০৭ অগাস্ট ২০২৫, বৃহস্পতিবার, ২১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

খাস কলকাতায় হাড়হিম করা ঘটনা, মৃত একই পরিবারের সবাই

ইমামা খাতুন
  • আপডেট : ২৬ ফেব্রুয়ারী ২০২৩, রবিবার
  • / 30

প্রতীকী ছবি

পুবের কলম ওয়েবডেস্ক: খাস কলকাতায় হাড়হিম করা ঘটনা। মৃত একই পরিবারের ৩ জন। বাড়ির সিলিং থেকে উদ্ধার বাবা , মা ও মেয়ের ঝুলন্ত দেহ। মেয়েটি ফলতা এলজিডি আইন  কলেজের তৃতীয় সেমিস্টারের ছাত্রী। প্রাথমিক ভাবে আত্মহত্যা বলেই অনুমান করছে স্থানীয় পুলিশ। এই ঘটনায় স্বতঃপ্রণোদিত ভাবে তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর মৃতদের নাম বিজয় চট্টোপাধ্যায়, রাণু চট্টোপাধ্যায় এবং ঐন্দ্রিলা চট্টোপাধ্যায়৷ গার্ডেনরিচের একটি আবাসনে ভাড়া থাকতেন তাঁরা৷ রবিবার সকালে আবাসনের ভিতর থেকে পচা দুর্গন্ধ পান স্থানীয়েরা৷ তারপরেই খবর দেন পুলিশে৷ পুলিশ এসে দেহ তিনটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে৷

উল্লেখ্য, বিজয় পেশায় ব্যবসায়ী ছিলেন ৷ তবে কি কারণে তারা এই সিদ্ধান্ত নিল তা খতিয়ে দেখছে পুলিশ। তবে প্রাথমিক অনুমান আর্থিক সংকটের জেরে এই সিদ্ধান্ত নিয়েছে তারা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

খাস কলকাতায় হাড়হিম করা ঘটনা, মৃত একই পরিবারের সবাই

আপডেট : ২৬ ফেব্রুয়ারী ২০২৩, রবিবার

পুবের কলম ওয়েবডেস্ক: খাস কলকাতায় হাড়হিম করা ঘটনা। মৃত একই পরিবারের ৩ জন। বাড়ির সিলিং থেকে উদ্ধার বাবা , মা ও মেয়ের ঝুলন্ত দেহ। মেয়েটি ফলতা এলজিডি আইন  কলেজের তৃতীয় সেমিস্টারের ছাত্রী। প্রাথমিক ভাবে আত্মহত্যা বলেই অনুমান করছে স্থানীয় পুলিশ। এই ঘটনায় স্বতঃপ্রণোদিত ভাবে তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর মৃতদের নাম বিজয় চট্টোপাধ্যায়, রাণু চট্টোপাধ্যায় এবং ঐন্দ্রিলা চট্টোপাধ্যায়৷ গার্ডেনরিচের একটি আবাসনে ভাড়া থাকতেন তাঁরা৷ রবিবার সকালে আবাসনের ভিতর থেকে পচা দুর্গন্ধ পান স্থানীয়েরা৷ তারপরেই খবর দেন পুলিশে৷ পুলিশ এসে দেহ তিনটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে৷

উল্লেখ্য, বিজয় পেশায় ব্যবসায়ী ছিলেন ৷ তবে কি কারণে তারা এই সিদ্ধান্ত নিল তা খতিয়ে দেখছে পুলিশ। তবে প্রাথমিক অনুমান আর্থিক সংকটের জেরে এই সিদ্ধান্ত নিয়েছে তারা