ইলেক্টোরাল বন্ড বাতিল করল সুপ্রিম কোর্ট, ‘বন্ড অসাংবিধাধিক’ মন্তব্য প্রধান বিচারপতির

- আপডেট : ১৫ ফেব্রুয়ারী ২০২৪, বৃহস্পতিবার
- / 10
পুবের কলম, ওয়েবডেস্ক: ইলেক্টোরাল বন্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করল দেশের শীর্ষ আদালত। বৃহস্পতিবার সুপ্রিমকোর্ট জানিয়ে দেয়, ইলেক্টোরাল বন্ডের মাধ্যমে রাজনৈতিক দলগুলিকে অনুদান দেওয়া অসাংবিধাধিক। এই ইলেক্টোরাল বন্ড পদ্ধতি বন্ধ হওয়া উচিত বলে জানিয়েছে শীর্ষ আদালত। এক ঐতিহাসিক রায়ে সুপ্রিম কোর্ট রাজনৈতিক তহবিলের জন্য ইলেক্টোরাল বন্ড বাতিল করেছে। এটি নাগরিকদের তথ্যের অধিকার লঙ্ঘন করে বলে জানিয়েছে তাঁরা।
ভারতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বলেছেন, ইলেক্টোরাল বন্ড অসাংবিধানিক এবং স্বেচ্ছাচারী ছিল। রাজনৈতিক দল এবং দাতাদের মধ্যে একটি সমঝোতার ব্যবস্থা হতে পারে এটি। পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চের বক্তব্য, কালো টাকার বিরুদ্ধে লড়াই করা এবং দাতাদের গোপনীয়তা বজায় রাখার বিবৃত উদ্দেশ্য প্রকল্পটিকে রক্ষা করতে পারে না। কালো টাকা রোধ করার একমাত্র উপায় নয় এই বন্ড।
মামলাকারী বলেন, ইলেক্টোরাল বন্ড স্কিম নাগরিকদের রাজনৈতিক দলগুলির তহবিলের উৎস সম্পর্কে অবহিত করার অধিকারকে নষ্ট করে যা সংবিধানের ১৯(১)(এ) অনুচ্ছেদের অধীনে একটি মৌলিক অধিকার। সাংবিধানিক বেঞ্চের বক্তব্য, রাজনৈতিক দলগুলি ভারতের নির্বাচনী প্রক্রিয়ার অংশ। তাদের সম্পর্কে বিস্তারিত তথ্য জানার অধিকার রয়েছে সাধারণ ভোটারদের। ইলেক্টোরাল বন্ড সেই অধিকার খর্ব করছে।
ইলেক্টোরাল বন্ডের বৈধতাকে চ্যালেঞ্জ করে পিটিশনের একটি সেটের বিষয়ে বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট তার রায় ঘোষণা করে। শীর্ষ কোর্টের রায়ে বলা হয়, এখনই ব্যাঙ্কগুলিকে ইলেক্টোরাল বন্ড ইস্যু করা বন্ধ করতে হবে। এপর্যন্ত স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যা যা ইলেক্টোরাল বন্ড ইস্যু করেছে, সে সম্পর্কে বিস্তারিত তথ্য নির্বাচন কমিশনের কাছে তুলে দেবে স্টেট ব্যাঙ্ক। নির্বাচন কমিশন সেই তথ্য নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করবে। সুপ্রিম কোর্টের সাফ বক্তব্য, শুধু কালো টাকার বিরুদ্ধে লড়াই এবং ঋণদাতাদের গোপনীয়তা বজায় রাখার অজুহাতে এই পদ্ধতি চলতে দেওয়া যায় না।