে চেয়ে সংসদে কংগ্রেস সাংসদের নোটিশ

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৯ ফেব্রুয়ারী ২০২৩, বৃহস্পতিবার
  • / 35

পুবের কলম, ওয়েবডেস্ক : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে শিল্পপতি আদানির বিদেশ ভ্রমণের হিসেব চেয়ে লোকসভায় নোটিশ পাঠালেন কংগ্রেস সাংসদ মানিকম ঠাকুর। রাষ্ট্রপতির ভাষণের একদিন পরেই সংসদে আদানি বিরোধী স্লোগানের মধ্যেই বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। আর বৃহস্পতিবার কংগ্রেস সাংসদ মানিকম ঠাকুর লোকসভায় আদানির সঙ্গে প্রধানমন্ত্রীর বিদেশ ভ্রমণের বিশদ জানতে চেয়ে একটি মুলতবি নোটিশ দিয়েছেন।

সেই নোটিশে বলা হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে শিল্পপতি গৌতম আদানির বিদেশ ভ্রমণের সুবিধা পেয়েছে বিদেশি দরপত্রের গ্রুপগুলি।
প্রসঙ্গত, বুধবার সংসদে ভাষণ দেওয়ার সময় বিরোধীদের তুমুল হই-হট্টগোলের মধ্যে সুকৌশলে আদানি প্রসঙ্গ এড়িয়ে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই সময় বিরোধীদের কটাক্ষ করে প্রধানমন্ত্রী বলেন, দেশ যখন শক্তিশালী হয়ে উঠছে তখন তার বিরোধিতা করে দেশকে চাপে ফেলা হচ্ছে।

আরও পড়ুন: BREAKING, শুভাংশুর সঙ্গে কথা প্রধানমন্ত্রীর

পাশাপাশি কংগ্রেস সাংসদ মনীশ তিওয়ারি আলোচনার দাবিতে চিন-ভারত সীমান্তে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল (এলএসি) ইস্যুতে একটি স্থগিত নোটিশ পাঠিয়েছেন। সেই নোটিশে উল্লেখ করা হয়েছে, ২০২০ সাল থেকে চিন এই ভূমি দখলের কাজে নিজেকে নিয়োজিত রেখেছে।

আরও পড়ুন: ব্রিকস সম্মেলনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ব্রাজিল সহ ৫ দেশে সফর

চলতি বছরের ১৬ জানুয়ারি ভারত-চিন ইস্যুতে ১৭তম আলোচনা হয়েছে। এই আলোচনাকে সদর্থক না বলা গেলেও ক্ষীণ আশার আলো দেখা গিয়েছিল। এর পরেও চিনকে সব সময় ভারতকে চাপে ফেলতে  সীমান্তে সেতু, রাস্তা এবং সেনা বাসস্থান সহ উল্লেখযোগ্য অবকাঠামো নির্মাণকাজ অব্যাহত রেখেছে। বলা যায়, চিন একতরফাভাবে স্থিতাবস্থা পরিবর্তনের চেষ্টা চালিয়ে গেছে। সম্প্রতি অরুণাচল প্রদেশের তাওয়াং সেক্টরে সংঘর্ষের ঘটনা সেই উদ্বেগ আরও বাড়িয়ে দেয়।

আরও পড়ুন: বাংলাদেশের সঙ্গে গঙ্গা জলবণ্টন চুক্তির সংশোধন চায় কেন্দ্র জলচুক্তি নিয়ে মমতার দাবি শুনবে মোদি সরকার

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মোদির সঙ্গে আদানির বিদেশ ভ্রমণের হিসেব জানতে চেয়ে সংসদে কংগ্রেস সাংসদের নোটিশ

আপডেট : ৯ ফেব্রুয়ারী ২০২৩, বৃহস্পতিবার

পুবের কলম, ওয়েবডেস্ক : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে শিল্পপতি আদানির বিদেশ ভ্রমণের হিসেব চেয়ে লোকসভায় নোটিশ পাঠালেন কংগ্রেস সাংসদ মানিকম ঠাকুর। রাষ্ট্রপতির ভাষণের একদিন পরেই সংসদে আদানি বিরোধী স্লোগানের মধ্যেই বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। আর বৃহস্পতিবার কংগ্রেস সাংসদ মানিকম ঠাকুর লোকসভায় আদানির সঙ্গে প্রধানমন্ত্রীর বিদেশ ভ্রমণের বিশদ জানতে চেয়ে একটি মুলতবি নোটিশ দিয়েছেন।

সেই নোটিশে বলা হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে শিল্পপতি গৌতম আদানির বিদেশ ভ্রমণের সুবিধা পেয়েছে বিদেশি দরপত্রের গ্রুপগুলি।
প্রসঙ্গত, বুধবার সংসদে ভাষণ দেওয়ার সময় বিরোধীদের তুমুল হই-হট্টগোলের মধ্যে সুকৌশলে আদানি প্রসঙ্গ এড়িয়ে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই সময় বিরোধীদের কটাক্ষ করে প্রধানমন্ত্রী বলেন, দেশ যখন শক্তিশালী হয়ে উঠছে তখন তার বিরোধিতা করে দেশকে চাপে ফেলা হচ্ছে।

আরও পড়ুন: BREAKING, শুভাংশুর সঙ্গে কথা প্রধানমন্ত্রীর

পাশাপাশি কংগ্রেস সাংসদ মনীশ তিওয়ারি আলোচনার দাবিতে চিন-ভারত সীমান্তে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল (এলএসি) ইস্যুতে একটি স্থগিত নোটিশ পাঠিয়েছেন। সেই নোটিশে উল্লেখ করা হয়েছে, ২০২০ সাল থেকে চিন এই ভূমি দখলের কাজে নিজেকে নিয়োজিত রেখেছে।

আরও পড়ুন: ব্রিকস সম্মেলনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ব্রাজিল সহ ৫ দেশে সফর

চলতি বছরের ১৬ জানুয়ারি ভারত-চিন ইস্যুতে ১৭তম আলোচনা হয়েছে। এই আলোচনাকে সদর্থক না বলা গেলেও ক্ষীণ আশার আলো দেখা গিয়েছিল। এর পরেও চিনকে সব সময় ভারতকে চাপে ফেলতে  সীমান্তে সেতু, রাস্তা এবং সেনা বাসস্থান সহ উল্লেখযোগ্য অবকাঠামো নির্মাণকাজ অব্যাহত রেখেছে। বলা যায়, চিন একতরফাভাবে স্থিতাবস্থা পরিবর্তনের চেষ্টা চালিয়ে গেছে। সম্প্রতি অরুণাচল প্রদেশের তাওয়াং সেক্টরে সংঘর্ষের ঘটনা সেই উদ্বেগ আরও বাড়িয়ে দেয়।

আরও পড়ুন: বাংলাদেশের সঙ্গে গঙ্গা জলবণ্টন চুক্তির সংশোধন চায় কেন্দ্র জলচুক্তি নিয়ে মমতার দাবি শুনবে মোদি সরকার