০২ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার, ১৫ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

ডুবল আরও এক মার্কিন ব্যাঙ্ক, দায়ীদের সতর্কতা বাইডেনের

ইমামা খাতুন
  • আপডেট : ১৩ মার্চ ২০২৩, সোমবার
  • / 83

পুবের কলম ওয়েবডেস্ক: সিলিকন ভ্যালি ব্যাঙ্কের পর এবার দেউলিয়া হয়েছে নিউ ইয়র্ক ভিত্তিক ‘সিগনেচার ব্যাঙ্ক’। বিশ্লেষকদের আশঙ্কা, আমেরিকার  ব্যাঙ্কিং খাতের পরিস্থিতি আরও খারাপ হতে পারে, যা সামগ্রিকভাবে ব্যাহত করতে পারে দেশটির গোটা অর্থনীতিকে। রবিবার আমেরিকার ফেডারেল ডিপোজিট ইনস্যুরেন্স করপোরেশন (এফডিআইসি) সিগনেচার ব্যাঙ্কের দেউলিয়া হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

মার্কিন ট্রেজারিসহ আর্থিক নিয়ন্ত্রক সংস্থাগুলো এক যৌথ বিবৃতিতে বলেছে, সিলিকল ভ্যালি ব্যাঙ্কের আমানতকারীরা সোমবার থেকে ব্যাঙ্কটিতে জমা রাখা অর্থ তুলে নিতে পারবেন। একই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সিগনেচার ব্যাঙ্কের ক্ষেত্রেও।  ফেডারেল রিজার্ভ, ফেডারেল ডিপোজিট ইন্স্যুরেন্স কর্পোরেশন (এফডিআইসি) ও মার্কিন ট্রেজারি বলেছে, ক্রিপটোকারেন্সি লেনদেনকারী ব্যাঙ্কটি রবিবার বন্ধ হয়ে যায়।

শেয়ারবাজারে ব্যাঙ্কটির শেয়ার মূল্য এক ধাক্কায় অনেকটা কমে গিয়েছিল। এর গ্রাহকদের ক্ষেত্রেও সিলিকন ব্যাঙ্কের মতো ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থাগুলো। এদিকে, পরপর দু’টি ব্যাঙ্ক দেউলিয়া হওয়ার ঘটনায় বিশ্লেষকদের অনেকে আশঙ্কা করছেন, আবারও হয়তো ২০০৭-২০০৮ সালের মতো ব্যাঙ্কিং সেক্টরে ধস নামতে চলেছে।

তবে দেশটির আর্থিক প্রতিষ্ঠান নিয়ন্ত্রক সংস্থাগুলো এখনও সেরকম ইঙ্গিত দেয়নি। তারা বলছে, এখনও সেরকম পরিস্থিতি তৈরি হয়নি। বাজার বিশ্লেষক এড মোয়া বলছেন, ‘বড় আকারে প্রভাব পড়ার সম্ভাবনা কম। তবে যেসব ছোট ছোট ব্যাঙ্ক প্রযুক্তি এবং ক্রিপ্টোর মতো শিল্পের সঙ্গে কাজ করছে, তারা একটি খারাপ সময় পার করতে পারে।’ এদিকে, আগাম সতর্কতার অংশ হিসেবে ফেডারেল রিজার্ভ ঘোষণা করেছে, ব্যাঙ্কগুলিকে অতিরিক্ত তহবিল সরবরাহ করো হবে।

মার্কিন ট্রেজারি সেক্রেটারি জ্যানেট ইয়েলেন বলেছেন, ‘মার্কিন সরকার নিশ্চিত করতে চায়, একটি ব্যাঙ্কের জন্য যাকে অন্য ব্যাঙ্ক সমস্যায় না পড়ে।’ এদিকে, ব্যাঙ্ক বন্ধ হয়ে যাওয়ার ঘটনায় আতঙ্কিত গ্রাহকদের আশ্বস্ত করতে এগিয়ে এসেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি জানিয়েছেন, সব গ্রাহক তাদের অর্থ ফেরত পাবেন।

এছাড়া ব্যাঙ্ক কাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। প্রেসিডেন্ট বাইডেন জানিয়েছেন, সিলিকন ভ্যালি এবং সিগনেচার ব্যাঙ্কের ক্ষতিগ্রস্ত গ্রাহকরা যেন তাদের সঞ্চিত অর্থ ফিরে পান সেজন্য তিনি অর্থমন্ত্রী ইয়েলেন এবং জ্যেষ্ঠ অর্থ উপদেষ্টা লায়েল ব্রেইনার্ডের সঙ্গে কথা বলেছেন।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ডুবল আরও এক মার্কিন ব্যাঙ্ক, দায়ীদের সতর্কতা বাইডেনের

আপডেট : ১৩ মার্চ ২০২৩, সোমবার

পুবের কলম ওয়েবডেস্ক: সিলিকন ভ্যালি ব্যাঙ্কের পর এবার দেউলিয়া হয়েছে নিউ ইয়র্ক ভিত্তিক ‘সিগনেচার ব্যাঙ্ক’। বিশ্লেষকদের আশঙ্কা, আমেরিকার  ব্যাঙ্কিং খাতের পরিস্থিতি আরও খারাপ হতে পারে, যা সামগ্রিকভাবে ব্যাহত করতে পারে দেশটির গোটা অর্থনীতিকে। রবিবার আমেরিকার ফেডারেল ডিপোজিট ইনস্যুরেন্স করপোরেশন (এফডিআইসি) সিগনেচার ব্যাঙ্কের দেউলিয়া হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

মার্কিন ট্রেজারিসহ আর্থিক নিয়ন্ত্রক সংস্থাগুলো এক যৌথ বিবৃতিতে বলেছে, সিলিকল ভ্যালি ব্যাঙ্কের আমানতকারীরা সোমবার থেকে ব্যাঙ্কটিতে জমা রাখা অর্থ তুলে নিতে পারবেন। একই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সিগনেচার ব্যাঙ্কের ক্ষেত্রেও।  ফেডারেল রিজার্ভ, ফেডারেল ডিপোজিট ইন্স্যুরেন্স কর্পোরেশন (এফডিআইসি) ও মার্কিন ট্রেজারি বলেছে, ক্রিপটোকারেন্সি লেনদেনকারী ব্যাঙ্কটি রবিবার বন্ধ হয়ে যায়।

শেয়ারবাজারে ব্যাঙ্কটির শেয়ার মূল্য এক ধাক্কায় অনেকটা কমে গিয়েছিল। এর গ্রাহকদের ক্ষেত্রেও সিলিকন ব্যাঙ্কের মতো ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থাগুলো। এদিকে, পরপর দু’টি ব্যাঙ্ক দেউলিয়া হওয়ার ঘটনায় বিশ্লেষকদের অনেকে আশঙ্কা করছেন, আবারও হয়তো ২০০৭-২০০৮ সালের মতো ব্যাঙ্কিং সেক্টরে ধস নামতে চলেছে।

তবে দেশটির আর্থিক প্রতিষ্ঠান নিয়ন্ত্রক সংস্থাগুলো এখনও সেরকম ইঙ্গিত দেয়নি। তারা বলছে, এখনও সেরকম পরিস্থিতি তৈরি হয়নি। বাজার বিশ্লেষক এড মোয়া বলছেন, ‘বড় আকারে প্রভাব পড়ার সম্ভাবনা কম। তবে যেসব ছোট ছোট ব্যাঙ্ক প্রযুক্তি এবং ক্রিপ্টোর মতো শিল্পের সঙ্গে কাজ করছে, তারা একটি খারাপ সময় পার করতে পারে।’ এদিকে, আগাম সতর্কতার অংশ হিসেবে ফেডারেল রিজার্ভ ঘোষণা করেছে, ব্যাঙ্কগুলিকে অতিরিক্ত তহবিল সরবরাহ করো হবে।

মার্কিন ট্রেজারি সেক্রেটারি জ্যানেট ইয়েলেন বলেছেন, ‘মার্কিন সরকার নিশ্চিত করতে চায়, একটি ব্যাঙ্কের জন্য যাকে অন্য ব্যাঙ্ক সমস্যায় না পড়ে।’ এদিকে, ব্যাঙ্ক বন্ধ হয়ে যাওয়ার ঘটনায় আতঙ্কিত গ্রাহকদের আশ্বস্ত করতে এগিয়ে এসেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি জানিয়েছেন, সব গ্রাহক তাদের অর্থ ফেরত পাবেন।

এছাড়া ব্যাঙ্ক কাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। প্রেসিডেন্ট বাইডেন জানিয়েছেন, সিলিকন ভ্যালি এবং সিগনেচার ব্যাঙ্কের ক্ষতিগ্রস্ত গ্রাহকরা যেন তাদের সঞ্চিত অর্থ ফিরে পান সেজন্য তিনি অর্থমন্ত্রী ইয়েলেন এবং জ্যেষ্ঠ অর্থ উপদেষ্টা লায়েল ব্রেইনার্ডের সঙ্গে কথা বলেছেন।