১০ মে ২০২৫, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

এক্স বিক্রি করলেন ইলন মাস্ক!

চামেলি দাস
  • আপডেট : ৩০ মার্চ ২০২৫, রবিবার
  • / 55

পুবের কলম, ওয়েবডেস্ক: ২০২২ সালের শেষের দিকে কিনেছিলেন টুইটার। নাম বদলে রেখেছিলেন ‘এক্স’।  এবার সেই মাইক্রোব্লগিং সাইট এক্স ( পূর্বতন টুইটার)  বিক্রি করে দিলেন ইলন মাস্ক। ৩৩ বিলিয়ন ডলার মূল্যে এক্স বিক্রি করলেন তিনি।  ভারতীয় মুদ্রায় যা প্রায় ২ লক্ষ ৮২ কোটি টাকা।  তবে অন্য কাউকে নয়, নিজেরই স্টার্ট আপ সংস্থা এক্স-এআইকে ‘এক্স’ বিক্রি করলেন ধনকুবের মাস্ক।  শুধু তাই নয়, ইলন মাস্কের এক্সের ১২ বিলিয়ন ডলারের ঋণের দায়ও এক্সএআই-এর ঘাড়েই চাপতে চলেছে। যদিও  এই পদক্ষেপের মাধ্যমে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং সোশ্যাল মিডিয়াকে একীভূত করার দিকে পা বাড়িয়েছেন মাস্ক বলেই মত বিশেষজ্ঞ মহলের।

আরও পড়ুন: অনলাইনে বাতিল করা যাবে কাউন্টারে কাটা সংরক্ষিত টিকিট, স্বস্তির খবর যাত্রীদের

আরও পড়ুন: বিশ্বের সবচেয় ধনী ইলন মাস্ক, ফোর্বসের তালিকায় ১০ থেকে ১৮-তে নেমে এলেন মুকেশ আম্বানি

এই প্রেক্ষিতে নিজের এক্স হ্যান্ডল পোস্টে মাস্ক লেখেন, ‘এক্সএআই এবং এক্সের ভবিষ্যৎ একে অপরের সঙ্গে জড়িত। আজ আমরা আনুষ্ঠানিকভাবে ডেটা, মডেল, গণনা, বিতরণ এবং প্রতিভা এক ছাতার তলায় আনার পদক্ষেপ করছি।’

আরও পড়ুন: আইন লঙ্ঘনের অভিযোগ, এক্স-এর বিরুদ্ধে তদন্তের নির্দেশ ইউরোপীয় ইউনিয়নের

প্রসঙ্গত,  ২০২২ সালে ৪,৪০০ কোটি ডলার খরচ করে টুইটার কিনেছিলেন ইলন মাস্ক। যার মধ্যে ঋণও অন্তর্ভুক্ত ছিল। এরপর এই প্লাটফর্মটির নাম বদলে রাখেন ‘এক্স’। ঠিক তার এক বছর পর এক্সএআইয়ের জন্ম দেন ইলন মাস্ক। এর জন্য কয়েক কোটি ডলার খরচ করে উচ্চমানের অনভিডিয়া চিপ কেনেন তিনি।

আরও পড়ুন: রাতারাতি বদলে গেল টুইটারে লোগো, ১৭ বছরের সম্পর্ক শেষ!

অন্যদিকে, চলতি বছর ফেব্রুয়ারি মাসে মাস্ক বাজারে এনেছেন চ্যাটবটের সর্বশেষ সংস্করণ ‘গ্রক-৩’। বিশেষজ্ঞদের দাবি, এর মাধ্যমে ওপেনএআই চ্যাটজিপিটি এবং চিনের ডিপসেকের মতো কৃত্রিম মেধার প্রযুক্তিকে পিছনে ফেলতে চাইছেন তিনি। ফলে বর্তমানে প্রবল প্রতিযোগিতার মুখে পড়েছে পুরনো চ্যাটবটগুলি।

গ্রক-৩’ -এর জন্য ইতিমধ্যেই প্রচার শুরু করেছেন মাস্ক। তাঁর দাবি, আগের তুলনায় নতুন চ্যাটবটটি ১০ গুণ বেশি শক্তিশালী।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

এক্স বিক্রি করলেন ইলন মাস্ক!

আপডেট : ৩০ মার্চ ২০২৫, রবিবার

পুবের কলম, ওয়েবডেস্ক: ২০২২ সালের শেষের দিকে কিনেছিলেন টুইটার। নাম বদলে রেখেছিলেন ‘এক্স’।  এবার সেই মাইক্রোব্লগিং সাইট এক্স ( পূর্বতন টুইটার)  বিক্রি করে দিলেন ইলন মাস্ক। ৩৩ বিলিয়ন ডলার মূল্যে এক্স বিক্রি করলেন তিনি।  ভারতীয় মুদ্রায় যা প্রায় ২ লক্ষ ৮২ কোটি টাকা।  তবে অন্য কাউকে নয়, নিজেরই স্টার্ট আপ সংস্থা এক্স-এআইকে ‘এক্স’ বিক্রি করলেন ধনকুবের মাস্ক।  শুধু তাই নয়, ইলন মাস্কের এক্সের ১২ বিলিয়ন ডলারের ঋণের দায়ও এক্সএআই-এর ঘাড়েই চাপতে চলেছে। যদিও  এই পদক্ষেপের মাধ্যমে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং সোশ্যাল মিডিয়াকে একীভূত করার দিকে পা বাড়িয়েছেন মাস্ক বলেই মত বিশেষজ্ঞ মহলের।

আরও পড়ুন: অনলাইনে বাতিল করা যাবে কাউন্টারে কাটা সংরক্ষিত টিকিট, স্বস্তির খবর যাত্রীদের

আরও পড়ুন: বিশ্বের সবচেয় ধনী ইলন মাস্ক, ফোর্বসের তালিকায় ১০ থেকে ১৮-তে নেমে এলেন মুকেশ আম্বানি

এই প্রেক্ষিতে নিজের এক্স হ্যান্ডল পোস্টে মাস্ক লেখেন, ‘এক্সএআই এবং এক্সের ভবিষ্যৎ একে অপরের সঙ্গে জড়িত। আজ আমরা আনুষ্ঠানিকভাবে ডেটা, মডেল, গণনা, বিতরণ এবং প্রতিভা এক ছাতার তলায় আনার পদক্ষেপ করছি।’

আরও পড়ুন: আইন লঙ্ঘনের অভিযোগ, এক্স-এর বিরুদ্ধে তদন্তের নির্দেশ ইউরোপীয় ইউনিয়নের

প্রসঙ্গত,  ২০২২ সালে ৪,৪০০ কোটি ডলার খরচ করে টুইটার কিনেছিলেন ইলন মাস্ক। যার মধ্যে ঋণও অন্তর্ভুক্ত ছিল। এরপর এই প্লাটফর্মটির নাম বদলে রাখেন ‘এক্স’। ঠিক তার এক বছর পর এক্সএআইয়ের জন্ম দেন ইলন মাস্ক। এর জন্য কয়েক কোটি ডলার খরচ করে উচ্চমানের অনভিডিয়া চিপ কেনেন তিনি।

আরও পড়ুন: রাতারাতি বদলে গেল টুইটারে লোগো, ১৭ বছরের সম্পর্ক শেষ!

অন্যদিকে, চলতি বছর ফেব্রুয়ারি মাসে মাস্ক বাজারে এনেছেন চ্যাটবটের সর্বশেষ সংস্করণ ‘গ্রক-৩’। বিশেষজ্ঞদের দাবি, এর মাধ্যমে ওপেনএআই চ্যাটজিপিটি এবং চিনের ডিপসেকের মতো কৃত্রিম মেধার প্রযুক্তিকে পিছনে ফেলতে চাইছেন তিনি। ফলে বর্তমানে প্রবল প্রতিযোগিতার মুখে পড়েছে পুরনো চ্যাটবটগুলি।

গ্রক-৩’ -এর জন্য ইতিমধ্যেই প্রচার শুরু করেছেন মাস্ক। তাঁর দাবি, আগের তুলনায় নতুন চ্যাটবটটি ১০ গুণ বেশি শক্তিশালী।