দিল্লির পর এবার হিট অ্যান্ড রান চণ্ডীগড়ে, মাথায় গুরুতর আঘাত নিয়ে হাসপাতালে তরুণী

- আপডেট : ১৬ জানুয়ারী ২০২৩, সোমবার
- / 16
পুবের কলম, ওয়েবডেস্ক: ফের হিট অ্যান্ড রানের ঘটনা ঘটল চণ্ডীগড়ে। রাস্তায় থাকা কুকুরদের খাওয়ানোর সময় এক তরুণীকে সজোরে ধাক্কা দিল এক গাড়ি। ঘটনায় গুরুতর আহত হয়েছেন ওই তরুণী। সিসিটিভি ফুটেজে এই মর্মান্তিক দুর্ঘটনার ছবি ধরা পড়েছে। ২৫ বছরের ওই তরুণীর মাথায়, ঘাড়ে গুরুতর আঘাত লাগে। হাসপাতাল সূত্রে খবর, ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন ওই তরুণী।
পুলিশ সূত্রে খবর, প্রচণ্ড গতিতে থাকা একটি এসইউভি গাড়ির ধাক্কায় ছিটকে পড়েন ওই তরুণী। সেই সময় বাড়ির পাশেই তিনি রাস্তায় থাকা কুকুরদের খাবার খাওয়াচ্ছিলেন। আক্রান্ত তরুণী তেজস্বীতার পরিবারের তরফে এই ঘটনায় অভিযুক্তদের কাছে ক্ষতিপূরণের দাবি করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, শনিবার রাতে যখন বাড়ির বাইরে তেজস্বীতা তার মা মনজিন্দর কউরের সঙ্গে রাস্তার কুকুরদের খাবার খাওয়াচ্ছিলেন তখন এই ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, একটি এসইউভি গাড়ি সোজা রাস্তায় ঢুকে ইউ টার্ন নিতে যাওয়ার সময় তেজস্বীতাকে ধাক্কা মারে। রাস্তায় ছিটকে পড়ে রক্তাক্ত অবস্থায় যন্ত্রণায় কাতরাতে থাকে সে। মায়ের অভিযোগ, কেউ সাহায্যের জন্য এগিয়ে আসেননি। তিনি বাড়িতে ফোন করে তার পর পুলিশের কন্ট্রোল রুমে জানান।
তেজস্বীতার বাবা ওজস্বী কৌশল জানিয়েছেন, তার মেয়ে তেজস্বীতা আর্কিটেকচার নিয়ে স্নাতক শেষ করে, সিভিল সার্ভিসের প্রবেশিকা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে। প্রতিদিনই রাতে মায়ের সঙ্গে রাস্তার কুকুরদের খাওয়াতে বাড়ির বাইরে যায় সে। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে।
উল্লেখ্য, বর্ষবরণের রাতে দিল্লিতে অঞ্জলিকাণ্ডে তাকে ঘষটে টেনে গিয়েছিল একটি গাড়ি। ঘটনায় মর্মান্তিক মৃত্যু হয় ২০ বছরের ওই তরুণীর।