০৭ অগাস্ট ২০২৫, বৃহস্পতিবার, ২১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

breaking: সফল অস্ত্রোপচারের পর এসএসকেএম থেকে বাড়ির পথে মুখ্যমন্ত্রী

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৬ জুলাই ২০২৩, বৃহস্পতিবার
  • / 235

পুবের কলম, ওয়েবডেস্ক: অস্ত্রোপচারের পর এসএসকেএম থেকে বাড়ির পথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিকিৎসকেরা তাঁকে হাসপাতালে থাকার কথা বলেন, মুখ্যমন্ত্রী জানিয়েছেন বাড়ি চলে যাবেন তিনি। সেই মতোই কালীঘাটে তাঁর বাড়ির উদ্দেশে রওনা দিল মুখ্যমন্ত্রীর গাড়ি। এদিন সফল অস্ত্রোপচার হয় তাঁর। চিকিৎসকেরা জানান, আঘাতের পর মুখ্যমন্ত্রীর হাঁটুতে ফ্লুইড জমে গিয়েছিল। সেটাই বের করে দেওয়া হয়। চিকিৎসকেরা তাঁকে বিশ্রামের পরামর্শ দিয়েছেন।

মুখ্যমন্ত্রী হাসপাতালের দায়িত্বে থাকা চিকিৎসকেরা জানিয়ে দেন, বাঁ হাঁটুর লিগামেন্টে চোট পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এটি হাঁটুর কোনও অস্ত্রোপচার নয়, একটি প্রক্রিয়া বা ‘প্রসিডিওর’ করা হয়েছে। তার মাধ্যমে হাঁটুতে জমে থাকা ফ্লুইড বের করে দেওয়া হয়েছে।

আরও পড়ুন: কলকাতা SSKM হাসপাতালে জরুরি বিভাগে আগুন

বৃহস্পতিবার বেলা ২ টো নাগাদ মমতা বন্দ্যোপাধ্যায় পিজি হাসপাতালে ঢুকে ইউ সি এম বিল্ডিংয়ে যান। সেখানেই মুখ্যমন্ত্রীর ডেক্সা স্ক্যান করা হয়। দুপুর ২টো ১৬ নাগাদ এরপরে তিনি উডবার্ন ব্লকে ঢোকেন। এরপর বেলা ৩ টে নাগাদ তাঁকে তিনতলার ওটি রুমে নিয়ে গিয়ে প্রসিডিওর শুরু করা হয় বিকেল ৫ টা নাগাদ তাঁকে বের করে এনে পর্যবেক্ষণে রাখা হয়। সন্ধ্যে ৬,১০ মিনিটে অভিষেক বন্দ্যোপাধ্যায় এসএসকেএম পৌঁছন।

আরও পড়ুন: জল্পনার অবসান! আগামী ৫ বছরই মুখ্যমন্ত্রী থাকবেন সিদ্দারামাইয়া

চিকিৎসকদের তরফে জানানো হয়, বাম পায়ের ফ্লুইড সফলভাবে বার করা হয়েছে। একইসঙ্গে দায়িত্বে থাকা চিকিৎসকেরা জানান, বয়স অনুযায়ী মুখ্যমন্ত্রীর হাড়ের ঘনত্ব ভাল।

আরও পড়ুন: কাজি নজরুল ইসলামের জন্মদিনে শুভেচ্ছা বার্তা মুখ্যমন্ত্রীর

মমতা ট্রেড মিলে দীর্ঘক্ষণ হাঁটেন, এছাড়াও প্রতিদিন এক্সারসাইজ করেন, ফলে অন্য সবার থেকে তাঁর আঘাত কম,  এবং সেরে ওঠার সময়ও কম লাগবে। পায়ের ওপর অযথা চাপ না দিতে পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা।

 

 

 

 

 

 

 

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

breaking: সফল অস্ত্রোপচারের পর এসএসকেএম থেকে বাড়ির পথে মুখ্যমন্ত্রী

আপডেট : ৬ জুলাই ২০২৩, বৃহস্পতিবার

পুবের কলম, ওয়েবডেস্ক: অস্ত্রোপচারের পর এসএসকেএম থেকে বাড়ির পথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিকিৎসকেরা তাঁকে হাসপাতালে থাকার কথা বলেন, মুখ্যমন্ত্রী জানিয়েছেন বাড়ি চলে যাবেন তিনি। সেই মতোই কালীঘাটে তাঁর বাড়ির উদ্দেশে রওনা দিল মুখ্যমন্ত্রীর গাড়ি। এদিন সফল অস্ত্রোপচার হয় তাঁর। চিকিৎসকেরা জানান, আঘাতের পর মুখ্যমন্ত্রীর হাঁটুতে ফ্লুইড জমে গিয়েছিল। সেটাই বের করে দেওয়া হয়। চিকিৎসকেরা তাঁকে বিশ্রামের পরামর্শ দিয়েছেন।

মুখ্যমন্ত্রী হাসপাতালের দায়িত্বে থাকা চিকিৎসকেরা জানিয়ে দেন, বাঁ হাঁটুর লিগামেন্টে চোট পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এটি হাঁটুর কোনও অস্ত্রোপচার নয়, একটি প্রক্রিয়া বা ‘প্রসিডিওর’ করা হয়েছে। তার মাধ্যমে হাঁটুতে জমে থাকা ফ্লুইড বের করে দেওয়া হয়েছে।

আরও পড়ুন: কলকাতা SSKM হাসপাতালে জরুরি বিভাগে আগুন

বৃহস্পতিবার বেলা ২ টো নাগাদ মমতা বন্দ্যোপাধ্যায় পিজি হাসপাতালে ঢুকে ইউ সি এম বিল্ডিংয়ে যান। সেখানেই মুখ্যমন্ত্রীর ডেক্সা স্ক্যান করা হয়। দুপুর ২টো ১৬ নাগাদ এরপরে তিনি উডবার্ন ব্লকে ঢোকেন। এরপর বেলা ৩ টে নাগাদ তাঁকে তিনতলার ওটি রুমে নিয়ে গিয়ে প্রসিডিওর শুরু করা হয় বিকেল ৫ টা নাগাদ তাঁকে বের করে এনে পর্যবেক্ষণে রাখা হয়। সন্ধ্যে ৬,১০ মিনিটে অভিষেক বন্দ্যোপাধ্যায় এসএসকেএম পৌঁছন।

আরও পড়ুন: জল্পনার অবসান! আগামী ৫ বছরই মুখ্যমন্ত্রী থাকবেন সিদ্দারামাইয়া

চিকিৎসকদের তরফে জানানো হয়, বাম পায়ের ফ্লুইড সফলভাবে বার করা হয়েছে। একইসঙ্গে দায়িত্বে থাকা চিকিৎসকেরা জানান, বয়স অনুযায়ী মুখ্যমন্ত্রীর হাড়ের ঘনত্ব ভাল।

আরও পড়ুন: কাজি নজরুল ইসলামের জন্মদিনে শুভেচ্ছা বার্তা মুখ্যমন্ত্রীর

মমতা ট্রেড মিলে দীর্ঘক্ষণ হাঁটেন, এছাড়াও প্রতিদিন এক্সারসাইজ করেন, ফলে অন্য সবার থেকে তাঁর আঘাত কম,  এবং সেরে ওঠার সময়ও কম লাগবে। পায়ের ওপর অযথা চাপ না দিতে পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা।