০৩ সেপ্টেম্বর ২০২৫, বুধবার, ১৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সুন্দরবনের পাঁচশ মানুষকে স্বাস্থ্য পরিষেবা দিয়ে নজির গড়ল আল আমিন মিশনের প্রাক্তনীরা

ইমামা খাতুন
  • আপডেট : ১ সেপ্টেম্বর ২০২৫, সোমবার
  • / 166

ইনামুল হক, বসিরহাটঃ ‘আল আমিন’ শব্দের অর্থ বিশ্বাসী বা বিশ্বস্ত। মানুষ হিসেবে মানুষের প্রতি সেই বিশ্বস্ততা রক্ষায় নিঃশব্দে কাজ করে চলেছে বাংলার পিছিয়ে পড়া সমাজের অগ্রগতির মাইলস্টোন আল আমিন মিশন এর এক ঝাঁক প্রাক্তনী। এই প্রাক্তনীদের মধ্যে অনেকেই সমাজের বিত্তশালী মানুষের সহযোগিতায় আল-আমিন মিশনের ছাত্র হিসেবে সাফল্যের চূড়োয় পৌঁছে গিয়েও সমাজকে ভোলেনি। কেবল পিছিয়ে পড়া সমাজ নয়, জাতি, ধর্ম নির্বিশেষে সকল স্তরের অসহায় প্রান্তিক মানুষ ও জনসমাজের মান উন্নয়নে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার ব্রত নিয়ে তারা ( আল-আমিন মিশনের ২০০২ উচ্চ মাধ্যমিক ব্যাচ) তৈরি করেছে আল আমিন প্রত্যয় ফাউন্ডেশন।

 

আরও পড়ুন: লুপ্তপ্রায় ন্যাদোস মাছ ফিরিয়ে আনতে উদ্যোগ সুন্দরবনের

Afghanistan earthquake: আফগানিস্তানে মৃতের সংখ্যা বেড়ে ৮১২, সাহায্যের আশ্বাস প্রধানমন্ত্রী মোদির

আরও পড়ুন: কৈখালি পর্যটন কেন্দ্রে যত্রতত্র প্লাস্টিক পরে থাকায় দূষিত হচ্ছে পরিবেশ

এই সামাজিক সংগঠনটির উদ্যোগে রবিবার সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চল হিঙ্গলগঞ্জের বোলতলা এলাকার দরিদ্র শিশু, নারী ও বৃদ্ধ অসুস্থ মানুষ সহ বিড়ি শ্রমিকদের স্বাস্থ্যপরিষেবা দিতে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণের শিবির এর আয়োজন করে। বোলতলা গ্রামবাসী ও সুন্দরবন উইমেন এন্ড চাইল্ড ওয়েলফেয়ার সোসাইটির আহ্বানে আল আমিন প্রত্যয় ফাউন্ডেশন এর সভাপতি ডা. হাম্মাদুর রহমান সহ কলকাতার বেশ কয়েকজন বিখ্যাত চিকিৎসক এদিন প্রায় ৫০০ মানুষকে চিকিৎসা পরিষেবা দেন। সংগঠনের সাধারণ সম্পাদক বিশিষ্ট প্রযুক্তিবিদ আব্দুল মাবুদ মন্ডল জানান, ২৭ জন বিশেষজ্ঞ ডাক্তার ১৬ জন সুপ্রতিষ্ঠিত ইঞ্জিনিয়ার ,১৩ জন বিশিষ্ট শিক্ষক, দুজন বিজ্ঞানী, চার্টার্ড একাউন্টেন্ট ও কয়েকজন সফল উদ্যোগ পতিকে নিয়ে গঠিত আল আমিন প্রত্যয় ফাউন্ডেশন।

আরও পড়ুন: দ্বিতীয় বৃহত্তম টাইগার রিজার্ভের মর্যাদায় সুন্দরবন

 

আমাদের মূল লক্ষ্য রাজ্যের প্রত্যন্ত অঞ্চলে শিক্ষা, স্বাস্থ্য ও বিপর্যয়কালীন পরিষেবা দেওয়া ও তাদের জীবন জীবিকার মান উন্নয়ন করা। ইতিমধ্যে আমরা সুন্দরবন সহ কয়েকটি এলাকায় মেডিকেল ক্যাম্প করেছি। ইয়াস ঘূর্ণিঝড় বিধ্বস্ত মানুষকে ত্রাণ সামগ্রী ও কমিউনিটি কিচেনের মাধ্যমে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। কলকাতার পথবাসিদের শীতবস্ত্র ও শিশুদের শিক্ষা সামগ্রী দেওয়া হয়েছে। দক্ষিণ দিনাজপুরের কুশমন্ডি অঞ্চলের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, কোভিদের সময় সচেতনতা বাড়াতে আলোচনা শিবির করা হয়েছে। আগামী দিনে প্রাথমিক শিক্ষার ড্রপ আউট প্রতিরোধে প্রচার, বিড়ি শ্রমিকদের স্বাস্থ্য চেতনা এবং প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্য পরিকাঠামো গড়ে তোলার লক্ষ্য রয়েছে। পাশাপাশি কর্মসংস্থানের সুবিধা প্রদানে উদ্যোগ নেওয়া হবে।

 

গ্রামবাসীদের পক্ষে এদিন সুন্দরবন উইমেন অ্যান্ড চাইল্ড ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদিকা হালিমা খাতুন জানান, আল আমিন প্রত্যয় ফাউন্ডেশন যে উদ্যোগ নিয়ে কলকাতার চিকিৎসকদের সহযোগিতায় আমাদের বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পরিষেবা দিল তাতে আমরা কৃতজ্ঞ। চিকিৎসা পরিষেবা পেয়ে স্থানীয় বাসিন্দা ও প্রসূতি মহিলা সাথী বিবি বলেন, সাময়িক হলেও এই পরিষেবা পেয়ে আমরা উপকৃত। আগামীতে যাতে আরো এই ধরনের শিবিরের আয়োজন করা হয় সেই আবেদন রাখবো।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সুন্দরবনের পাঁচশ মানুষকে স্বাস্থ্য পরিষেবা দিয়ে নজির গড়ল আল আমিন মিশনের প্রাক্তনীরা

আপডেট : ১ সেপ্টেম্বর ২০২৫, সোমবার

ইনামুল হক, বসিরহাটঃ ‘আল আমিন’ শব্দের অর্থ বিশ্বাসী বা বিশ্বস্ত। মানুষ হিসেবে মানুষের প্রতি সেই বিশ্বস্ততা রক্ষায় নিঃশব্দে কাজ করে চলেছে বাংলার পিছিয়ে পড়া সমাজের অগ্রগতির মাইলস্টোন আল আমিন মিশন এর এক ঝাঁক প্রাক্তনী। এই প্রাক্তনীদের মধ্যে অনেকেই সমাজের বিত্তশালী মানুষের সহযোগিতায় আল-আমিন মিশনের ছাত্র হিসেবে সাফল্যের চূড়োয় পৌঁছে গিয়েও সমাজকে ভোলেনি। কেবল পিছিয়ে পড়া সমাজ নয়, জাতি, ধর্ম নির্বিশেষে সকল স্তরের অসহায় প্রান্তিক মানুষ ও জনসমাজের মান উন্নয়নে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার ব্রত নিয়ে তারা ( আল-আমিন মিশনের ২০০২ উচ্চ মাধ্যমিক ব্যাচ) তৈরি করেছে আল আমিন প্রত্যয় ফাউন্ডেশন।

 

আরও পড়ুন: লুপ্তপ্রায় ন্যাদোস মাছ ফিরিয়ে আনতে উদ্যোগ সুন্দরবনের

Afghanistan earthquake: আফগানিস্তানে মৃতের সংখ্যা বেড়ে ৮১২, সাহায্যের আশ্বাস প্রধানমন্ত্রী মোদির

আরও পড়ুন: কৈখালি পর্যটন কেন্দ্রে যত্রতত্র প্লাস্টিক পরে থাকায় দূষিত হচ্ছে পরিবেশ

এই সামাজিক সংগঠনটির উদ্যোগে রবিবার সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চল হিঙ্গলগঞ্জের বোলতলা এলাকার দরিদ্র শিশু, নারী ও বৃদ্ধ অসুস্থ মানুষ সহ বিড়ি শ্রমিকদের স্বাস্থ্যপরিষেবা দিতে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণের শিবির এর আয়োজন করে। বোলতলা গ্রামবাসী ও সুন্দরবন উইমেন এন্ড চাইল্ড ওয়েলফেয়ার সোসাইটির আহ্বানে আল আমিন প্রত্যয় ফাউন্ডেশন এর সভাপতি ডা. হাম্মাদুর রহমান সহ কলকাতার বেশ কয়েকজন বিখ্যাত চিকিৎসক এদিন প্রায় ৫০০ মানুষকে চিকিৎসা পরিষেবা দেন। সংগঠনের সাধারণ সম্পাদক বিশিষ্ট প্রযুক্তিবিদ আব্দুল মাবুদ মন্ডল জানান, ২৭ জন বিশেষজ্ঞ ডাক্তার ১৬ জন সুপ্রতিষ্ঠিত ইঞ্জিনিয়ার ,১৩ জন বিশিষ্ট শিক্ষক, দুজন বিজ্ঞানী, চার্টার্ড একাউন্টেন্ট ও কয়েকজন সফল উদ্যোগ পতিকে নিয়ে গঠিত আল আমিন প্রত্যয় ফাউন্ডেশন।

আরও পড়ুন: দ্বিতীয় বৃহত্তম টাইগার রিজার্ভের মর্যাদায় সুন্দরবন

 

আমাদের মূল লক্ষ্য রাজ্যের প্রত্যন্ত অঞ্চলে শিক্ষা, স্বাস্থ্য ও বিপর্যয়কালীন পরিষেবা দেওয়া ও তাদের জীবন জীবিকার মান উন্নয়ন করা। ইতিমধ্যে আমরা সুন্দরবন সহ কয়েকটি এলাকায় মেডিকেল ক্যাম্প করেছি। ইয়াস ঘূর্ণিঝড় বিধ্বস্ত মানুষকে ত্রাণ সামগ্রী ও কমিউনিটি কিচেনের মাধ্যমে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। কলকাতার পথবাসিদের শীতবস্ত্র ও শিশুদের শিক্ষা সামগ্রী দেওয়া হয়েছে। দক্ষিণ দিনাজপুরের কুশমন্ডি অঞ্চলের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, কোভিদের সময় সচেতনতা বাড়াতে আলোচনা শিবির করা হয়েছে। আগামী দিনে প্রাথমিক শিক্ষার ড্রপ আউট প্রতিরোধে প্রচার, বিড়ি শ্রমিকদের স্বাস্থ্য চেতনা এবং প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্য পরিকাঠামো গড়ে তোলার লক্ষ্য রয়েছে। পাশাপাশি কর্মসংস্থানের সুবিধা প্রদানে উদ্যোগ নেওয়া হবে।

 

গ্রামবাসীদের পক্ষে এদিন সুন্দরবন উইমেন অ্যান্ড চাইল্ড ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদিকা হালিমা খাতুন জানান, আল আমিন প্রত্যয় ফাউন্ডেশন যে উদ্যোগ নিয়ে কলকাতার চিকিৎসকদের সহযোগিতায় আমাদের বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পরিষেবা দিল তাতে আমরা কৃতজ্ঞ। চিকিৎসা পরিষেবা পেয়ে স্থানীয় বাসিন্দা ও প্রসূতি মহিলা সাথী বিবি বলেন, সাময়িক হলেও এই পরিষেবা পেয়ে আমরা উপকৃত। আগামীতে যাতে আরো এই ধরনের শিবিরের আয়োজন করা হয় সেই আবেদন রাখবো।