১৩ জানুয়ারী ২০২৬, মঙ্গলবার, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

অভিশপ্ত ট্রেন দুর্ঘটনা, আজ হেলিকপ্টারে করে বালেশ্বর যাচ্ছেন মমতা, সকালে আসেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব

পুবের কলম, ওয়েবডেস্ক: অভিশপ্ত ট্রেন দুর্ঘটনায় প্রাণ কেড়েছে ২৩৩ জন মানুষের। আহত অন্তত প্রায় হাজার ছুঁতে চলেছে। হতা-হতের সংখ্যা বাড়তে বলে আশঙ্কা প্রকাশ করেছে প্রশাসন।

ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওড়িশা সরকারকে সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি। আজই তিনি রওনা দিচ্ছেন দুর্ঘটনাস্থলে।

আরও পড়ুন: বিপদ না ঘটলেও দুর্ঘটনার কবলে দ্রৌপদী মুর্মুর হেলিকপ্টার, শুভকামনা জানালেন মমতা

রাতেই প্রতিনিধি হিসেবে বালেশ্বরে পৌঁছেছেন তৃণমূল সাংসদ দোলা সেন ও ও রাজ্যের মন্ত্রী মানস ভুঁইঞা। আজ যাচ্ছেন মুখ্যমন্ত্রী নিজে। আজ হেলিকপ্টারে করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনাস্থলে যাবে। সকালে এসেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

আরও পড়ুন: বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, ঈশ্বরকে ধন্যবাদ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়

উদ্ধার হয়েছে ২৩৩ জনের দেহ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানিয়েছেন ওডিশার মুখ্যসচিব প্রদীপ জেনা। তিনি আরও জানিয়েছেন, ঘটনায় আহত হয়েছেন অন্তত ৯০০ জন। বালেশ্বর, ময়ূরভঞ্জ, ভদ্রক, কটক সহ সে রাজ্যের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা চলছে আহতদের।

আরও পড়ুন: Chetla Agrani Club: চেতলা অগ্রণীর পুজো মণ্ডপে আগুন

শুক্রবার সন্ধ্যায় করমণ্ডল এক্সপ্রেসের সঙ্গে ধাক্কা হয় একটি মালগাড়ি এবং যশবন্তপুর এক্সপ্রেসের। একাধিক বগি লাইনচ্যুত হয়। জানা গিয়েছে করমণ্ডলের লাইনচ্যুত বগিতে ধাক্কা মারে উল্টো দিক থেকে আসা যশবন্তপুর এক্সপ্রেস। আজ  ঘটনাস্থলে যাবেন নবীন পট্টনায়েক।

ইতিমধ্যে দুর্ঘটনায় আহত এবং নিহতদের পরিবারের জন্য ক্ষতিপূরণের ঘোষণা করেছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী।

রেল দুর্ঘটনার জেরে গোয়া-মুম্বই বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন বাতিল করা হয়েছে। প্রধানমন্ত্রীর ভার্চুয়ালি ওই ট্রেন উদ্বোধন করার কথা ছিল। দুর্ঘটনার কারণে বাতিল হয়েছে একগুচ্ছ দূরপাল্লা ট্রেন। বেশ কিছু ট্রেনের যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে।

 

 

সর্বধিক পাঠিত

ভেনেজুয়েলায় মার্কিন আগ্রাসনের প্রতিবাদে দশ দলের সভা, মোদী সরকারের নীরবতা নিয়ে তীব্র সমালোচনা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

অভিশপ্ত ট্রেন দুর্ঘটনা, আজ হেলিকপ্টারে করে বালেশ্বর যাচ্ছেন মমতা, সকালে আসেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব

আপডেট : ৩ জুন ২০২৩, শনিবার

পুবের কলম, ওয়েবডেস্ক: অভিশপ্ত ট্রেন দুর্ঘটনায় প্রাণ কেড়েছে ২৩৩ জন মানুষের। আহত অন্তত প্রায় হাজার ছুঁতে চলেছে। হতা-হতের সংখ্যা বাড়তে বলে আশঙ্কা প্রকাশ করেছে প্রশাসন।

ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওড়িশা সরকারকে সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি। আজই তিনি রওনা দিচ্ছেন দুর্ঘটনাস্থলে।

আরও পড়ুন: বিপদ না ঘটলেও দুর্ঘটনার কবলে দ্রৌপদী মুর্মুর হেলিকপ্টার, শুভকামনা জানালেন মমতা

রাতেই প্রতিনিধি হিসেবে বালেশ্বরে পৌঁছেছেন তৃণমূল সাংসদ দোলা সেন ও ও রাজ্যের মন্ত্রী মানস ভুঁইঞা। আজ যাচ্ছেন মুখ্যমন্ত্রী নিজে। আজ হেলিকপ্টারে করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনাস্থলে যাবে। সকালে এসেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

আরও পড়ুন: বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, ঈশ্বরকে ধন্যবাদ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়

উদ্ধার হয়েছে ২৩৩ জনের দেহ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানিয়েছেন ওডিশার মুখ্যসচিব প্রদীপ জেনা। তিনি আরও জানিয়েছেন, ঘটনায় আহত হয়েছেন অন্তত ৯০০ জন। বালেশ্বর, ময়ূরভঞ্জ, ভদ্রক, কটক সহ সে রাজ্যের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা চলছে আহতদের।

আরও পড়ুন: Chetla Agrani Club: চেতলা অগ্রণীর পুজো মণ্ডপে আগুন

শুক্রবার সন্ধ্যায় করমণ্ডল এক্সপ্রেসের সঙ্গে ধাক্কা হয় একটি মালগাড়ি এবং যশবন্তপুর এক্সপ্রেসের। একাধিক বগি লাইনচ্যুত হয়। জানা গিয়েছে করমণ্ডলের লাইনচ্যুত বগিতে ধাক্কা মারে উল্টো দিক থেকে আসা যশবন্তপুর এক্সপ্রেস। আজ  ঘটনাস্থলে যাবেন নবীন পট্টনায়েক।

ইতিমধ্যে দুর্ঘটনায় আহত এবং নিহতদের পরিবারের জন্য ক্ষতিপূরণের ঘোষণা করেছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী।

রেল দুর্ঘটনার জেরে গোয়া-মুম্বই বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন বাতিল করা হয়েছে। প্রধানমন্ত্রীর ভার্চুয়ালি ওই ট্রেন উদ্বোধন করার কথা ছিল। দুর্ঘটনার কারণে বাতিল হয়েছে একগুচ্ছ দূরপাল্লা ট্রেন। বেশ কিছু ট্রেনের যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে।