০১ মে ২০২৫, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ভুয়ো খবর প্রচারের অভিযোগ, বন্ধ হয়ে গেল ভারতের তিনটি বহুল পরিচিত ইউটিউব চ্যানেল

ইমামা খাতুন
  • আপডেট : ২১ ডিসেম্বর ২০২২, বুধবার
  • / 13

প্রতীকী ছবি

পুবের কলম ওয়েব ডেস্কঃ বন্ধ হয়ে গেল ভারতের তিনটি বহুল পরিচিত ইউটিউব চ্যানেল। অভিযোগ এই চ্যানেলগুলি ভুয়ো খবর ছড়াচ্ছিল। কেন্দ্রের দাবি এমন সংস্থাগুলির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। সে কারণেই এই নিষেধাজ্ঞা বলে জানা গিয়েছে। মঙ্গলবার প্রেস ইনফর্মেশন ব্যুরোর তরফ থেকে এই খবরটি জানানো হয়েছে।

প্রেস ইনফর্মেশন ব্যুরো বলেছে মিথ্যে তথ্য সরবরাহ করছে বেশ কয়েকটি ইউটিউব চ্যানেল। তথ্যের নামে আম জনতার কাছে ভুল তথ্য দেওয়া হচ্ছে। যে ৩ ইউটিউব চ্যানেলকে ব্যান করা হয়েছে, সেগুলি হল-নিউজ হেডলাইনস, সরকারি আপডেট এবং বহুল পরিচিত আজ তক লাইভ ইউটিউব চ্যানেল। আপাতত, ইউটিউবে এই চ্যানেলগুলি আর দেখা যাচ্ছে না।

জানা গিয়েছে, এই তিনটি ইউটিউব চ্যানেলে মোট সাবস্ক্রাইবারের সংখ্যা ছিল ৩৩ লক্ষের বেশি। ৪০ টি ফ্যাক্ট চেকের পর এই চ্যানেলগুলির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলেই খবর।

প্রেস ইনফরমেশন ব্যুরোর ফ্যাক্ট চেক ইউনিট জানিয়েছে, সংশ্লিষ্ট ইউটিউব চ্যানেলগুলি থেকে ভুয়ো খবর প্রচার করা হচ্ছিল। মূলত সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, প্রধানমন্ত্রী, জাতীয় নির্বাচন কমিশন, ইভিএম সহ বিভিন্ন বিষয়ে ভুল তথ্য সরবরাহ করা হচ্ছিল। তবে এই ঘটনা সংবাদ মাধ্যমে প্রকাশ্যে আসতেই মিশ্র প্রতিক্রিয়া দিয়েছে সাধারন মানুষ ।

একাংশ বলেছেন, কি ভাবে দিনের পর দিন ভুয়ো ও মিথ্যে খবর সম্প্রচার করে যাওয়ার পরেও এত দর্শক ও সাবস্ক্রাইবার পাওয়া যায়? তাঁদের দাবি, ভুয়ো খবরের অজুহাতে বন্ধ করা হলেও ” ডাল মে কুছ কালা হ্যায়”। তবে এই ঘটনা প্রথম নয়। এর আগেও ভুয়ো খবর সম্প্রচারের নামে বহু ইউটিউব চ্যানেল বন্ধ করে দেওয়া হয়েছে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ভুয়ো খবর প্রচারের অভিযোগ, বন্ধ হয়ে গেল ভারতের তিনটি বহুল পরিচিত ইউটিউব চ্যানেল

আপডেট : ২১ ডিসেম্বর ২০২২, বুধবার

পুবের কলম ওয়েব ডেস্কঃ বন্ধ হয়ে গেল ভারতের তিনটি বহুল পরিচিত ইউটিউব চ্যানেল। অভিযোগ এই চ্যানেলগুলি ভুয়ো খবর ছড়াচ্ছিল। কেন্দ্রের দাবি এমন সংস্থাগুলির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। সে কারণেই এই নিষেধাজ্ঞা বলে জানা গিয়েছে। মঙ্গলবার প্রেস ইনফর্মেশন ব্যুরোর তরফ থেকে এই খবরটি জানানো হয়েছে।

প্রেস ইনফর্মেশন ব্যুরো বলেছে মিথ্যে তথ্য সরবরাহ করছে বেশ কয়েকটি ইউটিউব চ্যানেল। তথ্যের নামে আম জনতার কাছে ভুল তথ্য দেওয়া হচ্ছে। যে ৩ ইউটিউব চ্যানেলকে ব্যান করা হয়েছে, সেগুলি হল-নিউজ হেডলাইনস, সরকারি আপডেট এবং বহুল পরিচিত আজ তক লাইভ ইউটিউব চ্যানেল। আপাতত, ইউটিউবে এই চ্যানেলগুলি আর দেখা যাচ্ছে না।

জানা গিয়েছে, এই তিনটি ইউটিউব চ্যানেলে মোট সাবস্ক্রাইবারের সংখ্যা ছিল ৩৩ লক্ষের বেশি। ৪০ টি ফ্যাক্ট চেকের পর এই চ্যানেলগুলির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলেই খবর।

প্রেস ইনফরমেশন ব্যুরোর ফ্যাক্ট চেক ইউনিট জানিয়েছে, সংশ্লিষ্ট ইউটিউব চ্যানেলগুলি থেকে ভুয়ো খবর প্রচার করা হচ্ছিল। মূলত সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, প্রধানমন্ত্রী, জাতীয় নির্বাচন কমিশন, ইভিএম সহ বিভিন্ন বিষয়ে ভুল তথ্য সরবরাহ করা হচ্ছিল। তবে এই ঘটনা সংবাদ মাধ্যমে প্রকাশ্যে আসতেই মিশ্র প্রতিক্রিয়া দিয়েছে সাধারন মানুষ ।

একাংশ বলেছেন, কি ভাবে দিনের পর দিন ভুয়ো ও মিথ্যে খবর সম্প্রচার করে যাওয়ার পরেও এত দর্শক ও সাবস্ক্রাইবার পাওয়া যায়? তাঁদের দাবি, ভুয়ো খবরের অজুহাতে বন্ধ করা হলেও ” ডাল মে কুছ কালা হ্যায়”। তবে এই ঘটনা প্রথম নয়। এর আগেও ভুয়ো খবর সম্প্রচারের নামে বহু ইউটিউব চ্যানেল বন্ধ করে দেওয়া হয়েছে।