৩১ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ১৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচনী বিধিভঙ্গর অভিযোগ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে,  আজ শুনানি হাইকোর্টে

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৬ জুলাই ২০২৩, বৃহস্পতিবার
  • / 123

পারিজাত মোল্লা:  এবার সরাসরি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আদর্শ আচরণ বিধির অভিযোগ তুলে মামলা দাখিল করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আজ অর্থাৎ বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হতে পারে বলে জানা গেছে। পঞ্চায়েত ভোট ঘোষণা হওয়ার পরই কেন্দ্রীয় বাহিনীর দাবিতে মামলা করেছিলেন নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। ভোটগ্রহণের ঠিক ২ দিন আগে ফের হাইকোর্টের দ্বারস্থ হলেন শুভেন্দু।

‘সরাসরি মুখ্যমন্ত্রী’  অনুষ্ঠানের নামে আদর্শ আচরণ বিধি ভঙ্গ করা হচ্ছে, এমনই অভিযোগ নিয়ে মামলা করেছেন তিনি। জলপাইগুড়ির তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে যে টাকা বিলির অভিযোগ উঠেছে, তা নিয়েও মামলা করেছেন শুভেন্দু। গত মঙ্গলবার কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি অমৃতা সিনহার এজলাস এই মামলা গ্রহণ করেনি। নির্বাচনী বিধি সংক্রান্ত বিষয় হওয়ায় প্রধান বিচারপতির বেঞ্চে যাওয়ার কথা বলেছিলেন তিনি। সেই মতো বুধবার প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে এই মামলার দৃষ্টি আকর্ষণ করা হয়। জনস্বার্থ মামলা করার অনুমতি দিয়েছে আদালত।

আরও পড়ুন: জল্পনার অবসান! আগামী ৫ বছরই মুখ্যমন্ত্রী থাকবেন সিদ্দারামাইয়া

আজ অর্থাৎ বৃহস্পতিবার শুনানির সম্ভাবনা রয়েছে। পঞ্চায়েত নির্বাচন আবহে ‘সরাসরি মুখ্যমন্ত্রী’ কর্মসূচি শুরু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাধারণ মানুষের সমস্যা জানানোর জন্য একটি বিশেষ নম্বর চালু করা হয়। প্রথম থেকেই সেই ফোন নম্বর নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা।

আরও পড়ুন: কাজি নজরুল ইসলামের জন্মদিনে শুভেচ্ছা বার্তা মুখ্যমন্ত্রীর

বিরোধীদের অভিযোগ, বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের ‘দিদিকে বলো’ কর্মসূচিতে যে ফোন নম্বর ব্যবহার করা হত, এবার মুখ্যমন্ত্রীর কর্মসূচিতে সেই একই নম্বর ব্যবহার করা হচ্ছে। রাজনৈতিক দল যে নম্বর ব্যবহার করছিল, সেটা এখন রাজ্যের নামে কেন ব্যবহার হচ্ছে? সেই প্রশ্ন তুলেছেন রাজ্যের বিরোধী দলনেতা। অপরদিকে জলপাইগুড়ি জেলা পরিষদের ৬ নম্বর আসনের প্রার্থী দীনেশ মজুমদারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। টাকা বিলি করার ছবি সামনে আসার পরই বিতর্কের সূত্রপাত। ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো।

আরও পড়ুন: জঙ্গি যেন আশ্রয় নিতে না পারে, নির্দেশ মুখ্যমন্ত্রীর

জানা গেছে এই নিয়েও মামলা করেছেন শুভেন্দু। আজ অর্থাৎ বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গ এর অভিযোগ সংক্রান্ত মামলার শুনানি হতে পারে বলে জানা গেছে।

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

নির্বাচনী বিধিভঙ্গর অভিযোগ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে,  আজ শুনানি হাইকোর্টে

আপডেট : ৬ জুলাই ২০২৩, বৃহস্পতিবার

পারিজাত মোল্লা:  এবার সরাসরি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আদর্শ আচরণ বিধির অভিযোগ তুলে মামলা দাখিল করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আজ অর্থাৎ বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হতে পারে বলে জানা গেছে। পঞ্চায়েত ভোট ঘোষণা হওয়ার পরই কেন্দ্রীয় বাহিনীর দাবিতে মামলা করেছিলেন নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। ভোটগ্রহণের ঠিক ২ দিন আগে ফের হাইকোর্টের দ্বারস্থ হলেন শুভেন্দু।

‘সরাসরি মুখ্যমন্ত্রী’  অনুষ্ঠানের নামে আদর্শ আচরণ বিধি ভঙ্গ করা হচ্ছে, এমনই অভিযোগ নিয়ে মামলা করেছেন তিনি। জলপাইগুড়ির তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে যে টাকা বিলির অভিযোগ উঠেছে, তা নিয়েও মামলা করেছেন শুভেন্দু। গত মঙ্গলবার কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি অমৃতা সিনহার এজলাস এই মামলা গ্রহণ করেনি। নির্বাচনী বিধি সংক্রান্ত বিষয় হওয়ায় প্রধান বিচারপতির বেঞ্চে যাওয়ার কথা বলেছিলেন তিনি। সেই মতো বুধবার প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে এই মামলার দৃষ্টি আকর্ষণ করা হয়। জনস্বার্থ মামলা করার অনুমতি দিয়েছে আদালত।

আরও পড়ুন: জল্পনার অবসান! আগামী ৫ বছরই মুখ্যমন্ত্রী থাকবেন সিদ্দারামাইয়া

আজ অর্থাৎ বৃহস্পতিবার শুনানির সম্ভাবনা রয়েছে। পঞ্চায়েত নির্বাচন আবহে ‘সরাসরি মুখ্যমন্ত্রী’ কর্মসূচি শুরু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাধারণ মানুষের সমস্যা জানানোর জন্য একটি বিশেষ নম্বর চালু করা হয়। প্রথম থেকেই সেই ফোন নম্বর নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা।

আরও পড়ুন: কাজি নজরুল ইসলামের জন্মদিনে শুভেচ্ছা বার্তা মুখ্যমন্ত্রীর

বিরোধীদের অভিযোগ, বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের ‘দিদিকে বলো’ কর্মসূচিতে যে ফোন নম্বর ব্যবহার করা হত, এবার মুখ্যমন্ত্রীর কর্মসূচিতে সেই একই নম্বর ব্যবহার করা হচ্ছে। রাজনৈতিক দল যে নম্বর ব্যবহার করছিল, সেটা এখন রাজ্যের নামে কেন ব্যবহার হচ্ছে? সেই প্রশ্ন তুলেছেন রাজ্যের বিরোধী দলনেতা। অপরদিকে জলপাইগুড়ি জেলা পরিষদের ৬ নম্বর আসনের প্রার্থী দীনেশ মজুমদারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। টাকা বিলি করার ছবি সামনে আসার পরই বিতর্কের সূত্রপাত। ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো।

আরও পড়ুন: জঙ্গি যেন আশ্রয় নিতে না পারে, নির্দেশ মুখ্যমন্ত্রীর

জানা গেছে এই নিয়েও মামলা করেছেন শুভেন্দু। আজ অর্থাৎ বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গ এর অভিযোগ সংক্রান্ত মামলার শুনানি হতে পারে বলে জানা গেছে।