২৭ জুলাই ২০২৫, রবিবার, ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

প্রাথমিক শিক্ষায় দেশের শীর্ষে রয়েছে বাংলা, উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী  

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৭ ডিসেম্বর ২০২১, শুক্রবার
  • / 57

পুবের কলম প্রতিবেদকঃ প্রাথমিক শিক্ষায় দেশের শীর্ষে স্থান পেল বাংলা। প্রধানমন্ত্রীর ইকোনমিক অ্যাডভাইজারি কাউন্সিলের তরফ থেকে পশ্চিমবঙ্গকে এই সম্মান দেওয়া হয়েছে। ফলে কলকাতা পুরভোটের আগেই রাজ্য সরকারের মুকুটে আরও একটা বিরল সম্মান যুক্ত হতে চলেছে।

প্রধানমন্ত্রীর অর্থনৈতিক পরামর্শদাতা পরিষদের যে সাম্প্রতিক রিপোর্ট তৈরি করা হয়েছে–  তাতে ৪১টি পয়েন্ট এবং পাঁচটি প্যারামিটারে বিশ্লেষণ করা হয়েছে। শিক্ষার পরিকাঠামো–  শিক্ষার সুযোগ-সুবিধা–  মৌলিক স্বাস্থ্য–  শিক্ষার হালহকিকত– ফলাফল এবং পরিচালন ব্যবস্থা এই পাঁচটি মানদণ্ডে বিচার বিশ্লেষণ করেই রাজ্যকে সেরা হিসাবে বেছে নেওয়া হয়েছে।

আরও পড়ুন: জল্পনার অবসান! আগামী ৫ বছরই মুখ্যমন্ত্রী থাকবেন সিদ্দারামাইয়া

এই রিপোর্টে মূলত ছোট রাজ্য–  বড় রাজ্য–  কেন্দ্রশাসিত অঞ্চল এবং উত্তর-পূর্বের রাজ্যকে আলাদা আলাদা ভাগ করে বিশ্লেষণ করা হয়েছে। বড় রাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গ শীর্ষস্থান দখল করেছে। এক্ষেত্রে পশ্চিমবঙ্গের প্রাপ্ত নম্বর প্রায় ৫৮ শতাংশ। একইসঙ্গে ছোট রাজ্যগুলির মধ্যে শীর্ষে রয়েছে কেরল। কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে সেরা লাক্ষাদ্বীপ। এবং উত্তরপূর্বের রাজ্যগুলোর মধ্যে সেরা মিজোরাম। ১০ বছরের কম ছাত্রছাত্রীদের শিক্ষা ব্যবস্থা নিয়ে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের রিপোর্টে বলা হয়েছে–  পশ্চিমবঙ্গের ছেলেমেয়েদের শিক্ষার সুযোগ বড় রাজ্যগুলির মধ্যে সর্বোত্তম। মোটের উপর যে Ranking  প্রকাশ করা হয়েছে–  তাতে এ রাজ্য তালিকার মধ্যে প্রথম স্থানে রয়েছে। মৌলিক সাক্ষরতা এবং সংখ্যাসূচক যে Ranking –  তাতেও পশ্চিমবঙ্গ রয়েছে এক নম্বরে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই খবর জেনে ট্যুইট করে রাজ্যের শিক্ষা কর্মী–  অভিভাবক শিক্ষকদের শুভেচ্ছা জানিয়েছেন। একইসঙ্গে প্রাথমিক শিক্ষার সঙ্গে জড়িত সমস্ত শিক্ষক ও শিক্ষাকর্মীদের অভিনন্দন জানিয়েছেন তিনি। রাজ্যের শিক্ষাদফতর জানিয়েছে–  প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের রিপোর্টে পশ্চিমবঙ্গের এই স্বীকৃতি একটা বেনজির ঘটনা এবং এই ক্ষেত্রে বড় রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গ প্রথম হল–  তাও রাজ্যবাসীর জন্য একটা গর্বের বিষয়।

আরও পড়ুন: কাছাড় জেলায় সরকারি দফতরে বাংলা বাধ্যতামূলক

এই স্বীকৃতি নিয়ে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির সম্পাদক কালাম মণ্ডল জানান–  অন্যান্য রাজ্য থেকে প্রাথমিক শিক্ষায় এগিয়েছে রাজ্য। এর আগেও জাতীয় স্তরের এক শিক্ষা ম্যাগাজিনেও রাজ্যের প্রাথমিক শিক্ষা স্থান পেয়েছে।

আরও পড়ুন: কাজি নজরুল ইসলামের জন্মদিনে শুভেচ্ছা বার্তা মুখ্যমন্ত্রীর

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

প্রাথমিক শিক্ষায় দেশের শীর্ষে রয়েছে বাংলা, উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী  

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২১, শুক্রবার

পুবের কলম প্রতিবেদকঃ প্রাথমিক শিক্ষায় দেশের শীর্ষে স্থান পেল বাংলা। প্রধানমন্ত্রীর ইকোনমিক অ্যাডভাইজারি কাউন্সিলের তরফ থেকে পশ্চিমবঙ্গকে এই সম্মান দেওয়া হয়েছে। ফলে কলকাতা পুরভোটের আগেই রাজ্য সরকারের মুকুটে আরও একটা বিরল সম্মান যুক্ত হতে চলেছে।

প্রধানমন্ত্রীর অর্থনৈতিক পরামর্শদাতা পরিষদের যে সাম্প্রতিক রিপোর্ট তৈরি করা হয়েছে–  তাতে ৪১টি পয়েন্ট এবং পাঁচটি প্যারামিটারে বিশ্লেষণ করা হয়েছে। শিক্ষার পরিকাঠামো–  শিক্ষার সুযোগ-সুবিধা–  মৌলিক স্বাস্থ্য–  শিক্ষার হালহকিকত– ফলাফল এবং পরিচালন ব্যবস্থা এই পাঁচটি মানদণ্ডে বিচার বিশ্লেষণ করেই রাজ্যকে সেরা হিসাবে বেছে নেওয়া হয়েছে।

আরও পড়ুন: জল্পনার অবসান! আগামী ৫ বছরই মুখ্যমন্ত্রী থাকবেন সিদ্দারামাইয়া

এই রিপোর্টে মূলত ছোট রাজ্য–  বড় রাজ্য–  কেন্দ্রশাসিত অঞ্চল এবং উত্তর-পূর্বের রাজ্যকে আলাদা আলাদা ভাগ করে বিশ্লেষণ করা হয়েছে। বড় রাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গ শীর্ষস্থান দখল করেছে। এক্ষেত্রে পশ্চিমবঙ্গের প্রাপ্ত নম্বর প্রায় ৫৮ শতাংশ। একইসঙ্গে ছোট রাজ্যগুলির মধ্যে শীর্ষে রয়েছে কেরল। কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে সেরা লাক্ষাদ্বীপ। এবং উত্তরপূর্বের রাজ্যগুলোর মধ্যে সেরা মিজোরাম। ১০ বছরের কম ছাত্রছাত্রীদের শিক্ষা ব্যবস্থা নিয়ে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের রিপোর্টে বলা হয়েছে–  পশ্চিমবঙ্গের ছেলেমেয়েদের শিক্ষার সুযোগ বড় রাজ্যগুলির মধ্যে সর্বোত্তম। মোটের উপর যে Ranking  প্রকাশ করা হয়েছে–  তাতে এ রাজ্য তালিকার মধ্যে প্রথম স্থানে রয়েছে। মৌলিক সাক্ষরতা এবং সংখ্যাসূচক যে Ranking –  তাতেও পশ্চিমবঙ্গ রয়েছে এক নম্বরে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই খবর জেনে ট্যুইট করে রাজ্যের শিক্ষা কর্মী–  অভিভাবক শিক্ষকদের শুভেচ্ছা জানিয়েছেন। একইসঙ্গে প্রাথমিক শিক্ষার সঙ্গে জড়িত সমস্ত শিক্ষক ও শিক্ষাকর্মীদের অভিনন্দন জানিয়েছেন তিনি। রাজ্যের শিক্ষাদফতর জানিয়েছে–  প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের রিপোর্টে পশ্চিমবঙ্গের এই স্বীকৃতি একটা বেনজির ঘটনা এবং এই ক্ষেত্রে বড় রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গ প্রথম হল–  তাও রাজ্যবাসীর জন্য একটা গর্বের বিষয়।

আরও পড়ুন: কাছাড় জেলায় সরকারি দফতরে বাংলা বাধ্যতামূলক

এই স্বীকৃতি নিয়ে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির সম্পাদক কালাম মণ্ডল জানান–  অন্যান্য রাজ্য থেকে প্রাথমিক শিক্ষায় এগিয়েছে রাজ্য। এর আগেও জাতীয় স্তরের এক শিক্ষা ম্যাগাজিনেও রাজ্যের প্রাথমিক শিক্ষা স্থান পেয়েছে।

আরও পড়ুন: কাজি নজরুল ইসলামের জন্মদিনে শুভেচ্ছা বার্তা মুখ্যমন্ত্রীর